পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের ক্যালকাটা স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে JRF (জুনিয়র রিসার্চ ফেলো) পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে এই নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আগ্রহী প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।
এই চাকরির নিয়োগের জন্য বয়স কত হতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, শুন্যপদ কয়টি রয়েছে, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয় গুলি নিচে থেকে পরপর জানতে পারবেন। আবেদন করার আগে অবশ্যই জেনে নিয়ে আবেদন করবেন। এবং নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে ভালো করে পড়ে নেবেন।
নোটিশ নম্বরঃ STM/DT/01/143/2022
নোটিশ প্রকাশের তারিখঃ 06.04.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নামঃ জুনিয়র রিসার্চ ফেলো (Junior Research Fellow- JRF)
বেতনঃ প্রতি মাসে 25,000 টাকা করে বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 30 বছরের কম হতে হবে। বয়সের হিসেব করতে হবে 01.01.2022 তারিখ অনুযায়ী। SC, ST, OBC, PH এবং মহিলা আবেদনকারীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 55% নম্বর পেয়ে জীবন বিজ্ঞানের যেকোনো শাখায় B.Sc করা থাকতে হবে।
শুন্যপদঃ 1 টি
চাকরির ধরনঃ ১ বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। মেয়াদ পূরনের পর তিন বছর পর্যন্ত সময়ের জন্য চাকরির সময়সীমা বাড়ানো হবে।
আবেদন প্রক্রিয়াঃ
অফিসিয়াল নোটিশের একেবারে শেষের পেজে অফলাইনে আবেদন করার জন্য একটি ফর্ম দেওয়া রয়েছে। আবেদনকারীকে প্রথমে নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে। তারপর নোটিশ থেকে আবেদন করার ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে।
এরপর ফর্মটি সঠিকভাবে পূরন করতে হবে। ফর্ম পুরনের পর ফর্মের সাথে দরকারি সমস্ত ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে। এরপর সমস্ত কাগজগুলিকে একটি খামে ভরতে হবে। সবকিছু ঠিকঠাক করে নিয়ে আবেদনপত্রের খামটি নিচের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠাবার ঠিকানাঃ
Director, School of Tropical Medicine, Kolkata, 108, C.R. Avenue, Kolkata- 700073.
গুরুত্বপূর্ণ তারিখ
✓নোটিশ প্রকাশ তারিখ : 06.04.2022
✓আবেদন শুরু তারিখ : 06.04.2022
✓আবেদন শেষ তারিখ : 21.04.2022
গুরুত্বপূর্ণ লিঙ্ক | |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | |
আবেদন করুন | |
অফিশিয়াল ওয়েবসাইট | |
বর্তমান যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে |