পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ডিস্ট্রিক হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন। কোন পদে কত নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কি আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য রইল এই প্রতিবেদনটিতে।
গুরুত্বপূর্ণ তারিখ
- অনলাইন রেজিস্ট্রেশন ও আবেদনের শুরুর তারিখ: ৩০/০৩/২০২২
- অনলাইন আবেদনের শেষ তারিখ : ০৮/০৪/২০২২
পদের নাম : পার্টটাইম মেডিকেল অফিসার
শূন্যপদ : ০২ টি (UR)
শিক্ষাগত যোগ্যতা : ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে জিএনএম কোর্স করে থাকতে হবে।
বয়স সীমা : সর্বোচ্চ বয়সসীমা 64 বছর, সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সে ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো: প্রতি মাসে বেতন 24000 টাকা।
পদের নাম : GNM
শূন্যপদ : ০১ টি (UR)
শিক্ষাগত যোগ্যতা : MBBS
বয়স সীমা : সর্বোচ্চ বয়সসীমা 62 বছর, সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সে ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো: প্রতি মাসে বেতন 25000 টাকা।
পদের নাম : গ্রুপ ডি
শূন্যপদ : ০১ টি (SC)
শিক্ষাগত যোগ্যতা : রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত ব্যাক্তি।
বয়স সীমা : সর্বোচ্চ বয়সসীমা 62 বছর, সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সে ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো: প্রতি মাসে বেতন 8000 টাকা।
পদের নাম : একাউন্টেন্ট
শূন্যপদ : ০১ টি (UR)
শিক্ষাগত যোগ্যতা : রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত ব্যাক্তি ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স সীমা : সর্বোচ্চ বয়সসীমা 62 বছর, সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সে ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো: প্রতি মাসে বেতন 12000 টাকা।
পদের নাম : সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরী সুপারভাইজার।
শূন্যপদ : ০১ টি (SC)
শিক্ষাগত যোগ্যতা : গ্রাজুয়েট, মেডিকেল ল্যাবরেটরী টেকনোলজিতে ডিপ্লোমা, টু হুইলার ড্রাইভিং লাইসেন্স, কম্পিউটারের সার্টিফিকেট।
বয়স সীমা : বয়সসীমা ২২ থেকে ৪০ বছর, সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সে ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো: প্রতি মাসে বেতন 25000 টাকা।
আবেদন ফি
- GEN/OBC/EWS-এর জন্য: ১০০ টাকা
- SC/ST/PWD- এর জন্য : ৫০ টাকা
- আবেদন ফি জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।
আবেদন পদ্ধতি
আবেদনকারীরা অনলাইনের মাধ্যমে ফরম ফিলাপ করে তা প্রিন্ট আউট করে নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ভালো করে পড়ে নেবেন।
CHOH & Secretary, Dist. Health & Family welfare Samiti, Cooch Behar, Lalbag, Debibari Road,Cooch Behar
গুরুত্বপূর্ণ লিঙ্ক | |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | |
আবেদন করুন | |
অফিশিয়াল ওয়েবসাইট | |
বর্তমান যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে |
বিঃ দ্রঃ: আমাদের ওয়েবসাইটে যে সমস্ত চাকরির খবর দেওয়া হয় তা সম্পুর্ন ভাবে সরকারি ও বেসরকারি অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিক। আমার কোনোরূপ চাকরি প্রদান করি না। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশ টি মনোযোগ সহকারে পড়বেন।(alert-warning)