এয়ারপোর্টে সেকুরিটি স্ক্রিনার পদে চাকরি, প্রচুর শূন্যপদে আবেদন করলেই চাকরি বিরাট সুযোগ

Airport Authority of India Security Screener Recruitment

এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়া (Airport Authority of India- AAI) এর তরফে দেশ জুড়ে 400 পদে কর্মচারী নিয়োগ করা হবে। এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন এবং চাকরির সন্ধানী হোন তাহলে এতে আবেদন করতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে আবেদন প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা সহ নিয়োগের গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য গুলি একে একে দেখে নেওয়া যাক। 

যে পদে নিয়োগ হবে

সেকুরিটি স্ক্রিনার- ফ্রেশার (Security Screener- Fresher)

মোট শূন্যপদের সংখ্যা

এখানে মোট 400 টি শূন্যপদ আছে।

নিয়োগের স্থান

Pan India অর্থাৎ যে কোনো জায়গায় নিয়োগ করা হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা

দেশের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ (Graduation Pass) করে থাকলেই এখানে আবেদন করা যাবে।

আবেদনের জন্য বয়স 

আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ 27 বছর হতে হবে।

বেতনের পরিমান

প্রাথমিকভাবে 15,000 টাকা বৃত্তি প্রদান করা হবে। তারপরে 30,000 টাকা, দ্বিতীয় বছরে 32,000 টাকা এবং তৃতীয় বছর থেকে 35,000 টাকা প্রদান করা হবে।

ALSO READ :   Upper Primary: ২০১৬ সালের উচ্চপ্রাথমিকের আবেদনপত্র ফের ডাউনলোডের সুযোগ দিল স্কুল সার্ভিস কমিশন!

নিয়োগ প্রক্রিয়া

এখানে নিয়োগ করার জন্য একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপরে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদেরকে বিভিন্ন ফিটনেস টেস্ট দিতে হবে। তবে প্রার্থীদের NCC “C” সার্টিফিকেট থাকলে তাদের লিখিত পরীক্ষা দিতে হবে না।

আবেদনের সময়সীমা

19.03.2023 তারিখের মধ্যে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলতে হবে।

আবেদন মূল্য

আবেদন মূল্য বাবদ এখানে GEN/OBC/EWS প্রার্থীদের ক্ষেত্রে ৭৫০/- টাকা ধার্য করা হয়েছে। তবে SC/ ST/ PWD এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোন রকম আবেদন মূল্য লাগবে না। আবেদন মূল্য জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card এর মাধ্যমে।

আবেদন প্রক্রিয়া

  • সমস্ত ইচ্ছুক প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। Airport Authority of India (AAI) এর লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। শেষে আবেদনমূল্য প্রদান করতে হবে।
  • আবেদনকারীদের সুবিধার জন্য আবেদন করার Direct Link নিচে দেওয়া হলো, ওই লিংকে ক্লিক করে আবেদন প্রক্রিয়া Start করতে পারবেন। 
ALSO READ :   WB GDS 2nd Merit List | প্রকাশিত হলো গ্রামীণ ডাক সেবক পদের দ্বিতীয় মেরিট লিস্ট

আবেদন জন্য প্রয়োজনীয় নথিপত্র

আবেদন করার সময় যেসব নথি অনলাইনে আপলোড করতে হবে, তা হল-

(1) 10th Std/Matriculation এর সার্টিফিকেট

(2) স্নাতকের মার্ক-শীট

(3) শ্রেণি শংসাপত্র অর্থাৎ Cast Certificate (যদি থাকে)

(4) আধার কার্ডের কপি

(5) আবেদন ফি (অনলাইন)

(6) সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সর্বোচ্চ 20KB)

(7) স্ক্যান করা স্বাক্ষর (সর্বোচ্চ 20KB)

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

আবেদন করুন: Apply Link

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও পড়ুন 👇👇

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top