
পশ্চিমবঙ্গের জেলা সমাজ কল্যাণ বিভাগে গ্রুপ সি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বেঞ্চ ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, কাউন্সিলর পদে চাকরির জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং গ্রাজুয়েশন সহ বিশেষ কিছু যোগ্যতা থাকলেই চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্যাদি জেনে নিয়ে তারপরে আবেদন করুন।
নোটিশ মেমো নম্বর: 110/SW/Paschimbdn
নোটিশ প্রকাশের তারিখ: 15/02/2023
আবেদনের মাধ্যম: অনলাইনে ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে।
যে সমস্ত গ্রুপ সি পদে নিয়োগ করা হবে:
(1) বেঞ্চ ক্লার্ক (Bench Clerk)
(2) লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিং (LDC Cum Typist)
(3) কাউন্সিলর (Counsellor)
চাকরির জন্য মাসিক বেতন:
উপরের সব কয়টি গ্রুপ সি পদের ক্ষেত্রে প্রতি মাসে ১৩,৫০০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন করার জন্য বয়স:
২১ থেকে ৪০ বছর বয়সী ব্যক্তিরা উক্ত পদের চাকরিগুলির জন্য আবেদন করতে পারবে।
চাকরির নিয়োগ প্রক্রিয়া:
লিখিত পরীক্ষা, টাইপিং টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের নির্বাচন করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।
চাকরির জন্য দরকারি যোগ্যতা:
(1) বেঞ্চ ক্লার্ক- উচ্চ মাধ্যমিক পাস (HS Pass) করতে হবে। সেই সাথে কম্পিউটার এর জ্ঞান এবং টাইপিং করার দক্ষতা থাকতে হবে।
(2) LDC কাম টাইপিং- মাধ্যমিক পাস (Madhyamik Pass) হতে হবে। সেইসাথে কম্পিউটারের জ্ঞান এবং কম্পিউটারে টাইপিং করার দক্ষতা থাকতে হবে।
(3) কাউন্সিলর- যে কোন স্বীকৃতি প্রাপ্ত ইউনিভার্সিটি থেকে সাইকোলজি বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সেই সঙ্গে কম্পিউটার চালাতে পারতে হবে এবং উক্ত কাজের দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্য পদ:
(1) বেঞ্চ ক্লার্ক- 1 টি (UR)
(2) LDC কাম টাইপিং- 1 টি (UR)
(3) কাউন্সিলর- 1 টি (UR)
আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া:
যে সমস্ত ছেলেমেয়েরা এই চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক তাদেরকে প্রথমেই অফিশিয়াল বিজ্ঞপ্তির চার নম্বর পেজে থাকা আবেদন করার ফরমটি A4 সাইজের পেজে প্রিন্ট করতে হবে।
আবেদনকারীদের সুবিধার্থে অফিশিয়াল বিজ্ঞপ্তি তথা আবেদন করার ফর্ম ডাউনলোড করার লিংক নিচে দেওয়া রয়েছে। নিচের ওই লিংকে ক্লিক করলেই সরাসরি আবেদন করার ফর্মটি ডাউনলোড করতে পারবেন।
ডাউনলোড করা ফর্মটি প্রিন্ট করার পর বড় ইংরেজি হাতের অক্ষরে সঠিকভাবে ফিলাপ করতে হবে। তারপর ওই ফিলাপ করা ফর্ম এবং দরকারী কিছু ডকুমেন্টস গুলিকে একসঙ্গে স্ক্যান করে নিয়ে পিডিএফ ফাইল বানাতে হবে।
ওই পিডিএফ ফাইলটিকে এই ইমেইলে- [email protected] নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।
আবেদনের জন্য দরকারি নথিপত্র:
(1) জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড
(2) আধার কার্ড/ ভোটার কার্ড /প্যান কার্ড /পাসপোর্ট (যেকোনো একটি)
(3) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
(4) কম্পিউটার যোগ্যতার সার্টিফিকেট
(5) অভিজ্ঞতার সার্টিফিকেট (প্রযোজ্য হলে)
(6) মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি
আবেদনের জন্য গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন শুরু- 17.02.2023
আবেদন শেষ- 02.03.2023
রাজ্য ও কেন্দ্র সরকারের নতুন চাকরির আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান।
🔥 WHATSAPP GROUP: Click Here
🔥 TELEGRAM GROUP: Click Here
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
আরো চাকরির আপডেট 👇👇
💡 ইন্ডিয়ান আর্মিতে প্রচুর গ্রুপ-C কর্মী নিয়োগ
💡 পশ্চিমবঙ্গের কোন জেলায় কয়টি বাংলা BSK রয়েছে?
💡 পশ্চিমবঙ্গে লাইব্রেরিয়ান পদে চাকরি