ইনকাম ট্যাক্স দফতরে গ্রুপ-C সরকারি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ সহ বিভিন্ন যোগ্যতায় চাকরি | Income Tax Department Group C Recruitment

Income Tax Department Group C Recruitment

কেন্দ্রীয় সরকারের আয়কর দফতর অর্থাৎ Income Tax Department-এর তরফে চাকরির নিয়োগের শূন্যপদ পূরনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানানো জানানো হয়েছে যে, গ্রুপ-C মাল্টি টাস্কিং স্টাফ, অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে যারা চাকরি পাবেন, তারা কেন্দ্রীয় হারে বেতন থেকে ভাতা সবই পাবেন। অর্থাৎ অনেক চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আসুন এই নিয়োগ বিষয়ক বিস্তারিত দেখে নেওয়া যাক। 

যেসব পদে নিয়োগ হবে-

১. মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff)

২. ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট (Tax Assistant)

৩. ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর (Income Tax Inspector)

বেতনক্রম-

১. মাল্টি টাস্কিং স্টাফ
১৮,০০০/- টাকা থেকে বেতন শুরু হচ্ছে। সর্বোচ্চ বেতন হবে ৫৬,৯০০/- টাকা অব্দি।

২. ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট
২৫,০০০/- টাকা থেকে বেতন শুরু হচ্ছে। সর্বোচ্চ বেতন হবে ৮১,১০০/- টাকা অব্দি।

৩. ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর
৪৪,৯০০/- টাকা থেকে বেতন শুরু হচ্ছে। সর্বোচ্চ বেতন হবে ১,৪২,৪০০/- টাকা অব্দি।

বয়সসীমা-

১. মাল্টি টাস্কিং স্টাফ

প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর। সর্বোচ্চ ২৫ বছর বয়স অবধি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

ALSO READ :   Madhyamik 2023: চলতি বছরের মাধ্যমিকে অনুত্তীর্ণ লক্ষাধিক! কারণ কী? চিন্তায় রাজ্য

২. ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট

প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর। সর্বোচ্চ ২৭ বছর বয়স অবধি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

৩. ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর

প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর। সর্বোচ্চ ৩০ বছর বয়স অবধি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

মোট শূন্যপদের সংখ্যা-

১. মাল্টি টাস্কিং স্টাফ
এখানে মোট ১০ টি শূন্যপদ রয়েছে।

২. ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট
এখানে মোট ৭ টি শূন্যপদ রয়েছে।

৩. ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর
এখানে মোট ৩ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা-

বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা নিম্নরূপ:

১. মাল্টি টাস্কিং স্টাফ
এই পদের জন্য দেশের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ (Madhyamik Pass) করে থাকতে হবে।

২. ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট
এই পদে আবেদন করতে গেলে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করে থাকতে হবে। সাথে ঘন্টায় ৮০০০ key word depression যুক্ত টাইপিং স্পিড থাকতে হবে।

৩. ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর
এখানে আবেদন করতে হলে দেশের যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।

আবেদন পদ্ধতি-

এখানে সম্পূর্ণরূপে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন।

ALSO READ :   মাত্র 1999 টাকাতেই পাওয়া যাচ্ছে নতুন AC- COOLER, কারা দিচ্ছে বাম্পার অফার, দেখে নিন ঝটপট -TATA Big Offer

১. প্রথমেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আবেদনের ফর্মটি ডাউনলোড করুন। তবে আবেদনকারীদের সুবিধার জন্য ফর্ম তথা বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিংক নিচে দেওয়া হয়েছে। 

২. অফিসিয়াল নোটিফিকেশন এর মধ্যেই Annexure -II নামের একটি ফর্ম আছে, যেটি A4 পেপারে প্রিন্ট করে বের করে নিতে হবে।

৩. ফর্মটিতে নিজের যাবতীয় সকল প্রকার তথ্য প্রদান করে ভালো করে যত্ন সহকারে ভরে নিন।

৪. ফর্মে আবেদনকারীর নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য চাওয়া হবে, তা নির্ভুলভাবে ফিলাপ করুন।

৫. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো ফর্মের সাথে যুক্ত করুন।

৬. উপরের সব ক’টি ধাপ সেরে ফেলার পর এটি একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিন। 

আবেদন পাঠানোর ঠিকানা-

আবেদন পাঠান এই ঠিকানাতে,
Dy. Commissioner of Income Tax (Hq) (Admn), O/o the Principal Chief Commissioner of Income Tax, NWR, Aayakar Bhawan, Sector -17E, Chandigarh-160017. 

আবেদন করার সময়সীমা-

ALSO READ :   উচ্চ মাধ্যমিক পাশে সেরা স্কলারশিপ | প্রতি মাসে পাবেন 4 হাজার টাকা

আগামী ১৭ মার্চ ২০২৩ তারিখের মধ্যে উপরে লেখা ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে ফেলতে হবে।

Sports Quota-তে এই নিয়োগ করা হবে। তাই আবেদন করার আগে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি খুলে নিয়োগের বিষয়ে আরো ভালো করে জেনে নেবেন। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান- উপরের লিংকে অথবা নিচের লিংকে ক্লিক করে জয়েন হতে পারবেন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 টেলিগ্রাম চ্যানেলে: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

আরো চাকরির আপডেট 👇👇

🔥 মাধ্যমিক পাশে আসাম রাইফেলে নিয়োগ ২০২৩

🔥 রাজ্যে গ্রুপ-C অ্যাসিস্ট্যান্ট এবং DEO পদে চাকরি

🔥 67 হাজার টাকা বেতনে শতাধিক শূন্যপদে হসপিটালে চাকরি

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top