খাদ্য বিভাগে গ্রুপ ডি ও সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -WB Govt Job

চাকরি প্রার্থীদের জন্য একের পর এক সুসংবাদ। এবার রাজ্য খাদ্য বিভাগে বেশ কিছু সংখ্যক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রুপ সি ও ডি উভয় পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। যে সকল চাকরি প্রার্থী উপযুক্ত যোগ্যতা তারা সকলে এই নিয়োগের ক্ষেত্রে অংশ নিতে পারবেন। চলুন সময় নষ্ট না করে নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জেনেনি। নিচে শূন্য পদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল -WB Govt Job Recruitment 


নিচে প্রত্যেক পদ ও তার সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল

1. আয়ুস এমও

2. হিসাবরক্ষক 

3. গ্রুপ ডি 

মাসিক বেতন : আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা মাসিক বেতন রয়েছে। আয়ুস এমও পদের জন্য দৈনিক 1000 এবং মাসে 20 দিন কাজ করতে হবে এবং হিসাবরক্ষক পদের জন্য 12 হাজার এবং গ্রুপ ডি পদের জন্য 8 হাজার টাকা বেতন দেওয়া হবে। 

নিয়োগ প্রক্রিয়া : যে সকল চাকরি প্রার্থী সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করবে তাদের নিয়োগ করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে। 

ALSO READ :   পড়ুয়াদের 10000 টাকা স্কলারশিপ দেন মমতা নিজেই , রয়েছে আরও 36,000 পাওয়ার সুযোগ -WB Govt Scheme

আবেদন পদ্ধতি :যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন পত্র আগেভাগে জমা হবে না, এখানে কোনো লিখিত পরীক্ষাও দিতে হবে না, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। তাই এক্ষেত্রে ইন্টারভিউ-র দিন সমস্ত ডকুমেন্টস সহ আবেদন পত্র বা বায়োডাটা নিয়ে উপস্থিত হতে হবে। 

ইন্টারভিউ এর দিন কী কী ডকুমেন্টস জমা করবেন :

১- মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণ পত্র 

২- শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

৩- আধার বা ভোটার কার্ড

৪- পাসপোর্ট সাইজের ছবি 

৫- পিপিও 

৬. অন্যান্য জরুরি ডকুমেন্টস 

ইন্টারভিউ-র তারিখ ও সময় : ইন্টারভিউ শুরু হবে 21 মার্চ 2023 তারিখে সকাল 10 টা থেকে। 

ইন্টারভিউ-র স্থান : Office Of The Chief Medical Officer Health Lalbagh,Debibari Road, Coachbihar, 736101

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন, নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে :

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড করুন 

More Job News : Click Here

Join Telegram Channel : Click Here

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top