এসএসসির মাধ্যমে 5,500 পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করুন এক্ষুনি -SSC Job Recruitment

নয়াদিল্লি –  সাম্প্রতিক সময়ে গোটা বিশ্ব জুড়ে চলছে আর্থিক মন্দা । তার থেকে বাদ যায়নি আমাদের দেশও । ফল স্বরুপ বিগত কয়েক বছরে গোটা দেশের পাশাপাশি এ রাজ্যেও কাজের বাজারে ভাঁটা পড়েছে সমান তালে। পাশাপাশি সাম্প্রতিক কালে সরকারি চাকরির(govt job) বাজারের বেশ শোচনীয়। চাকরির বাজারে ঢুঁ মারলে সেই ছবি মিলবে স্পষ্ট। সাম্প্রতিক কালে সরকারি চাকরির ভাঁড়ার শূন্য দেখে বেসরকারি চাকরির বাজারেই ঝুঁকছে চাকরি প্রার্থীরা। কিন্তু  সরকারও হাল ছাড়তে নারাজ। সাধ্যমতো রাজ্যের তথা দেশের বেকার যুবক- যুবতীদের কর্মসংস্থান করে দিতে বদ্ধ পরিকর যেকোনো সরকারই। 

আর্থিক খরা কাটিয়ে রাজ্য তথা দেশের  কয়েক কোটি বেকার যুবক –যুবতীকে কীভাবে কর্মসংস্থানের দিশা দেখানো যায় তারই আপ্রান মরিয়া চেষ্টা চালাচ্ছে বর্তমান রাজ্য ও কেন্দ্র সরকার।  এরই মধ্যে সাম্প্রতিক স্কুল সার্ভিস কমিশন আর প্রাথমিক শিক্ষায় নিয়োগ সীমাহীন দুর্নীতি কাণ্ড  সামনে আসতেই বেশ কিছুটা নাজেহাল অবস্থা বর্তমান রাজ্য সরকারের। পরিস্থিতি বেগতিক বুঝেও রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতরে অল্প সংখ্যক করে কর্মী নিয়োগ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের  মাধ্যমেই জারি রয়েছে বর্তমান রাজ্য সরকারের প্রচেষ্টা। পাশাপাশি করোনা আবহ কাটিয়ে দেশের একাধিক রাজ্যের কয়েক কোটি বেকার যুবক –যুবতীকে কীভাবে স্থায়ী কর্মসংস্থানে নিযুক্ত করা যায় সে বিষয়ে প্রচেষ্টা জারি রয়েছে কেন্দ্র সরকারের। তার ওপর প্রতি বছর নিয়ম করে লাফিয়ে লাফিয়ে বাড়ছে লাগামহীন বেকারত্ব । কীভাবে এই বেকারত্ব সামাল দেওয়া যায় তারই সুরাহা করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে কেন্দ্র রাজ্য দুই সরকারই। 

ALSO READ :   SSC Scam: ৯০৭ জন স্কুল শিক্ষকদের নিয়ে মুখ খুললেন SSC-এর চেয়ারম্যান

সেই লক্ষ্যে এবার একধাপ এগিয়ে চাকরি প্রার্থীদের জন্য বড় চাকরির সুযোগ এনে দিল কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন স্টাফ (staff selection commission) সিলেকশন কমিশন। সব কিছু ঠিক থাক থাকলে আগামী কয়েকমাসের মধ্যে কেন্দ্রীয় সরকারের একাধিক দফতরে প্রায় ৫৫০০ জন কর্মী নিয়োগ হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। চলতি বছরে এটিই যে সরকারি চাকরির বাজারে সব চাইতে বড় আপডেট তা বলার অপেক্ষা রাখেনা। পাশাপাশি দেশ তথা এ রাজ্যের কয়েক কোটি বেকার চাকরি প্রার্থীদের কাছে এটি যে বাড়তি পাওনা তা বলাই বাহুল্য । 

সম্প্রতি রাজ্য তথা দেশের একাধিক সরকারি দফতরে উল্লেখিত শূন্য পদ পুরনের জন্য স্টাফ সিলেকশন কমিশনের (SSC) দ্বারস্থ হয়েছে সরকার। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ওই শূন্য পদগুলি পুরনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে সরকারি সুত্রে খবর। 

জানা গিয়েছে এ বিষয়ে ইতিমধ্যেই একটি সরকারি সার্কুলার ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অব পার্সনেল পাবলিক(ministry of personnel grievance and pension department)  গ্রিভেন্স অ্যান্ড পেনশন ডিপার্টমেন্টের তরফ থেকে। কেন্দ্র সরকারের সচিব পর্যায়ে স্টাফ সিলেকশন কমিশন মারফৎ ওই সার্কুলার জারি করা হয়েছে ।  অনতি বিলম্বে বিভিন্ন দফতরে প্রায় ৫৫০০ শূন্য পদ পুরনের জন্য। 

সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই ওই শূন্য পদ গুলিতে নিয়োগ সম্পন্ন হবে বলে জানান হয়েছে কেন্দ্রীয় সরকারি তরফে । এ বিষয়ে ইতিমধ্যেই স্টাফ সিলেকশন কমিশন মারফৎ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । প্রকাশিত বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা সহ আবেদন ও নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে । এ বিষয়ে  চাকরি প্রার্থীদের স্টাফ সিলেকশন কমিশন মারফৎ প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে পুরোমাত্রায় নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে । তাহলে চলুন জেনে নেওয়া যাক এসএসসি(SSC) মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তির খুঁটিনাটি তথ্য সম্পর্কে – 

ALSO READ :   উচ্চ মাধ্যমিক পাশে পৌরসভায় চাকরির বিরাট সুযোগ, মাসিক বেতন 22,000 টাকা -WB Municipality Recruitment

আবেদকারীর শিক্ষাগত যোগ্যতা-

প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া শূন্য পদগুলিতে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীদের জন্য নুন্যতম যোগ্যতা মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত রাখা হয়েছে । তবে উচ্চ শিক্ষিতরাও আবেদনের যোগ্য বলে জানান হয়েছে ওই বিজ্ঞপ্তিতে । এক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের এমনকি দেশের বাইরের প্রার্থীরাও উপযুক্ত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন ।

আবেদন পদ্ধতি- 

আবেদনের সময় অবশ্যই প্রার্থীকে সরকারি বিজ্ঞপ্তিতে দেওয়া স্টাফ সিলেকশন কমিশনের নির্দিষ্ট ওয়েব ( https://ssc.nic.in) সাইটে ঢুকে নিজের নাম , ইমেল (email Id) আই ডি সহ পাশ ওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউন লোড করতে হবে। এরপর ধাপে ধাপে ওই ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের যাবতীয় তথ্য যেমন, বয়স, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, ফোন নম্বর সবই আপলোড করতে হবে। এ ছাড়াও বর্তমান সময়ের নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই সঙ্গে রাখতে হবে। আঁধার কার্ড এবং ভোটার কার্ডটিও চাকরি প্রার্থীকে ফর্ম ফিলাপের সময় নিজের সঙ্গে রেখে দিতে হবে।  সব শেষে প্রার্থীকে নিজের নাম সই  করে তা স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। আবেদন পত্রটি সাবমিট হয়ে গেলে তার একটি প্রিন্ট কপি আবেদনকারীকে তুলে নিতে হবে পরের ধাপে পরীক্ষা সহ ধাপে ধাপে সরকারি নির্দেশগুলি দেখে নেওয়ার জন্য। 

ALSO READ :   Naukri.com থেকে সহজে চাকরি পাওয়ার 6 টি সিক্রেট উপায় | 6 Secret Tips to Find Job using Naukri.com

নিয়োগ পদ্ধতি-

উল্লেখিত শূন্যপদ গুলিতে নিয়োগের ক্ষেত্রে প্রথমে আবেদনকারী প্রার্থীকে ডেকে নেওয়া হবে অনলাইনে লিখিত পরীক্ষার জন্য । লিখিত পরীক্ষায় থাকবে ২০০ নম্বরের প্রশ্ন পত্র । প্রথম ধাপে উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী ধাপে দিতে হবে ইন্টারভিউ । এরপর আবেদনকারী প্রার্থীর জমা করা নথি পত্র খুঁটিয়ে দেখে এবং শারীরিক পরীক্ষার পর সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে সংশ্লিষ্ট দফতর মারফৎ । 

বয়স সীমা –

উল্লেখিত শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর । এবং সর্বোচ্চ বয়স সীমা রয়েছে ৩০ বছর পর্যন্ত । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সে উপযুক্ত ছাড় দেওয়া হয়েছে । 

আবেদন ফী – 

আবেদনের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফী জমা করতে হবে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের কোনও আবেদন ফী জমা দেওয়ার প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে । 

উল্লেখিত পদ গুলিতে আবেদন জানানোর শেষ সময় সীমা চলতি মার্চ মাসের ২৭ তারিখ অর্থাৎ 27/03/2023 

আরও বিস্তারিত জানতে ক্লিক করুন  ( https://ssc.nic.in)

আমরাই দেবো সঠিক চাকরির খবর , চোখ রাখুন bongodhara.com- এ 

Official Notice : Download 

More Job News : Click Here

Join Telegram Channel : Click Here

written by – Somnath Pal . 

TAG – #govt job #job #recruitment #ssc #employment #staff selection commission

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top