গ্রামীণ বিদ্যুৎ দপ্তরে অনেকগুলি পদে চাকরি, স্থায়ী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো (Apply Now)

Rural Electrification Corporation Limited Recruitment

রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেড বা গ্রামীণ বিদ্যুৎ দপ্তর (Rural Electrification Corporation Limited) সংক্ষেপে REC লিমিটেডে একগুচ্ছ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি মহারাষ্ট্রের একটি পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ কোম্পানি যেখানে বিভিন্ন পদে কয়েকশো কর্মী নেওয়া হবে। এইকথা জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

দেশের যেকোনো প্রান্ত থেকে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, যোগ্যতা কি লাগবে, শূন্যপদ কয়টি আছে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে আমরা পরপর জানিয়ে দিয়েছি। 

REC লিমিটেডে নিয়োগের বিস্তারিত তথ্য

1. Engineering discipline এর মধ্যে General Manager, Manager, Deputy Manager, Assistant Manager, Officer পদে নিয়োগ হবে।

শূন্যপদ- এখানে মোট 63 টি পদ রয়েছে।

যোগ্যতা- ইঞ্জিনিয়ারিংয়ে B.Tech ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- 33 থেকে 52 বছরের মধ্যে যাঁদের বয়স তাঁরা এখানে আবেদন করতে পারবেন।পারবেন।

বেতনক্রম- 50,000 থেকে 2,80,000 টাকা অবধি বিভিন্ন পদের জন্য বেতন দেওয়া হবে।

2. Finance & Accounts discipline এর মধ্যে Dy. General Manager, Manager, Officer, Assistant Manager পদে নিয়োগ করা হবে।

শূন্যপদ- এখানে মোট 40 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য Chartered Accountancy/ Cost and Management Accountancy বিষয়ে ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।

বয়সসীমা- 35 থেকে 48 বছরের মধ্যে যাঁদের বয়স তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- 50,000 থেকে 2,60,000 টাকা অবধি বিভিন্ন পদের জন্য বেতন দেওয়া হবে।

3. Information Technology (IT) discipline এর মধ্যে Manager (IT), Deputy Manager (IT), Assistant Manager (IT), Officer (IT), General Manager (CC), Assistant Manager (CC), Officer (CC) পদে নিয়োগ করা হবে।

শূন্যপদ- এখানে মোট 13 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য Computer Science/ Information Technology তে B. Tech বা M.Sc, M.Tech ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এই ফিল্ডে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।

বয়সসীমা- 35 থেকে 48 বছরের মধ্যে যাঁদের বয়স তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- 50,000 থেকে 2,20,000 টাকা অবধি বিভিন্ন পদের জন্য বেতন দেওয়া হবে।

4. Company Secretariat (CS) discipline এর মধ্যে Chief Manager (CS) এবং Officer (CS) পদে প্রার্থীদের নিয়োগ করা হবে।

শূন্যপদ- দুটি পদের প্রতিটিতে 1 টি করে মোট 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- Institute of Company Secretaries of India-এর মেম্বারশিপ সহ গ্র্যাজুয়েট হতে হবে। সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- পদ দুটির জন্য যথাক্রমে 45 এবং 33 সর্বোচ্চ বয়স হিসেবে ধরা হয়েছে।

বেতনক্রম- 50,000 থেকে 2,40,000 টাকা অবধি বিভিন্ন পদের জন্য বেতন দেওয়া হবে।

5. Law discipline এর মধ্যে Manager (Law) এবং Officer (Law) পদে নিয়োগ করা হবে।

শূন্যপদ- এখানে পদ অনুসারে যথাক্রমে 1 টি এবং 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- ল গ্রাজুয়েট হতে হবে সাথে প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।

বয়সসীমা- যথাক্রমে 42 এবং 33 বছরের মধ্যে বয়স হতে প্রার্থীদের।

বেতনক্রম- 50,000 থেকে 2,20,000 টাকা অবধি বিভিন্ন পদের জন্য বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষায় 85% এবং ইন্টারভিউতে 15% নম্বর থাকবে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের কেবলমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। আবেদনের জন্য REC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Career’ অপশনটিতে ক্লিক করতে হবে। পোর্টালে নিজের নম্বর, ইমেল আইডি দিয়ে নিজেকে রেজিস্টার করতে হবে।

এরপরে যোগ্যতা অনুযায়ী পদে আবেদন করতে হবে। সব শেষে ডকুমেন্ট, নিজের ছবি, স্বাক্ষর আপলোড করে আবেদন মূল্য জমা দিতে হবে।

আবেদনকারীর সুবিধার জন্য আবেদন করার ডাইরেক্ট লিংক নিচে দেওয়া হয়েছে। লিংকে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। 

আবেদন মূল্য

এখানে SC/ST/OBC/PH শ্রেণীর প্রার্থীদের জন্য কোনো আবেদন মূল্য লাগবে না। তবে UR প্রার্থীদের 1,000 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

আগামী 15.04.2023 তারিখ সকাল 11 টার মধ্যে এখানে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে প্রার্থীদের।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

আবেদন করুন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇

ALSO READ :   ভাবা যায় ! মাত্র ৫০ হাজার টাকা পুঁজি খাটিয়ে বছরে ইনকাম ১২- ১৪ লক্ষ টাকা-Unique Business Idea

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top