প্রচুর শূন্যপদে Multi Tasking (None Technical) Staff কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর তরফ থেকে।
ভারত তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে সকলেই এই পদের জন্য আবেদন করতে পারবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২২ই মার্চ থেকে অনলাইনের মাধ্যমে। আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক? তাহলে আবেদন করার আগে অবশ্যই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিন। সাথে দেওয়া হয়েছে অফিশিয়াল নোটিশ।
পদের নাম : MTS (multi tasking staff)/Havaldar
শূন্যপদ : Havaldar ৩৬০৩ টি / MTS জানানো হয়নি
যোগ্যতা
যেকোনো একটি স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
বয়সসীমা
সর্বনিম্ন বয়সসীমা : ১৮ বছর
সর্বোচ্চ বয়সসীমা : ২৭ বছর
বয়স হিসাব করবেন ০১/০১/২০২২ থেকে
সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।
বেতন কাঠামো
পে লেবেল ১ অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে।
আবেদন ফি
GEN/OBC/EWS-এর জন্য: ১০০ টাকা
SC/ST/PWD- এর জন্য : কোনো টাকা লাগবে না।
পেমেন্ট মোড (অনলাইন): ডেবিট/ক্রেডিট কার্ড/ইন্টারনেট ব্যাঙ্কিং ইত্যাদি।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশন অফিসিয়াল ওয়েবসাইট (www.ssc.nic.in) থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় বেশ কিছু ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে তাই আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস কাছে রাখবেন আবেদন করার সময়। আবেদন করার লিংক নিচে দেওয়া রয়েছে, ওখান থেকেও আপনি সরাসরি আবেদন করা পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন রেজিস্ট্রেশন ও আবেদনের শুরুর তারিখ: ২২/০৩/২০২২
অনলাইন আবেদনের শেষ তারিখ : ৩০/০৪/২০২২
গুরুত্বপূর্ণ লিঙ্ক | |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | |
আবেদন করুন | |
অফিশিয়াল ওয়েবসাইট | |
বর্তমান যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে |
বিঃ দ্রঃ: আমাদের ওয়েবসাইটে যে সমস্ত চাকরির খবর দেওয়া হয় তা সম্পুর্ন ভাবে সরকারি ও বেসরকারি অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিক। আমার কোনোরূপ চাকরি প্রদান করি না। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশ টি মনোযোগ সহকারে পড়বেন।(alert-warning)