অবশেষে রাজ্যে লাইব্রেরিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -WB Librarian Recruitment

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এবার বিরাট সুযোগ । এবার লাইব্রেরিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল । এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন রাজ্য তথা দেশের যেকোনো প্রান্তের চাকরি প্রার্থীরা । এক্ষেত্রে  UGC নিয়মানুসারে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে । তেমনি নিয়োগ হওয়া সফল এবং যোগ্য পদাধিকারীকে বেতন দেওয়া হবে কলেজ সার্ভিস কমিশনের যাবতীয় আইন পরি কাঠামো অনুযায়ী ।  তবে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে রাজ্য সরকারের তত্বাবধানে । উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কাছে অতিদ্রুত আবেদন পত্র চাওয়া হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি মারফৎ । তাহলে আসুন চট জলদি দেখে নেওয়া যাক প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় তথ্য সম্পর্কে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর এবং তারিখ –  Rect./U. Off./Librarian/2023     Dated : 16.02.2023 

আবেদন পদ্ধতি—

সংশ্লিষ্ট বিশ্ব বিদ্যালয় মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ,  

১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক  হতে হবে 

২. এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে (ONLINE )আবেদন করতে হবে। অফলাইনে (OFFLINE ) আবেদনের কোনও সুযোগ নেই। 

৩.  প্রথমে আবেদনকারীকে  সরাসরি কল্যাণী বিশ্ব বিদ্যালয়ের ওয়েবসাইট (www.klyuniv.ac.in) থেকে আবেদন পত্র ডাউনলোড করে নিতে হবে। 

ALSO READ :   রাজ্যের জেলা পরিষদে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২৪ হাজার টাকা

৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে 

a.  নিজের নাম—————————— 

b.  জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স—- 

c.  লিঙ্গ————————————-

d.  বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা———- 

e.  শিক্ষাগত যোগ্যতা————————-

f.  প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা———— 

g.  মোবাইল নম্বর————————-

h. ইমেল আইডি ————————- 

ইত্যাদি উল্লেখ করতে হবে । এরপর আবেদন পত্রে প্রার্থীকে তার সাম্প্রতিক সময়ের পাসপোর্ট ছবি যেমন আপলোড করতে হবে তেমনি আবেদনকারীকে নিজের সই (Signature) স্ক্যান করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে । 

নিয়োগ পদ্ধতি – 

এক্ষেত্রে আবেদনকারীকে UGC – এর নিয়মানুসারে প্রার্থীকে প্রথমে ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য । এরপর আবেদনকারি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার ওপর মুল্যয়নের মাধ্যমে  চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে । 

প্রয়োজনীয় ডকুমেন্টস –

সংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি সঙ্গে রাখতে হবে ,

১) আঁধার কার্ড 

২) বয়সের প্রমান পত্র 

৩) জাতিগত সংশাপত্রের প্রমান পত্র 

৪) শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র 

৫) প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতার প্রমান পত্র 

৬) পাসপোর্ট সাইজের ছবি , ইত্যাদি । 

প্রথমেই জেনে নেওয়া যাক শূন্য পদ সম্পর্কে 

ALSO READ :   100 Rupees Note: ১০০ টাকার নতুন নোটের পেছনে কি ছবি থাকে? জানলে অবাক হবেন আপনিও

পদের নাম – লাইব্রেরিয়ান ” (LIBRARIAN) 

শূন্য পদ – এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ১ টি

শিক্ষাগত যোগ্যতা – 

উপরিল্লিখিত তিনটি পদের জন্য আবেদনকারী  প্রার্থীকে অবশ্যই লাইব্রেরী সায়েন্স/ ডকুমেন্টারি সায়েন্স/ইনফরমেশন সায়েন্স বিষয়ে  মাস্টার ডিগ্রী /P.hd ডিগ্রিধারী হতে হবে । তৎসহ প্রাসঙ্গিক বিষয়ে  অন্তত দশ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।  

বয়স সীমা – 

উল্লেখিত তিনটি পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের ঊর্ধ্বে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 

মাসিক বেতন

উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে কলেজ সার্ভিস কমিশনের নিয়মানুযায়ী সংশ্লিষ্ট বিশ্ব বিদ্যাওয় কর্তৃপক্ষের তরফ থেকে প্রতি মাসে ৬৭,০০০ টাকা বেতন দেওয়া হবে । এছাড়াও নিযুক্ত কর্মী পাবেন যাবতীয় সরকারি সুবিধা । 

আবেদন ফী – 

উল্লেখিত  পদের ক্ষেত্রে  সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ২০০০ টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট বিশ্ব বিদ্যালয়ের নামে ।

আবেদনের শেষ তারিখ – 20/03/2023 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন (www.klyuniv.ac.in) অথবা ( www.kums.klyuniv.ac.in) -এ 

ALSO READ :   রাজ্যে CNMC তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, মাসিক বেতন 25 হাজার টাকা | CNMC Recruitment 2023

Official Notice : Download Here

More Job News : Click Here

Telegram Channel : Click Here

TAG – #UGC #UNIVERSITY #RECRUITMENT #KALYANI UNIVERSITY #LIBRARIAN

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top