এই ব্যবসাগুলি শুরু করে মাসে মাসে আয় করুন প্রচুর টাকা,রইল বিস্তারিত -New Business Idea

কথায় বলে যে রাঁধে সে চুল ও বাঁধে । এটি প্রবাদ বাক্য ।  সাম্প্রতিক কালে অবশ্য এই প্রবাদ বাক্যের সত্যতা এবং যথার্থ তা প্রশ্নাতীত । আসলে যুগ বদলাচ্ছে । ওয়েব দুনিয়ার ঘরের মেয়েরা বিশেষ করে গৃহবধূরাও বর্তমানে পুরুষ সদস্যের সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছেন আয় উন্নতির পথ খুঁজতে । তার ওপর বিগত কয়েক বছর যাবত মহামারী অর্থাৎ করোনা কালে গোটা বিশ্বের বেশির ভাগ মানুষই ঘর বন্দি হয়েছিলেন লক ডাউনের গেরোয় পড়ে । সেই থেকেই ঘরে বসে কখনও ইন্টারনেট কে হাতিয়ার করে আবার কখনও অন্য উপায়ে ইনকাম অর্থাৎ আয় -র পথ রপ্ত করেছেন । সাম্প্রতিক সময়ে অবশ্য এ বিষয়ে  পিছিয়ে নেই ঘরের মহিলা বিশেষ করে গৃহবধূরাও । মূলত কয়েক বছর আগে থেকেই নেট দুনিয়ায় ভর করে ঘরে বসেই একের পর এক উপায়ে   ইনকামের রাস্তা তৈরিতে বেশ পটু হয়ে গিয়েছেন ঘরের গৃহবধুরা । কিন্তু অনেক মহিলারাই অবশ্য এই বিষয় গুলিতে বিশেষ অবগত নন । তাই আজ আমরা  সেই সমস্ত মায়েদের উদ্দেশ্যে ঘরে বসেই এমন বেশ কয়েক টি আয়ের  পথ সম্পর্কে জানাবো, যে পথে সহজেই যে কোনও মহিলা নিজের বাড়িতে বসেই স্ব- সম্মানে মোটা টাকা ইনকাম করতে পারবেন । চলুন তাহলে জেনে নেওয়া যাক -New Business Idea 

১) রকমারি খাবার ব্যবসা – 

ALSO READ :   বাংলা সহায়তা কেন্দ্রে ৩ হাজার শূন্যপদে নতুন নিয়োগ | WB BSK New Recruitment 2023

যদি কোনও গৃহিণী ভালো সুস্বাদু -রকমারি খাবার বানাতে সক্ষম তাহলে তিনি সহজেই বাড়িতে বসে মনের মতো রান্না করে ভালো খাবার ডেলিভারি ব্যবসা শুরু করতে পারেন । এমনকি নিজের বাড়িতেই রান্নার ক্যাফে তৈরি করে নিয়ে হম ডেলিভারি সিস্টেমে ব্যবসা করতে পারেন । এমনকি নিজের বাড়িতে ছোট্ট একটু জায়গা, আর দারুন আইডিয়া থাকলে সাজিয়ে ফেলা যায় কাফে। চা, কফি, জলখাবারের আয়োজন রাখলে আর পরিবেশ মনোগ্রাহী হলে তরুণ প্রজন্ম আসবেই।  একটু বড় করে ভাবতে চাইলে নিজের বাড়িতেই খুলে ফেলা যায় আস্ত একটা রেস্তোরাঁ ।    

২) লেখালেখির  কাজ – 

বর্তমান দিনে অনেক প্রতিষ্ঠান আছে জারা রীতিমতো বিজ্ঞাপন এবং ভালো মানের স্যালারি দিয়ে কন্টেন্ট লেখার লখ খুঁজে বেড়ান ইন্টারনেটে । এক্ষেত্রে আপনার বাড়িতে যদি ইন্টার নেট লাইন থাকে তাহলে আপনি যদি টুকটাক লেখালেখির কাজে পারদর্শী হন তাহলে আপনি নিজের ঘরে বসেই ইন্টার নেটের মাধ্যমে লেখালিখি করে প্রতিমাসে ভালো টাকা উপার্জন করতে পারেন । 

৩) বিউটিশিয়ান

আপনার যদি এ বিষয়ে প্রশিক্ষণ থাকে তাহলে নিজের বাড়িতে খুব অল্প জায়গায় বিউটি পার্লার অথবা স্পা খুলে সেন্টার খুলতে পারেন । অথবা সাজগোজ সম্পর্কে আপনার ভালো আইডিয়া কিংবা সখ থাকলে নিজের বাড়িতে অথবা বিয়ে বাড়িতে কনে সাজানোর কাজ করতে পারেন । মাত্র কয়েক দিনের মধ্যে আপনার কাজের ভালো পরিচিতি হলে আর চিন্তা নেই । ঘরে বসেই ভালো টাকা উপার্জন করতে পারেন । 

ALSO READ :   প্রগতি স্কলারশিপ ২০২৩! আবেদন করলে পঞ্চাশ হাজার টাকা অবধি অনুদান পাওয়া যাবে | Pragati Scholarship 2023

৪) পোশাক তৈরি ব্যবসা – 

আপনার যদি সেলাই  বা জামা কাপড়  কাটিং -য়ের কাজে অভিজ্ঞ তা থাকে তাহলে নিজের বাড়িতেই রুচি সম্মত আধুনিক ডিজাইনের পোশাক তৈরি করে নেট মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে ব্যবসা শুরু করতে পারেন । পাশাপাশি এ বিষয়ে খুব অল্প সময়ে এবং স্বল্প টাকায় কোর্স করে নিতে পারেন । বর্তমান বাজারে এমন বহু প্রতিষ্ঠান রয়েছে  যারা এই প্রশিক্ষণ দিয়ে থাকে । 

৫) হেলথ কেয়ার – 

বর্তমান দিনে বেশির ভাগ মানুষই নিজের স্বাস্থ্য সম্পর্কে বেশ সচেতন । নিজের শরীর সুস্থ রাখতে অনেকেই সকাল – সন্ধ্যা হাঁটা থেকে শুরু করে জ্জগ ব্যায়াম করেন । এক্ষেত্রে আপনি যদি এই বিষয়ে অর্থাৎ যোগ ব্যায়াম – প্রানায়ম – নাচে পারদর্শী হন তাহলে নিজের বাড়িতে বসে ইন্টার নেটে অনলাইন ক্লাসে -র মাধ্যমে নিজের ইনকামের পথ খুঁজে নিতে পারেন । 

৬) হস্ত শিল্পের ব্যবসা – 

আপনি যদি ঘর সাজানোর অথবা শাড়ি –  গয়না এমনকি ইউনিক জিনিস পত্র তৈরি করতে পারেন তাহলে ইন্টারনেটের মাধ্য সোশ্যাল মিডিয়ায় নিজের তৈরি জিনিসের বিজ্ঞাপন দিয়ে অথবা সরাসরি এই ব্যবসা করতে পারেন । 

ALSO READ :   Primary TET Result: আগামীকাল প্রাইমারি টেট রেজাল্ট, প্রকাশ হলো ফাইনাল Answer Key

৭) অ্যাকাউন্টেন্সি  বা হিসাব শাস্ত্রের কাজ – 

আপনি যদি হিসাব শাস্ত্রের অথবা ইনকাম ট্যাক্স -র  কাজে পারদর্শী হন তাহলে নিজের বাড়িতে বসেই বহু নামি দামি সংস্থা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান -র আয় ব্যায়ের হিসাবের খাতা এমনকি ব্যক্তিগত ভাবে বহু মানুষের ইনকাম ট্যাক্সের কাজ দেখা শোনা করে মাসে মাসে ভালো টাকা উপার্জন করতে পারেন । 

৮) ওয়েব ডিজাইন

এই কাজ টি সম্পূর্ণ রুপে ইন্টারনেট সম্পর্কিত । এ ক্ষেত্রে আওনি যদি এই কাজে পারদর্শী হন তাহলে ওয়েব ডিজাইন বা আপনার সসৃজন শীলতার মাধ্যমে বাড়িতে বসেই বহু টাকা সহজেই কামিয়ে নিতে পারেন । 

সরকারি চাকরি হোক বা প্রকল্প , চটপট আপডেট পেতে নজর রাখুন bongodhara.com – এ 

Join Telegram Channel : Click Here

★More Job News : Click Here

TAG – #NEW BUSINESS IDEA #WOMAN #HEALTH CARE #ACCOUNTANCY #INTERNET #WEB DESIGN #COOK

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top