চলতি মাসের মধ্যেই প্রত্যেক সরকারি কর্মীরা পাবেন দুটি দুর্দান্ত উপহার, বাড়ানো হলো বেতন একাউন্টে ঢুকবে প্রচুর টাকা

 

চলতি মাসের শুরুতেই সকল সরকারি কর্মীদের উদ্দেশ্যে সরকারের তরফ থেকে দুটি দুর্দান্ত সুখবর ঘোষণা করা হল। এই মাত্র কিছুদিন আগেই সরকারি কর্মীদের ডি.এ অর্থাৎ মহার্ঘ্য ভাতা এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। আর এরই মধ্যে আবারও সরকারের তরফ থেকে সকল সরকারি কর্মীদের একসাথে দুটি বিশেষ উপহার দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হল। তার মধ্যে একটি হল এরিয়ার এবং অন্যটি হল ট্রাভেলিং অ্যলোয়েন্স। এই দুটিই একসাথে প্রতিটি সরকারি কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে। বকেয়া ১৮ মাসের এরিয়ারের টাকা একেবারে পুরোপুরি সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে। এর সাথে ট্রাভেলিং অ্যলোয়েন্স বাবদ ও একটা বেশ মোটা অংকের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে। এর ফলে পুরোনো হিসেবের উপর এক ধাক্কায় আরও ৬ হাজার ৫৬ টাকা করে বাড়তি টাকা পাবেন সরকারি কর্মীরা।

     

       দীর্ঘ দু-বছর যাবৎ করোনা মহামারী চলার কারনে কেন্দ্রীয় সরকার তার অধীনস্থ কর্মীদের বকেয়া DA মেটাতে না পারলেও ২০২২ সালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই কেন্দ্রীয় সরকার  সেপ্টেম্বর মাসে সপ্তম পে কমিশন গঠন করে অক্টোবর মাস নাগাদ সকল সরকারি কর্মীদের বেতন আগের ষষ্ঠ পে কমিশন অনুযায়ী দেওয়া ৩৪% DA এর উপর আরও ৪% বাড়িয়ে ৩৮% করেছেন। এখন আপাতত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ৬২ লক্ষ কর্মী এবং ৫২ লক্ষ পেনশন ভোগীরা এই সুবিধা ভোগ করছেন। তবে সপ্তম পে কমিশন অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পাওয়ার পর পরপরই ২০২২ সালের শেষের দিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা অষ্টম পে কমিশন গঠন করে বেতন আরও কিছুটা বাড়ানো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিয়েছিলেন।

ALSO READ :   WBPRB | কলকাতা পুলিশের SI পদে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করলো বোর্ড!

       আগামী বছর অর্থাৎ ২০২৪ শে ই আবার লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনে নিজের গদি টিকিয়ে রাখতে সরকারি কর্মীদের উপর যেন একটু বেশিই সদয় হয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই ২০২৩ সালের প্রথম দিকেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একসাথে তিনটি উপহার লাভ করেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। যেমন-

প্রথমত, সপ্তম পে কমিশন কার্যকর হওয়ায় ৩৪% ডি.এ এর উপর আরও ৪% বৃদ্ধি পেয়ে ৩৮% করা হয়েছে।

দ্বিতীয়ত, সকল কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি করা হয়েছে।

তৃতীয়ত, আর এবারে ১৮ মাসের বকেয়া এরিয়ারের টাকা একেবারে পুরোপুরি ভাবে সকল কেন্দ্রীয় সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে।

    

      ২০২৩-২৪ বর্ষের বাজেট পেশ হতে না হতেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি বিশেষ উপহার পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। আর তা হল চলতি মাসের মধ্যেই অর্থাৎ এই এপ্রিল মাসের মধ্যেই প্রতিটি কেন্দ্রীয় সরকারি কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রাভেলিং অ্যলোয়েন্স বাবদ একটা মোটা অংকের টাকা জমা করে দেওয়া হবে। তবে এই ট্রাভেলিং অ্যলোয়েন্সের মাধ্যমে প্রাপ্য টাকার পরিমাণ নির্ভর করবে কর্মী কোন জায়গায় বসবাস করেন তার উপর। মোটের উপর যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মীদের আগে বেসিক স্যালারি ছিল ১ লক্ষ ৪৫ হাজার টাকা তাদের অষ্টম পে কমিশন অনুযায়ী ডিয়ারনেস অ্যালোয়েন্স ৪% ও তার সাথে ট্রাভেলিং অ্যলোয়েন্স এই দুটো একসাথে বেড়ে মোট বর্ধিত অর্থের পরিমাণ দাঁড়াবে ৭১ হাজার টাকা। এর পাশাপাশি আবার ১৮ মাসের বকেয়া এরিয়ারের টাকা ও একেবারে সম্পূর্ণ ভাবে মিটিয়ে দেওয়া হবে।

ALSO READ :   রাজ্যের ওপেন ইউনিভার্সিটিতে গ্রুপ-C জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে

       সুতরাং বর্তমান অগ্নিমূল্যের বাজারে দাঁড়িয়ে একসাথে এতগুলো টাকা বেতন একবারে বৃদ্ধি পাওয়ার খবর পেয়ে প্রতিটি কেন্দ্রীয় সরকারি কর্মীদের মন যে আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না।

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top