আপনি কি দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত বালুরঘাট মহকুমার বিবাহিত / বিধবা / আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্না মহিলা? এবং আপনি কি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য আজকের এই প্রতিবেদনটি। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ জাতীয় স্বাস্থ্য মিশন এর আওতায় সম্পুর্ন চুক্তির ভিত্তিতে বালুরঘাট মহকুমার অন্তর্গত পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাসেই মহিলারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
Dakshin Dinajpur Asha Kormi Recruitment 2022 | |
---|---|
নিয়োগকারী সংস্থা | মহকুমা শাসকের করন, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর |
পদের নাম | আশা কর্মী |
শূন্যপদ | ১৪ টি |
আবেদন মাধ্যম | Offline |
আবেদন শুরু তারিখ | 09th March 2022 |
আবেদনের শেষ তারিখ | 24th March 2022 |
পদের নাম: আশা কর্মী
শূন্যপদ: মোট ১৪ টি শূন্যপদে আশা কর্মী নিয়োগ করা হবে। (বালুরঘাট ব্লক ০২টি, তপন ব্লক ০৯টি ,কুমারগঞ্জ ব্লক ০৩টি)
শিক্ষাগত যোগ্যতা: এই চাকরিতে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে, মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ (appeared) কিন্তু অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন। উচ্চতর শিক্ষাগত যােগ্যতার প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন, এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার প্রাপ্ত নম্বরই বিচার করা হবে। উচ্চতর শিক্ষাগত যােগ্যতা থাকা প্রার্থীদের উচ্চ শিক্ষার কোন মুল্যায়ন বিবেচনার সুবিধা থাকবে না।
গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর গােষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণ প্রাপ্ত দই এবং লিংক ওয়ার্কারগন সকলেই বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনায় যােগ্য হবেন।
বয়সসীমা : সাধারন প্রার্থীর বয়স ০১.০১,২০২২ তারিখে ৩০ থেকে ৪০ (ত্রিশ থেকে চল্লিশ) বছরের মধ্যে হতে হবে।
তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ভুক্ত প্রার্থীদের বয়সসীমা ঐ তারিখে ২২ থেকে ৪০ (বাইশ থেকে চল্লিশ) বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি : এক্ষেত্রে অবশ্যই প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর জন্য প্রার্থীকে দক্ষিণ দিনাজপুর জেলার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিশিয়াল নোটিফিকেশন ও আবেদন পত্র ডাউনলোড করে নিতে হবে অথবা আপনারা নিচের দেওয়া লিঙ্ক থেকেও আবেদনপত্র ও নোটিশ ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোডকৃত আবেদনপত্রটি পরিষ্কার ভাবে পূরণ করে কর্তৃপক্ষের দেওয়া নির্দিষ্ট তারিখের আগে জমা দিতে হবে।
আবেদনকারীর আবেদন পত্রের সঙ্গে যে সকল প্রমাণ পত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি জমা করতে হবেঃ-
ক) জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড।
থ) এলাকার বাসিন্দা হিসাবে ভােটার পরিচয় পত্র (EPIC)/ রেশনকার্ড।
গ) উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত শংসাপত্র (তপশিলি জাতি, উপজাতির ক্ষেত্রে)।
ঘ) মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশীট।
ঙ) উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড ওযান এবং গ্রেড টু স্বনির্ভর গােষ্ঠীর সদস্যা / প্রশিক্ষণ প্রাপ্ত দাই এবং লিংক ওয়ার্কার প্রমানপত্র। (প্রযােজ্য হলে)
চ) প্রার্থীর স্বাক্ষরসহ ২ কপি পাসপাের্ট সাইজ ফটো। আবেদন পত্রের ছবিতে সামনে নীচের দিকে আড়াআড়ি এবং অন্য ছবিটিতে পিছনের দিকে আড়াআড়ি স্বাক্ষর করতে হবে।
শংসাপত্র গুলির মধ্যে যে কোনাে একটি আবেদন পত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল করা হবে।
নিযােগের পূর্বে প্রার্থীকে অবশ্যই (ক) থেকে (ঙ) তে উল্লিখিত প্রমাণপত্র গুলির আসল দেখাতে হবে।
আবেদন পত্র জমা দেওয়া স্থানঃ- সংশ্লিষ্ট বি.ডি.ও. অফিসে জমা দিতে হবে।
আবেদন পত্র জমা দেওয়ার তারিখঃ- ০৯/০৩/২০২২ থেকে ২৪/০৩/২০২২ বিকেল ৫:০০ (পাঁচ) টা অবধি (সরকারী ছুটির দিন বাদে)।
গুরুত্বপূর্ণ লিঙ্ক | |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | |
আবেদন ফর্ম | |
অফিশিয়াল ওয়েবসাইট |
বিঃ দ্রঃ: আমাদের ওয়েবসাইটে যে সমস্ত চাকরির খবর দেওয়া হয় তা সম্পুর্ন ভাবে সরকারি ও বেসরকারি অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিক। আমার কোনোরূপ চাকরি প্রদান করি না। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশ টি মনোযোগ সহকারে পড়বেন।(alert-warning)