দেশজুড়ে 5,100 পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এক্ষুনি আবেদন করুন

‘এয়ার বাস’ মানে বিমানে চড়তে কার না ভালো লাগে । কিন্তু তা যদি হয় নিজের দৈনন্দিন জীবনের কর্ম জীবিকা,  তাহলে আর দেখে কে । খাওয়া দাওয়া আর বিমানে চড়ে এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ানো তার সঙ্গে মাসে মাসে মোটা অঙ্কের বেতন । গোটা দেশের চাকরি প্রার্থীদের জন্য এমনই সুবর্ণ সুযোগ আনতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India ) । আসলে ভারত সরকার নিয়ন্ত্রিত সংস্থা বলে কথা । তবে অনেক দিন আগে থেকেই এয়ার ইন্ডিয়া সংস্থাটি রয়েছে দেশের জনপ্রিয় উদ্যোগ পতি রতন টাটার (Ratan Tata ) হাতে । 

সম্প্রতি এয়ার ইন্ডিয়া কে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে টাটা (TATA ) গোষ্ঠী । তবে এই উদ্যোগ রতন টাটার একার নয় । ভারত সরকারের প্রচেষ্টায় এই উদ্যোগ ফলপ্রসু হতে চলেছে বলে জানা গিয়েছে । তার কারণ এয়ার ইন্ডিয়ার সঙ্গেই জুড়ে রয়েছে দেশের বিমান পরিসেবার মান ইজ্জত । তাই উদ্যোগ টি যে শুধুমাত্র রতন টাটার নিজের, তা বলা যাবেনা । তবে উদ্যোগ যার- যাই হোক, এই ঢেলে সাজানোর জন্যই ইতিমধ্যে বেশ কিছুটা এগিয়ে গিয়েছে এয়ার ইন্ডিয়া ।   

ALSO READ :   SSC MTS Result: প্রকাশ পেল মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ পরীক্ষার ফলাফল! রেজাল্ট দেখবেন কিভাবে?

এই কারণে বিদেশ থেকে অত্যাধুনিক প্রযুক্তির এয়ার বাস অর্থাৎ বিমান যেমন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তেমনি প্রউর সংখ্যক দক্ষ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া । সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই এয়ার ইন্ডিয়ার দখলে চলে আসবে ফ্রান্স – আমেরিকা থেকে অত্যাধুনিক প্রযুক্তির কয়েকশো বিমান । পরিসংখ্যান বলছে , রতন টাটার সংস্থাটি বর্তমানে প্রায় ৪৭০টি নতুন বিমান কেনার বরাত দিয়েছে। তার আগেই ৩৬টি বিমান লিজে নেওয়ার প্রস্তুতি চলছে জোর কদমে। সূত্রের খবর, ফ্রান্স থেকে ৪ হাজার কোটি ডলার মূল্যের প্রায় ২৫০টি বিমান ও আমেরিকার বোয়িং সংস্থা থেকে ৩ হাজার ৪০০ কোটি ডলারে আরও ২২০টি বিমান কেনার চুক্তি সেরেছে এয়ার ইন্ডিয়া।

আর শুধু বিমান থাকলেই তো হবে না ।  তার জন্য প্রয়োজন প্রচুর সংখ্যক দক্ষ কর্মীর । তাই বিমান চালনায় পারদর্শী পাইলট যেমন নিয়োগ হবে তেমনি বিমানের কাজে নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক বিমান কর্মী । এ বিষয়ে এয়ার ইন্ডিয়া মারফৎ জানা গিয়েছে , সব কিছু ঠিক থাক থাকলে আপাতত ৪২০০ বিমান কর্মী এবং ৯০০ জন দক্ষ পাইলট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কর্মী নিয়োগের বিষয়ে পাকাপাকি সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া । চলতি বছরেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ । দাপে ধাপে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গিয়েছে । 

Post Office Recruitment :ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, 19,900 মাসিক বেতন 

ফল স্বরুপ এয়ার ইন্ডিয়ার মতো সংস্থায় চাকরির সুযোগ এবার গোটা দেশের চাকরি প্রার্থীদের সামনে । তাই যাদের বিমানে কাজের দীর্ঘ দিনের স্বপ্ন রয়েছে তাদের সামনে যে মহা সুযোগ অপেক্ষা করছে তা আর বলার অপেক্ষা রাখেনা । তবে কর্মী নিয়োগের বিষয়ে এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করেনি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ । আগামী কয়েকদিনের মধ্যেই কর্মী নিয়োগের বিষয়ে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে বলে এয়ার ইন্ডিয়া সুত্রে খবর । তাই এখন থেকেই প্রস্তুতি নিন যে কোনও দিন প্রকাশ হতে পারে বিজ্ঞপ্তি ।  

ALSO READ :   রাজ্যে ব্যাঙ্ক অফ বরোদাতে কর্মী নিয়োগ, আবেদন চলবে ১৪ মার্চ পর্যন্ত

written by – Somnath Pal . 

More Job News : Click Here

Join Telegram Channel : Click Here

TAG – #AIR INDIA #RATAN TATA #PILOT #AIR BUS #RECRUITMENT

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top