
1/8: রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতি মামলায় প্রতিনিয়ম আসছে নয়া মোড়। সেই সঙ্গে দুর্নীতি করে চাকরি পাওয়া প্রার্থীদের প্রতিনিয়ত চাকরি বাতিল করে চলেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের নবম-দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ ডি এর চাকরি বাতিল করার পর এবার হাইকোর্টের নজরে রাজ্যের গ্রুপ সি-এর দুর্নীতি।
2/8:WB SSC-এর মাধ্যমে বিগত ২০১৬ সালের গ্রুপ সি পদে অস্বচ্ছ ভাবে যেসব প্রার্থী চাকরি পেয়েছিলেন, তাদের তালিকা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। তদন্তে জানা গেছে গ্রুপ সি পদের চাকরির ক্ষেত্রে পরীক্ষায় বসা সিংহভাগ প্রার্থীর ওএমআর শীটে কারচুপি করা হয়েছে।
3/8:SSC এর ওয়েবসাইটে অন্যায় ভাবে চাকরি পাওয়া গ্রুপ সি কর্মীদের যে লিস্ট প্রকাশিত হয়েছে, তাতে মোট ৮৪২ জনের নাম আছে। গত ১০ ই মার্চ, এই লিস্টে থাকা ৮৪২ জনের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
4/8:এরপরেই হাইকোর্টের নির্দেশ মত, ভুয়ো চাকরিপ্রার্থীদের লিস্ট বের করে স্কুল সার্ভিস কমিশন। তালিকায় নাম থাকা ৮৪২ জনের মধ্যে ৭৮৫ জন প্রার্থীর চাকরির সুপারিশপত্র ছিল। বাকি ৫৭ জন চাকরির সুপারিশপত্র ছাড়াই নিয়োগ পান।
5/8:এদের সকলেরই চাকরি বাতিল করার জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মার্চের ১০ তারিখের দুপুর তিনটের মধ্যে এএই সমস্ত প্রার্থীদের চাকরি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছিল শিক্ষা পর্ষদকে।
6/8:বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া নির্দেশ জারি করে বলেন যে, SSC এর তালিকায় নাম থাকা ৮৪২ জন, পরের দিন থেকে আর স্কুলে ঢুকতে পারবেন না। এই প্রার্থীদের যে চাকরি বাতিল হয়েছে, তা কমিশনকে জানিয়ে দিতে হবে। পাশাপাশি, যে সমস্ত ব্যক্তিদের চাকরি বাতিল হয়েছে, তারা ভবিষ্যতে আর স্কুলের কোন কাজে যুক্ত থাকতে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
7/8:এই প্রসঙ্গে উল্লেখ্য, চাকরি বাতিল হওয়া প্রার্থীদের নামের তালিকায় রয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের নাম। হাইকোর্টের নির্দেশে বীরভূমের বাসিন্দা বৃষ্টি মুখোপাধ্যায়ের ক্লার্কের চাকরি বাতিল করা হল বোলপুর উচ্চ বিদ্যালয় থেকে।
8/8:অসৎ ভাবে চাকরি পাওয়ার কারণে বাতিল হওয়া সমস্ত প্রার্থীদের নামের তালিকার PDF টি ডাউনলোড করার লিংক নিচে দেওয়া হল। দেখে নেবেন এবং আপনার বন্ধুদের সাথে এই প্রতিবেদনটি শেয়ার করে দেবেন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।
এগুলিও পড়ুন 👇👇