আমুলের সাথে কয়েক ঘন্টা কাজ করুন, কোম্পানি দেবে ৫-১০ লক্ষ টাকা | Apply for Amul Franchise

Apply for Amul Franchise

Amul Franchise Application: পড়াশোনা শেষ করার পরে চাকরির খোঁজ করার সাথে সাথেই এখন অনেকে নিজের ব্যবসা শুরু করতে চান। আবার অনেকে পুরোপুরি ব্যবসায় করতে চান কিন্তু শুরুতেই প্রচুর পরিমাণ অর্থ বিনিয়োগ করে ব্যবসা শুরু করা অনেকের জন্যই বেশ অসুবিধাজনক হয়ে ওঠে। তবে সবসময় যে প্রচুর টাকা বিনিয়োগ করেই ব্যবসা করতে হবে, তা কিন্তু নয়। খুব অল্প টাকা বিনিয়োগ করেও ব্যবসা করে তা থেকে লাভ করা সম্ভব। এই প্রতিবেদনে এমনই এক ব্যবসার আইডিয়া নিয়ে আসা হয়েছে।

বড়ো কোম্পানিগুলির ফ্র্যাঞ্চাইজি গ্রহণের মাধ্যমে খুব স্বল্প পুঁজিতেই ব্যবসা দাঁড় করানো যায়। এর মধ্যে আপনি আমুলের ফ্র্যাঞ্চাইজি (Amul Franchise) নিয়ে সহজেই মাসে লাখ টাকা আয় করতে পারেন। এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে সুবিধেজনক বিষয় হল অন্যান্য কোম্পানির মতো আমুল তার ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে রয়্যালটি বা লাভের শেয়ার নেয় না। ফলে দিন শেষে যা লাভ করবেন, তা পুরোই আপনার পকেটে যাবে

আমুলের ফ্র্যাঞ্চাইজি নেবার জন্য আপনাকে প্রায় ২ লক্ষ টাকার কাছাকাছি বিনিয়োগ করতে হবে। আমুলের ফ্রাঞ্চাইজির দুটি ভাগ আছে, ভাগ অনুয়ায়ী টাকআর পরিমাণ খানিকটা বাড়তেও পারে।

ALSO READ :   বিশ্ববিদ্যালয়ে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, রইল বিস্তারিত -WB University Recruitment
আমুলের ফ্র্যাঞ্চাইজি পাবার জন্য আপনাকে কোম্পানি কর্তৃক নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হবে-

শর্তাবলী:

  • প্রধান সড়কে বা বাজারে একটি দোকান থাকা হলো ফ্র্যাঞ্চাইজি পাবার অন্যতম প্রধান শর্ত।
  • এবং দোকানের আকার নির্ভর করবে আপনি কেমন ফ্র্যাঞ্চাইজি নিতে চান তার ধরণের উপর।
ফ্র্যাঞ্চাইজির প্রকার:

আমুল কোম্পানিটি ২ ধরনের ফ্র্যাঞ্চাইজি অফার করে-

(1) আমুল আউটলেট, আমুল রেলওয়ে পার্লার এবং আমুল কিয়স্ক।
(2) আমুল আইসক্রিম স্কুপিং পার্লারের ফ্র্যাঞ্চাইজি। এই দুটি ফ্র্যাঞ্চাইজি নেবার খরচ এবং দোকানের সাইজও আলাদা

আমুলের আউটলেটের জন্য দোকানে ১৫০ বর্গফুট জায়গা থাকা উচিত। আবার, আইসক্রিম পার্লারের জন্য এই ন্যূনতম স্থান ৩০০ বর্গফুট হওয়া উচিত।
জায়গা সংক্রান্ত এই শর্ত আপনাকে অবশ্যই পূরণ করতে হবে, এটি পূরণ না হলে আমুল আপনাকে ফ্র্যাঞ্চাইজি দেবে না। আরও বিস্তারিত তথ্যের জন্য আপনি আমুলের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন।
ওয়েবসাইটটি হল https://amul.com/m/amul

খরচ (Cost or Invest)

আপনি যদি একটি আমুল আউটলেট খুলতে চান, তাহলে কোম্পানিকে একবার অ-ফেরতযোগ্য নিরাপত্তা হিসাবে ২৫,০০০ টাকা দিতে হবে। এছাড়াও সংস্কারের জন্য আপনার কাছ থেকে ১ লাখ টাকা এবং সরঞ্জামের জন্য ৭৫ হাজার টাকা নেওয়া হবে। মোটামুটি ভাবে একটি আমুল আউটলেট খুলতে আপনার ২ লক্ষ টাকা খরচ হবে৷

ALSO READ :   WB Asha Karmi Recruitment 2023 | রাজ্যে মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ

অন্যদিকে, আমুল আইসক্রিম পার্লারের জন্য আউটলেটের খরচের চেয়ে অনেকটাই বেশি। এর জন্য কোম্পানির তরফে আপনার কাছ থেকে ৫০,০০০ টাকা নিরাপত্তা নেওয়া হবে, ৪ লক্ষ টাকা সংস্কারের জন্য এবং ১.৫০ লক্ষ টাকা সরঞ্জামের জন্য নেওয়া হবে৷

আয় (Income)

আপনার আউটলেটটি যদি বাজারে বা একেবারে রাস্তার ধারে হয়ে থাকে তাহলে প্রতি মাসে কমপক্ষে ৫-১০ লাখ টাকার জিনিস বিক্রি হতে পারে। মূলত জায়গার উপরেই বিক্রির পরিমাণ নির্ভর করে।

কমিশন (Commission)

আমুলের দুগ্ধজাত প্রোডাক্টের জন্য তার ফ্র্যাঞ্চাইজিদের ২.৫ থেকে ১০ শতাংশ কমিশন অফার করে। আবার, আইসক্রিমে ২০ শতাংশ কমিশন দেওয়া হয়। আইসক্রিম পার্লারে আইসক্রিম ছাড়াও বিক্রি হয় পিজ্জা, স্যান্ডউইচ ও হট চকলেটসহ বিবিধ প্রোডাক্ট। এই প্রোডাক্ট গুলিতে দেওয়া হয় ৫০ শতাংশ কমিশন। অর্থাৎ, আইসক্রিম পার্লারের খরচ বেশি হলেও কোম্পানি কমিশন বেশি দেয়। তাই যে টাকা আপনি বিনিয়োগ করবেন, খুব কম দিনেই সেই টাকাটা ব্যবসা করে তুলেও নিতে পারবেন।

নতুন নতুন চাকরি ও কাজের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান।

ALSO READ :   ২০১৬-র ৪৩,০০০ প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চিত! গুরুতর অভিযোগ নিয়ে মামলা

🔥 WHATSAPP GROUP: Click Here

🔥 TELEGRAM GROUP: Click Here

এগুলোও পড়ুন 👇👇

💡 দিনে ৫ ঘন্টার কাজের ব্যাবসায় মাসিক আয় লাখ টাকা 

💡 গ্রামীণ এলাকায় এই ব্যবসা করে ভালো ইনকামের সুযোগ

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top