একাধিক পদে লোক নিচ্ছে কানাড়া ব্যাঙ্ক , কিভাবে আবেদন করবেন? রইল বিস্তারিত

একটানা দুবছর যাবত থমকে ছিল যাবতীয় নিয়োগ প্রক্রিয়া। বিগত দু বছরের আর্থিক খরা কাটিয়ে শিক্ষা থেকে স্বাস্থ্য পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও রাজ্য তথা দেশের সর্বত্র জোর কদমে শুরু হয়েছে (GOVT JOB) নিয়োগ প্রক্রিয়া।  চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার  কর্মী (RECRUIT))নিয়োগ হতে চলছে ভারত সরকারের অর্থ মন্ত্রকের অধীনে থাকা(FINANCE MINISTRY)  কানাড়া ব্যাঙ্কে ।  সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কানাড়া (CANARA BANK) ব্যাঙ্কের মুখ্য আঞ্চলিক শাখার তরফ থেকে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে  কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি (BANK JOB) করতে হবে সংশ্লিষ্ট ব্যাঙ্কের পশ্চিমবঙ্গের একাধিক শাখায় । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক হলেও বেতন আকর্ষণীয় । আবেদন সহ নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় বিস্তারিত জানতে চট পট চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদনটিতে ।   

আবেদন পদ্ধতি — 

সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনেই (ONLINE) আবেদন করতে হবে।  এক্ষেত্রে আবেদনকারীকে কানাড়া (CANARA BANK) ব্যাঙ্কের ওয়েব সাইটে গিয়ে প্রথমে আবেদন পত্র ডাউন লোড করতে হবে। তারপর ওই আবেদন পত্রে আবেদনকারী প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য পূরণ করে  আবেদন পত্রটি  সাবমিট করতে হবে ।  

ALSO READ :   এবার আস্ত গ্যাস সিলিন্ডার পাবেন মাত্র 500 টাকায় , শুধু করতে হবে এই কাজটি -Gas Cylinder Offer

শূন্যপদ-র বিবরণ — 

১) পদের নাম- গ্রুপ চিফ রিস্ক অফিসার (GROUP CHIEF RISK OFFICER ) 

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা- 

আবেদনকারীকে অবশ্যই  স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনও  স্নাতক/স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি আবেদনকারী প্রার্থীর ফিন্যান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্টের ডিগ্রী অথবা ডিপ্লোমা থাকতে হবে ।

মাসিক বেতন-  

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট ব্যাঙ্ক মারফৎ আকর্ষণীয় বেতন দেওয়া হবে । 

২) পদের নাম-  চিফ ডিজিটাল অফিসার ( CHIEF DIGITAL  OFFICER ) 

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪০ থেকে ৫০ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা- 

আবেদনকারীকে অবশ্যই  স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি /কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ধারী হতে হবে । 

৩) পদের নাম-  চিফ টেকনোলজি অফিসার ( CHIEF TECHNOLOGY  OFFICER ) 

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪০ থেকে ৫০ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা- 

আবেদনকারীকে অবশ্যই  স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ধারী হতে হবে । 

ALSO READ :   রাজ্যে মাধ্যমিক পাশে প্রজেক্ট টেকনিশিয়ান নিয়োগ, প্রতিমাসে বেতন ১৭ হাজার টাকা

মাসিক বেতন-  

উল্লেখিত তিনটি পদের ক্ষেত্রেই নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট ব্যাঙ্ক মারফৎ আকর্ষণীয় বেতন দেওয়া হবে । 

কাজের ধরণ—

উল্লেখিত  পদের ক্ষেত্রে নিযুক্ত প্রার্থীদের কানাড়া ব্যাঙ্কের অধীনে সম্পূর্ণ সময়ের জন্য ব্যাঙ্কিং পরিসেবায় কাজ করতে হবে। 

সংশ্লিষ্ট ব্যাঙ্কে আবেদন পত্র পাঠানোর সময় যে ডকুমেন্টস বা নথি গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হল—

১. ভোটার ও আঁধার কার্ড 

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র 

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র 

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান, ইত্যাদি ।

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানানোর শেষ তারিখ ৬ই মার্চ ২০২৩  অর্থাৎ ইংরাজি  06/03/2023 

আরও বিস্তারিত জানতে কানাড়া ব্যাঙ্কের ওয়েব সাইট টি ভালো ভাবে খুঁটিয়ে দেখে নিন ।  

বেকার কর্ম প্রার্থীদের চাকরির খবর এবং সরকারি বিভিন্ন জনমুখি প্রকল্প সম্পর্কে অবগত করাই আমাদের একমাত্র লক্ষ্য। চট জলদি চাকরির খবরের আপডেট পেতে চোখ রাখুন Bongodhara.com – এ 

Official Notice : Download 

More Job News : Click Here

Join Telegram Channel : Click Here

ALSO READ :   এক পায়ে ভর দিয়ে হাঁটা, ক্যান্সারকে হারিয়ে মাধ্যমিক সফল হলদিয়ার কিশোর

TAG- JOB NEWS# GOVT JOB# RECRUITMENT# BANK JOB #CANARA BANK

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top