কলকাতা – চাকরি প্রার্থীদের সামনে এবার মহা সুযোগ । এবার বেশ কয়েকটি পদের জন্য কর্মী নিয়োগ হতে চলেছে দেশের এক সেনা ছাউনিতে । সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের (MINISTRY OF DEFENCE) অধীনে থাকা পাঁচমারি (Panchmari Cantonment Board ) সেনা ছাওনি মারফৎ । এক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন । সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটির তত্বা বধানে রয়েছে ভারত সরকারের প্রতিরক্ষা (Ministry of Defence) মন্ত্রক । তবে এই সংস্থাটি ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা সত্ব্বেও এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত কর্মীদের সঙ্গে ভারতীয় সেনা বাহিনীর সরাসরি কোনও সম্পর্ক নেই । সেনা ছাওনিতে একাধিক বিভাগের প্রয়োজনে কর্মী নিয়োগ করা হবে । এক্ষেত্রে পঞ্চম শ্রেনি অর্থাৎ ক্লাস ফাইভ থেকে শ্রেনি থেকে শুরু করে একাধিক বিষয়ে পারদর্শীদের নিয়োগ করা হবে একাধিক বিভাগে । তাহলে আসুন জেনে নেওয়া যাক যাবতীয় বিষয় সম্পর্কে ।
আবেদন পদ্ধতি –
এক্ষেত্রে Online – এ আবেদন করতে হবে । অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই । প্রথমে আবেদনকারীকে সংশ্লিষ্ট সংস্থার ওয়েব সাইট (http://iforms.mponline.gov.in) গিয়ে প্রার্থীকে নিজের নাম, মোবাইল , এবং ইমেল আইডি দিয়ে লগ ইন করে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে । এরপর ওই আবেদনপত্রের সংশ্লিষ্ট কলম গুলিতে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে । এরপর প্রার্থীকে তার নিজের সই স্ক্যান করে এবং পাসপোর্ট সাইজের ছবি আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে । সব শেষে আবেদন পত্র টি সাবমিট করতে হবে ।
নিয়োগ পদ্ধতি –
এক্ষেত্রে আবেদন পত্রের প্রাথমিক বাছাই বা শর্ট লিস্টিং করে আবেদনকারীকে প্রথমে ডেকে নেওয়া হবে লিখিত জন্য । এরপর হবে ইন্টার্ভিউ । সবশেষে প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা যাচাইয়ের পর প্রার্থীর জমা করা নথি পত্র অর্থাৎ ডকুমেন্টস খুঁটিয়ে দেখে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
আঁধার কার্ড
ভোটার কার্ড
বয়সের প্রমান পত্র
শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র
প্রাসঙ্গিক বিষয়ে কাজের প্রমান পত্র
বাসস্থানের প্রমান পত্র
জাতিগত সংশাপত্রের প্রমান
পাসপোর্ট সাইজের ছবি , ইত্যাদি
সব শেষে দেখে নেওয়া যাক শূন্যপদ সম্পর্কে –
১) পদের নাম – সাব ইঞ্জিনিয়ার ( SUB ENGINEER)
শূন্যপদ – ১ টি
শিক্ষাগত যোগ্যতা –
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রী/ ডিপ্লোমা ধারী হতে হবে । এ ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
মাসিক বেতন –
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ প্রতি মাসে ৩২,৮০০ থেকে ১,০৩,৬০০ টাকা বেতন দেওয়া হবে ।
২)পদের নাম – জুনিওর ক্লার্ক (Junior Clerk)
শূন্যপদ – ১ টি
শিক্ষাগত যোগ্যতা –
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি প্রার্থীকে কম্পিউটার বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রী অথবা ডিপ্লোমা ধারী হতে হবে । এ ছাড়াও ইংরাজি ও হিন্দি ভাষায় টাইপিং-এর যোগ্যতা থাকতে হবে ।
মাসিক বেতন –
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ প্রতি মাসে ২৫,৩০০ থেকে ৮০,৫০০ টাকা বেতন দেওয়া হবে ।
৩) পদের নাম – সহকারী শিক্ষক (Assistant Teacher )
শূন্যপদ – ২ টি
শিক্ষাগত যোগ্যতা –
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি প্রার্থীকে বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে TET/CET পাশ হতে হবে । অথবা এডুকেশন বিষয় নিয়ে স্নাতক হতে হবে ।
মাসিক বেতন –
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ প্রতি মাসে ২৫,৩০০ থেকে ৮০,৫০০ টাকা বেতন দেওয়া হবে ।
৪) পদের নাম – পাম্প অপারেটর (Pump Operator)
শূন্যপদ – ১ টি
শিক্ষাগত যোগ্যতা –
এক্ষেত্রে আবেদন কারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে আইটি আই (ITI) সার্টিফিকেট ধারী হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
মাসিক বেতন –
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ প্রতি মাসে ২২,১০০ থেকে ৭০,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
৫) পদের নাম – ইলেক্ট্রিশিয়ান (Electrician )
শূন্যপদ – ১ টি
শিক্ষাগত যোগ্যতা –
এক্ষেত্রে আবেদন কারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে আইটি আই (ITI) সার্টিফিকেট ধারী হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
মাসিক বেতন –
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ প্রতি মাসে ১৯,৫০০ থেকে ৬২,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
৬) পদের নাম – প্লাম্বার (Plumber)
শূন্যপদ – ১ টি
শিক্ষাগত যোগ্যতা –
এক্ষেত্রে আবেদন কারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে আইটি আই (ITI) সার্টিফিকেট ধারী হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
মাসিক বেতন –
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ প্রতি মাসে ১৯,৫০০ থেকে ৬২,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
৭) পদের নাম – সাফাইওয়ালা (Safaiwala)
শূন্যপদ – ১০ টি
শিক্ষাগত যোগ্যতা –
এক্ষেত্রে আবেদন কারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পঞ্চম শ্রেনি অর্থাৎ ক্লাস ফাইভ পাশ হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
মাসিক বেতন –
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ প্রতি মাসে ১৫,৫০০ থেকে ৪৯,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
৮) পদের নাম – পিওন (Peon)
শূন্যপদ – ২ টি
শিক্ষাগত যোগ্যতা –
এক্ষেত্রে আবেদন কারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেনি অর্থাৎ ক্লাস এইট পাশ হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
মাসিক বেতন –
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ প্রতি মাসে ১৫,৫০০ থেকে ৪৯,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
৯) পদের নাম -চৌকিদার (Chowkidar)
শূন্যপদ – ১ টি
শিক্ষাগত যোগ্যতা –
এক্ষেত্রে আবেদন কারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেনি অর্থাৎ ক্লাস এইট পাশ হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
মাসিক বেতন –
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ প্রতি মাসে ১৫,৫০০ থেকে ৪৯,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
১০) পদের নাম – মালি (Mali)
শূন্যপদ – ১ টি
শিক্ষাগত যোগ্যতা –
এক্ষেত্রে আবেদন কারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পঞ্চম শ্রেনি অর্থাৎ ক্লাস ফাইভ পাশ হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
মাসিক বেতন –
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ প্রতি মাসে ১৫,৫০০ থেকে ৪৯,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
১১) পদের নাম – আয়া (Ayah)
শূন্যপদ – ১ টি
শিক্ষাগত যোগ্যতা –
এক্ষেত্রে আবেদন কারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পঞ্চম শ্রেনি অর্থাৎ ক্লাস ফাইভ পাশ হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
মাসিক বেতন –
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ প্রতি মাসে ১৫,৫০০ থেকে ৪৯,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
বয়স সীমা –
উল্লেখিত যাবতীয় পদের ক্ষেত্রে আবেদনকারি প্রার্থীর বয়স হতে ০১-০১-২০২৩ এর হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
আবেদন ফী –
আবেদনের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০০ টাকা আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট দফতরের
নামে। সংরক্ষিত আসনের প্রার্থীদের কোনও আবেদন ফী জমা করার প্রয়োজন নেই ।
তবে এই নিয়োগের ক্ষেত্রে নিযুক্ত হওয়া কর্মীকে অন্তত দু বছরের জন্য প্রবেশন পিরিয়ডে থাকতে হবে সংশ্লিষ্ট সংস্থার অধীনে ।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন (http://iforms.mponline.gov.in) – তে
আবেদনের শেষ তারিখ – 25/02/2023
Official Notice : Download
More Job News : Click Here
Join Telegram Channel : Click Here
TAG – #WB #RECRUITMENT #CANTONMENT BOARD #PANCHMARI #JOB NEWs