পশ্চিমবঙ্গ রাজ্যে এইট পাশে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ কিভাবে আবেদন করবেন যোগ্যতা কি লাগবে বয়স কত সমস্ত কিছু জানুন এই পোস্টে।
গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি (জলপাইগুড়ি SDO) এর তরফ থেকে গ্রুপ D পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র অষ্টম পাশ যোগ্যতায় সাব ডিভিশনাল অফিসে কর্মী নিয়োগ করা হবে। যদি আপনি অষ্টম পাশ যোগ্যতায় এই চাকরিতে আবেদন করার জন্য ইচ্ছুক হয়ে থাকেন,তাহলে আজকের প্রতিবেদন টি আপনাদের জন্য। কি ভাবে আবেদন করবেন, কোন পদে নিয়োগ করা হবে, যোগ্যতা কি লাগবে সমস্ত কিছু নিম্নে আলোচনা করা হলো…
পদের নাম | গ্রুপ – ডি |
শূন্যপদ | ১ টি |
আবেদনের শেষ তারিখ | ১৯/০২/২০২২ |
পদের নাম : গ্রুপ – ডি (Group-D)
মোট শূন্যপদ: ১ টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম পাশ।
বয়স সীমা: ১৮ থেকে ৪০ বছর।
নিয়োগের স্থান: গজলডোবা সাব ডিভিশনাল অফিস ,জলপাইগুড়ি
নিয়োগ পদ্ধতি: লিখিত পরীক্ষা (৯০ নম্বর) ও ইন্টারভিউ/ভাইভা টেস্ট (১০ নম্বর) এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। প্রশ্নপত্রটি থাকবে বাংলা এবং ইংরেজিতে।
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদনের শেষ তারিখ: ১৯/০২/২০২২ তারিখ বিকেল ৪ টা পর্যন্ত।
কিভাবে আবেদন করবেন:
শুধুমাত্র অফলাইনে এর মাধ্যমে আগ্রহী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের ফর্মটি কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইট www.jalpaiguri.gov.in থেকে ডাউনলোড করে পরিস্কার ভাবে পূরণ করে ডাক বিভাগের মাধ্যমে পাঠাতে পারবেন। সোমবার থেকে শুক্রবার সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত আবেদন পত্র পাঠাতে পারবেন (শনিবার ও রবিবার বন্ধ থাকবে)।
- আবেদন করার আগে নীচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশটি ভালো করে পড়ে নিন।
কি কি নথি পত্র পাঠাতে হবে:
- আপনার যা যা শিক্ষাগত যোগ্যতা আছে তার মারসিট এবং সার্টিফিকেট।
- বয়সের প্রমাণপত্র এই ক্ষেত্রে যাদের জন্ম সার্টিফিকেট নেই তারা মাধ্যমিকের এডমিট কার্ড দিলেই হবে।
- জাতিগত শংসাপত্র এসটি,এসসি এবং ওবিসিদের ক্ষেত্রে
- কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাবেন।
- সাম্প্রতিক তোলা আপনার রঙ্গিন ফটোকপি।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Executive oflicer & Member secretary,Gazaldoba Development Authorlty & sub-Divisional officer, Mal, Jalpaiguri,
P.O-Mal, Dist-Jalpaiguri,pin-735221.
আরও খবর:
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
Apply Now | Offline |
Official Notification | Download Now |
Official Website | Click Here |