অষ্টম পাশে ফের ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, বেতন 19,900 টাক

রাজ্য তথা দেশের বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার  কর্মী (RECRUIT))নিয়োগ করতে চলছে ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকের  (MINISTRY OF COMMUNICATION) অধীনে থাকা ভারতীয় ডাক বিভাগ বা ইন্ডিয়ান পোস্ট অফিস।।  সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট দফতর মারফৎ। নিয়োগের ক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের বেকার চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।   চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে যোগাযোগ মন্ত্রকের অধীনে ভারতীয়(INDIAN POST OFFICE) ডাক বিভাগে ।  এ ক্ষেত্রে মাসিক বেতনও যথেষ্ট পরিমাণ। তাই অযথা সময় বিলম্ব না করে তড়িঘড়ি আবেদন করায় শ্রেয়।  এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ – MSE-10/Rectt. of Skilled Artisan/Corr/2022-23/35  Dated – 06/02/2023 

আবেদন পদ্ধতি- 

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অফলাইনেই(OFFLINE) আবেদন করতে হবে। 

২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। 

৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট দফতরের নিয়ম মতো নিজের বায়োডাটা অর্থাৎ জীবনী পঞ্জি তৈরি করে নিতে হবে । 

৪। বায়োডাটার নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে। তবে ওই কলম গুলি বড় হরফে ইংরাজি ভাষায় পূরণ করতে হবে । 

ALSO READ :   সুখবর! ডিএ ইস্যুতে রাজ্য সরকারের সবুজ সংকেত, রইল বিস্তারিত -WB Govt Employees DA Update

৫। এক্ষেত্রে প্রথমে প্রার্থীর নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা জাতিগত সংশাপত্রের প্রমাণ , সহ নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে। 

৬।  এরপর ওই বায়ো ডাটা তে প্রার্থীকে তার সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সাঁটিয়ে দিতে হবে ।  

৭। সব শেষে নিজের সই( SIGNATURE)  করে এর সঙ্গে যাবতীয় প্রমাণ পত্রের প্রত্যয়িত নকল সহযোগে তা খাম বন্দী অবস্থায় ডাক যোগে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে । পাশাপাশি আবেদনকারী প্রার্থী কোন পদের জন্য আবেদন করছেন তা ওই বায়ো ডাটা তে উল্লেখ করতে হবে । যেমন , ( Application for the post of……… )  

৮। এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 

সংশ্লিষ্ট চাকরির শূন্য পদ পূরণের ক্ষেত্রে অতি দ্রুত আবেদন পত্র চাওয়া হয়েছে চাকরি প্রার্থীদের কাছে। 

এবার আসি শূন্য পদের যাবতীয় বিবরণে—

এ ক্ষেত্রে মোট দুটি বিভাগে শূন্য পদ পূরণের জন্য চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে আবেদন পত্র চাওয়া হয়েছে । 

১ ) মোটর ভেহিক্যাল ইলেক্ট্রিশিয়ান  (MOTOR VEHICLE ELECTRICIAN)

ALSO READ :   অবশেষে রাজ্যে শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি, জেলা জেলা থেকে নিয়োগ -WBMSC Recruitment

২) মোটর ভেহিক্যাল মেকানিক (MOTOR VEHICLE MECHANIC) 

শূন্য পদ– উল্লেখিত দুটি বিভাগের জন্য মোট শূন্য পদের সংখ্যা  ২ টি । 

বয়স সীমা – 

উল্লেক্ষিত দুটি পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে  ১৮  থেকে ৩০ বছরের মধ্যে  ( তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে )

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা – 

আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেনি বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে ট্রেড সার্টিফিকেট বা শংশাপত্র থাকতে হবে । এ ছাড়াও আবেদনকারী প্রার্থীকে যানবাহন চালানোয় দক্ষতা যেমন থাকতে হবে তেমনি বৈধ লাইসেন্সের পাশাপাশি যানবাহন রক্ষণাবেক্ষণের কাজে পারদর্শী হতে হবে । 

মাসিক বেতন – 

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থা অর্থাৎ ভারতীয় ডাক বিভাগ মারফৎ সপ্তম বেতন কমিশন অনুযায়ী প্রতিমাসে 19,900 টাকা বেতন দেওয়া হবে । পাশাপাশি রয়েছে যাবতীয় সরকারি  সুবিধা ।  

সব শেষে আসা যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে—

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের  প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা ও ইটারভিউ এবং কম্পিউটার অনলাইন টেস্টের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। এ ক্ষেত্রে নিযুক্ত কর্মীকে ভারত সরকারের যোগাযোগ মন্ত্রক (MINISTRY OF COMMUNICATION ) -র অধীনে ভারতীয় ডাক বিভাগে মেইল মোটর সার্ভিসে  (MAIL MOTOR SERVICE ) কাজ করতে হবে ।

ALSO READ :   বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩ | BSK Online Apply 2023

প্রয়োজনীয় ডকুমেন্টস –

সংশ্লিষ্ট দফতরে আবেদন পত্র পাঠানোর সময় প্রার্থীকে নিম্ন লিখিত ডকুমেন্টস বা নথি পত্র গুলি সঙ্গে রাখতে হবে । যেমন ,  

আঁধার কার্ড 

ভোটার কার্ড

বয়সের প্রমাণ পত্র 

প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমাণ পত্র 

জাতিগত সংশাপত্রের প্রমাণ ,

বাসস্থানের প্রমাণ পত্র 

ড্রাইভিং লাইসেন্স 

পাসপোর্ট সাইজের ছবি , ইত্যাদি 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা – ‘The Manager, Mail Motor Service, GPO Compound, Civil Lines, Nagpur-440001

আরও বিস্তারিত জানতে ক্লিক করুন –  (www.indiapost.gov.in )-এ  

সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন জানানোর শেষ তারিখ – 11/03/2023 

বেকার চাকরি প্রার্থীদের চাকরির খবর এবং সরকারি বিভিন্ন জনমুখি প্রকল্প সম্পর্কে অবগত করাই আমাদের একমাত্র লক্ষ্য। চট জলদি চাকরির খবরের আপডেট পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন bongodhara.com -এ 

Official Notice : Download Here

More Job News : Click Here

Join Telegram Channel : Click Here

TAG- #POST OFFICE #INDIAN POST OFFICE #JOB #GOVT NEWS #GOVT JOB #RECRUITMENT #MAIL MOTOR SERVICE

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top