নয়া দিল্লী – এপিপিএলই অর্থাৎ (Apple) অ্যাপেল । সুগন্ধি- স্বাস্থ্যকর ফলের তালিকায় আপেলের ভুমিকা প্রশ্নাতীত । কিন্তু এ কোনও ফল নয় । বিশ্ব বিখ্যাত ফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপেলের কথা বলছি । বর্তমান দিনে আন্ড্রয়েড ফোনের পাশাপাশি আই ফোনের (I-Phone) ব্যবহার বাড়ছে গোটা বিশ্ব জুড়ে । তবে চড়া দামের কথা ভেবে অনেকেই আই ফোনের স্বাদ মেটাতে ব্যর্থ হচ্ছেন । কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি এবং বৈশিষ্টে ঠাঁসা আই ফোনের কথা উঠলে ঘুরে ফিরে সেই একটাই নাম , অ্যাপেল । এবার সেই অ্যাপেল কোম্পানিতেই চাকরির সুযোগ আপনার সামনে । আগামী কয়েক বছরে এক লক্ষ কর্মী নিয়োগ করতে চলেছে বিশ্ববিখ্যাত ফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপেল । শুনতে আশ্চর্য মনে হলেও এ ঘটনা একদম সত্যি ।
আসলে সরকারি হোক কিংবা বেসরকারি চাকরি একটা হলেই হল । বর্তমান চাকরির বাজারের অবস্থা বেশ করুন । বিগত কয়েক বছরে গোটা বিশ্ব জুড়ে আর্থিক মন্দা । এই অর্থনৈতিক বিপর্যয়ের হাত থেকে রেহাই পাইনি আমাদের দেশও । দেশীয় হোক কিংবা বিদেশি, আর্থিক মন্দার কবলে পড়ে গোটা পৃথিবীর একের পর এক নামীদামী বেসরকারি যেমন গুগল-মাইক্রোসফট- টুইটার (Google- Microsoft- Twiter) সংস্থা যখন কর্মী ছাঁটাই -য়ে উদ্যত । তার জেরে কর্মহীন হয়ে পড়ছেন কয়েক কোটি চাকরিজীবী । ঠিক সেই মুহূর্তেই কর্ম সংস্থানের নতুন দিশা দেখাতে সুদুর আমেরিকার গণ্ডি ছাড়িয়ে ভারতের মাটিতে বিশ্ববিখ্যাত ফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপেল । এবার অ্যাপেলের হাত ধরে আগামী কয়েক বছরে কয়েক লক্ষ কর্ম সংস্থান হতে চলেছে । কিন্তু কিভাবে ? চলুন তাহলে জেনে নেওয়া যাক ।
জেলা ভিত্তিক রুপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, রইল বিস্তারিত -WB Govt Job Recruitment
এ বিষয়ে ভারত সরকারের রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন , একটি স্কিমের আওতায় আগামী কয়েক বছরে এক লক্ষ কর্মসংস্থান হবে অ্যাপেল কোম্পানিতে । কি সেই স্কীম যার হাত ধরে ভারতীয় ছেলে – মেয়েরা অ্যাপেল কোম্পানিতে নিয়োগের সুযোগ পেতে চলেছেন । বিশেষ এই স্কিম টির নাম পিএলআই স্কিম (PLI Scheme ) অর্থাৎ প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিম। সরকারি ভাবে এই স্কিম টিকে উৎপাদন ভিত্তিক ভাতা বলা হয়। উল্লেখ্য, গোটা দেশের লাগামহীন বেকারত্বের কথা মাথায় রেখে ভারতের মাটিতে অ্যাপেল কোম্পানির স্মার্ট ফোন তৈরির ক্ষেত্রে ২ বছর আগেই এই প্রকল্পটি চালু করেছে কেন্দ্র। এই প্রকল্পের ফলে আইফোন প্রস্তুতকারক মার্কিন সংস্থা অ্যাপেল-এ শেষ ১৯ মাসে ১ লক্ষ প্রত্যক্ষ কর্মসংস্থানের রাস্তা খুলেছে। উন্নত প্রযুক্তি নিয়ে প্রশিক্ষণরত বেকার যুবক – যুবতীদের কাছে এই নিয়োগের খবর যে বেশ খুশির তা বলাই বাহুল্য ।
রাজ্য প্রচুর ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি, রইল বিস্তারিত
এ বিষয়ে অ্যাপেল সংস্থা সুত্রে পাওইয়া তথ্য অনুসারে , পি এল আই স্কিমের আওতায় উৎপাদন ভিত্তিক কাজে সরাসরি ১ লক্ষ কর্ম সংস্থানের যেমন পথ খুলেছে তেমনি অ্যাপেলের সহযোগী ৩ সংস্থআ ফক্সফোন, পেগাট্রোন, উইসট্রোনে নতুন করে ৬০ শতাংশ কর্মী নিয়োগ হচ্ছে । পাশাপাশি এই স্কিমের আওতায় বিগত দু’বছরে ইতিমধ্যেই প্রায় সাত হাজার চাকরি প্রার্থীকে নিয়োগ করা হয়েছে । এমনকি চলতি বছরেও আরও কয়েক হাজার কর্মী নিয়োগ হতে চলেছে এই স্কিমের আওতায় । ফলে আগামী কয়েক বছরে আই ফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপেলের হাত ধরে যে বিপুল কর্মসংস্থানের সুযোগ রয়েছে ভারতীয় বেকার চাকরি প্রার্থীদের সামনে তা আর বলার অপেক্ষা রাখে না ।
written by – Somnath Pal .
More Job News : Click Here
Join Telegram Channel : Click Here
TAG – #APPLE #RECRUITMENT #PLI #SCHEME #I-PHONE #INDIA #AMERICA