জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে শূন্যপদের বিজ্ঞপ্তি, ৩৫ হাজার টাকা প্রতি মাসে বেতন

DHFWS Uttar Dinajpur Recruitment Vacancy Notice

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন পদের চাকরিতে শূন্যপদ থাকায় নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস (Chief Medical Officer of Health) এর অফিসের মাধ্যমে সমস্ত নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হবে।

উত্তর দিনাজপুর জেলাতে নিয়োগ হলেও পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই চাকরি প্রার্থীরা তাদের যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবে। আবেদন করার আগে নিচে থেকে পদ্গুলির বিষয়ে একবার ভালো করে এক এক করে জেনে নেবেন।   

যেসব পদে নিয়োগ হবে

মোট 5 টি পদে নিয়োগ করা হবে এখানে। পদগুলি হলো:- 

(1) ব্লক পাবলিক হেলথ ম্যানেজার (Block Public Health Manager) 

(2) ব্লক ডাটা ম্যানেজার (Block Data Manager) 

(3) VBD টেকনিক্যাল সুপারভাইজার (VBD Technical Supervisor) 

(4) ফিজিওথেরাপিস্ট (Physiotherapist)

(5) কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (Community Health Assistant- CHA) 

বেতনক্রম

(1) Block Public Health Manager
মাসিক 35,000/- বেতন দেওয়া হবে।

(2) Block Data Manager
মাসিক 22,000/- টাকা বেতন দেওয়া হবে।

(3) VBD Technical SupervisorSupervisor
মাসিক 22,000/- POL- Rs.2,000/- টাকা দেওয়া হবে বেতন বাবদ।

ALSO READ :   Primary Recruitment: প্রাথমিকের নিয়োগে আবেদন নেবে পর্ষদ! বিস্তারিত জেনে আবেদন করুন এক্ষুনি

(4) Physiotherapist
মাসিক 20,000/- বেতন দেওয়া হবে।

(5) Community Health Assistant
13,000/- প্রতি মাসে বেতন বাবদ দেওয়া হবে।

পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা

(1) Block Public Health Manager
এখানে UR-01 এবং ST-01 পদে নিয়োগ করা হবে।

(2) Block Data Manager
এখানে ST-01 পদে নিয়োগ করা হবে।

(3) VBD Technical Supervisor
এই পদে SC-01, UR-02, ST-01 জন নিয়োগ হবে।

(4) Physiotherapist
UR-01 টি শূন্যপদ আছে।

(5) Community Health Assistant (CHA)
এখানে OBC(B)-02, OBC(A) 01, SC-03, এবং UR-04 টি পদে নিয়োগ করা হবে।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা 

(1) Block Public Health Manager
এখানে আবেদন করতে গেলে B.Sc.- Life Science এবং Post Graduate Degree – Management Diploma করে থাকতে হবে। সাথে MS Office এ জ্ঞান থাকতে হবে।

(2) Block Data Manager
প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং সরকারী প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কমপক্ষে 1 বছরের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে থাকতে হবে।

(3) VBD Technical Supervisor
প্রার্থীকে জীববিজ্ঞান সহ বিজ্ঞান স্নাতক পাশ করে থাকতে হবে, বা XI এবং XII শ্রেণীতে বায়ো সায়েন্স পড়ে থাকতে হবে। এছাড়াও বৈধ দুই চাকার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

ALSO READ :   ফুড SI এর কাজ কি কি? মাসিক বেতন কত, ট্রেনিং, প্রমোশন কিভাবে হয় জানুন | WB Food SI Duty and Job Details

(4) Physiotherapist
প্রার্থীর একটি হাসপাতালে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা সহ ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

(5) Community Health Assistant (CHA)
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ANM বা GNM পাশ করে থাকতে হবে। এখানে কেবল মহিলারাই আবেদন করতে পারবেন।

বয়সসীমা

প্রতিটি পদের প্রার্থীদের জন্য সর্বনিম্ন বয়স 21 বছর এবং সর্বোচ্চ বয়স 40 বছর ধার্য্য করা হয়েছে।

আবেদনের সময়সীমা

17.03.2023 তারিখের আগে এখানে আবেদন করে ফেলতে হবে প্রার্থীদের।

নিয়োগ প্রক্রিয়া

এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের।

আবেদন মূল্য

100 টাকা করে আবেদন মূল্য রাখা হয়েছে এখানে।

আবেদন প্রক্রিয়া

অফিসিয়াল নোটিফিকেশনের শেষে থাকা আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে নীচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তাহলেই আবেদন সম্পূর্ণ হবে। নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে তা থেকে আবেদন করার ফর্মটি সংগ্রহ করতে পারবেন। 

আবেদনপত্র পাঠাবার ঠিকানা

Office of the CMOH & Member Secretary, DHFWS, Karnojora, Raiganj Dist- Uttar Dinajpur, PIN-733130. 

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

আরো আপডেট 👇👇 

💡 রাজ্যের KMC-তে ২৫ হাজার টাকা মাসিক বেতনে চাকরি

ALSO READ :   ভারতের সেরা আটটি বেশি বেতনের সরকারি চাকরি, কি কি জেনে নিন

💡 32 হাজার টাকা বেতনে কলকাতা বন্দরে SDTM পদে চাকরি

💡 দেশজুড়ে জাতীয় মিউজিয়ামগুলিতে গ্রেড-III পদে নিয়োগ

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top