
WBP ASI Recruitment Exam: পশ্চিমবঙ্গ পুলিশে প্রমশনের মাধ্যমে কনস্টেবলদের সাব ইন্সপেক্টর পদে চাকরির জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। একদম প্রথমেই দিই, যারা বর্তমানে WBP কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে চাকরি করেছে তাদের জন্য অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে প্রমোশনের মাধ্যমে চাকরির এই সুযোগ।
রাজ্য জুড়ে বেশ কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা রাজ্যের যে কোনো জায়গা থেকে নারী পুরুষ সকলেই এইখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তিতে প্রকাশিত শূণ্যপদ, যোগ্যতা, আবেদন পদ্ধতি, ইত্যাদির বিষয়ে বিশদে আলোচনা করা হল।
যে পদে নিয়োগ হবে:
ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ‘অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর’ পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূণ্যপদ:
মোট শূন্যপদের সংখ্যা ১৪৫০ টি।
নিয়োগ পদ্ধতি:
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কনস্টেবল পদ থেকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে প্রমোশন পেতে গেলে আবেদনকারীদে একটি ১০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে।
এই পরীক্ষায় যারা সফলভাবে উত্তীর্ণ হবেন তাদের একটি লিস্ট বেরোবে।
শর্টলিস্ট করা প্রার্থীদের ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। দুটি ধাপের মিলিত নম্বরের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট তৈরী করা হবে। লিস্ট অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
আবেদন করার জন্য প্রার্থীদের নীচের ধাপগুলি অনুসরণ করতে হবে –
(1) ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ, https://prb.wb.gov.in অথবা https://wbpolice.gov.in এ গিয়ে বিজ্ঞপ্তি নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে হবে।
(2) নোটিফিকেশানের ৫ নং পাতায় একটি ভেরিফিকেশন সার্টিফিকেটের ফরম্যাট দেওয়া আছে। একটিৎসাদা A4 সাইজ পেপারে ওই ফরম্যাটটির প্রিন্ট আউট বের করে নিন।
(3) প্রিন্ট আউট করা ফর্মট প্রয়োজনীয় তথ্য দিয়ে ফিলাপ করে নিতে হবে।
(4) ফর্মটি ভরা হয়ে গেলে সেটি স্ক্যান করে সাথে রাখুন।
(5) এবার আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
(6) এখানে স্ক্যান করা ফর্মটিকে আপলোড করতে হবে।
(7) ফর্মটি আপলোড করা হয়ে গেলে এরপর আপনার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টসসহ অন্যান্য সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসও স্ক্যান করে আপলোড করুন।
(8) এবার ভেরিফিকেশনের পালা। ফর্মটি আপলোড করার সময় যে ফোন নাম্বারটি দিয়েছিলেন, সেই নাম্বারটি ভেরিফিকেশন করা হবে। এর জন্য ওই নম্বরে একটি OTP পাঠানো হবে।
(9) আপনার নম্বরে আসা OTP টি প্রদান করে নম্বরটি কনফার্ম করুন। এবার ‘সাবমিট’ অপশনে ক্লিক করলেই আপনার আবেদন সম্পন্ন হয়ে যাবে।
(10) আবেদন শেষে আপধার অ্যাপ্লিকেশান নম্বর কোথাও লিখে রাখবেন, যাতে সহজেই খুঁজে পান।
যেসব প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে:
বিজ্ঞপ্তিতে কিছু ডকুমেন্টসের কথা বলা আছে যেগুলো
ফর্ম ফিলাপের সময় অনলাইনে আপলোড করতে হবে, সেগুলি হল-
(1) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
(2) আইডি প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্ট।
(3) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতার মার্কশীট ও সার্টিফিকেট।
(4) কাস্ট সার্টিফিকেট।
(5) কলকাতা পুলিশের অধীনে ৫ বছর কাজ করার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট।
(6) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
(7) আবেদনকারীর নিজস্ব স্বাক্ষর।
শিক্ষাগত যোগ্যতা:
এই পদের জন্য আবেদনকারীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল পুলিশেল অধীনে নূন্যতম ৫ বছর কনস্টেবল পদে চাকরি করে থাকতে হবে। অভিজ্ঞতার হিসেব হবে 01/01/2023 এর হিসেবে।
অভিজ্ঞতা ছাড়া এই Promotion এর পরীক্ষাতে আবেদন করা যাবে না। এক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয়েই কনস্টেবল পদে কর্মরত অবস্থায় থাকলেই আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ:
এই পদের জন্য আবেদন করতে হবে কেবলমাত্র অনলাইনেই। আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 27/02/2023 তারিখ থেকে এবং চলবে আগামী 18/03/2023 তারিখ পর্যন্ত। ইচ্ছুক ব্যক্তিদের এই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করে ফেলতে হবে।
রাজ্য ও কেন্দ্র সরকারের নতুন চাকরির আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান।
🔥 WHATSAPP GROUP: Click Here
🔥 TELEGRAM GROUP: Click Here
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
✅ Apply Now: Click Here
আরো চাকরির আপডেট👇👇
💡 রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি
💡 টেটের এই ৭ টি প্রশ্ন নিয়ে আদালতে মামলা
💡 কলকাতা পুলিশে নতুন করে ৩০৬ টি শূন্যপদে নিয়োগ