‘এয়ার বাস’ মানে বিমানে চড়তে কার না ভালো লাগে । কিন্তু তা যদি হয় নিজের দৈনন্দিন জীবনের কর্ম জীবিকা, তাহলে আর দেখে কে । খাওয়া দাওয়া আর বিমানে চড়ে এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ানো তার সঙ্গে মাসে মাসে মোটা অঙ্কের বেতন । গোটা দেশের চাকরি প্রার্থীদের জন্য এমনই সুবর্ণ সুযোগ আনতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India ) । আসলে ভারত সরকার নিয়ন্ত্রিত সংস্থা বলে কথা । তবে অনেক দিন আগে থেকেই এয়ার ইন্ডিয়া সংস্থাটি রয়েছে দেশের জনপ্রিয় উদ্যোগ পতি রতন টাটার (Ratan Tata ) হাতে ।
সম্প্রতি এয়ার ইন্ডিয়া কে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে টাটা (TATA ) গোষ্ঠী । তবে এই উদ্যোগ রতন টাটার একার নয় । ভারত সরকারের প্রচেষ্টায় এই উদ্যোগ ফলপ্রসু হতে চলেছে বলে জানা গিয়েছে । তার কারণ এয়ার ইন্ডিয়ার সঙ্গেই জুড়ে রয়েছে দেশের বিমান পরিসেবার মান ইজ্জত । তাই উদ্যোগ টি যে শুধুমাত্র রতন টাটার নিজের, তা বলা যাবেনা । তবে উদ্যোগ যার- যাই হোক, এই ঢেলে সাজানোর জন্যই ইতিমধ্যে বেশ কিছুটা এগিয়ে গিয়েছে এয়ার ইন্ডিয়া ।
এই কারণে বিদেশ থেকে অত্যাধুনিক প্রযুক্তির এয়ার বাস অর্থাৎ বিমান যেমন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তেমনি প্রউর সংখ্যক দক্ষ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া । সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই এয়ার ইন্ডিয়ার দখলে চলে আসবে ফ্রান্স – আমেরিকা থেকে অত্যাধুনিক প্রযুক্তির কয়েকশো বিমান । পরিসংখ্যান বলছে , রতন টাটার সংস্থাটি বর্তমানে প্রায় ৪৭০টি নতুন বিমান কেনার বরাত দিয়েছে। তার আগেই ৩৬টি বিমান লিজে নেওয়ার প্রস্তুতি চলছে জোর কদমে। সূত্রের খবর, ফ্রান্স থেকে ৪ হাজার কোটি ডলার মূল্যের প্রায় ২৫০টি বিমান ও আমেরিকার বোয়িং সংস্থা থেকে ৩ হাজার ৪০০ কোটি ডলারে আরও ২২০টি বিমান কেনার চুক্তি সেরেছে এয়ার ইন্ডিয়া।
আর শুধু বিমান থাকলেই তো হবে না । তার জন্য প্রয়োজন প্রচুর সংখ্যক দক্ষ কর্মীর । তাই বিমান চালনায় পারদর্শী পাইলট যেমন নিয়োগ হবে তেমনি বিমানের কাজে নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক বিমান কর্মী । এ বিষয়ে এয়ার ইন্ডিয়া মারফৎ জানা গিয়েছে , সব কিছু ঠিক থাক থাকলে আপাতত ৪২০০ বিমান কর্মী এবং ৯০০ জন দক্ষ পাইলট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কর্মী নিয়োগের বিষয়ে পাকাপাকি সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া । চলতি বছরেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ । দাপে ধাপে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গিয়েছে ।
Post Office Recruitment :ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, 19,900 মাসিক বেতন
ফল স্বরুপ এয়ার ইন্ডিয়ার মতো সংস্থায় চাকরির সুযোগ এবার গোটা দেশের চাকরি প্রার্থীদের সামনে । তাই যাদের বিমানে কাজের দীর্ঘ দিনের স্বপ্ন রয়েছে তাদের সামনে যে মহা সুযোগ অপেক্ষা করছে তা আর বলার অপেক্ষা রাখেনা । তবে কর্মী নিয়োগের বিষয়ে এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করেনি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ । আগামী কয়েকদিনের মধ্যেই কর্মী নিয়োগের বিষয়ে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে বলে এয়ার ইন্ডিয়া সুত্রে খবর । তাই এখন থেকেই প্রস্তুতি নিন যে কোনও দিন প্রকাশ হতে পারে বিজ্ঞপ্তি ।
written by – Somnath Pal .
More Job News : Click Here
Join Telegram Channel : Click Here
TAG – #AIR INDIA #RATAN TATA #PILOT #AIR BUS #RECRUITMENT