
1/10: 20 মার্চ, 2023 তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদের তরফে জানানো হয়েছিল 21 থেকে 24 শে মার্চ অবধি, যেসব সংরক্ষিত শ্রেণীর পরীক্ষার্থী 2014 সালের টেট পরীক্ষায় 82 নম্বর পেয়েছিলেন, তারা ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে পারবেন।
2/10: অনেকেই তখন বিভিন্ন কারণের জন্য আবেদন করতে পারেন নি, তাদের কথা ভেবেই ফের আবেদনের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছে পর্ষদ।
3/10: 27 শে মার্চ, গতকাল সোমবা প্রাইমারি পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, 27 তারিখ সন্ধ্যে 6 টা থেকে 28 তারিখ রাত 11.59 পর্যন্ত ফের পোর্টাল খুলে রাখা হবে পর্ষদের তরফে।
4/10: 82 নম্বর পাওয়া যেসব সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক, তাদের এই সময়ের মধ্যেই আবেদন করে ফেলতে হবে।
5/10: গত 20 মার্চের বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছিল, পর্ষদের দু’টি ওয়েবসাইটে গিয়ে যোগ্য প্রার্থীরা আবেদন সম্পন্ন করতে পারবেন। গতকালের ঘোষণার পর সেই সময়সীমা আরও একদিন বাড়ল।
6/10: এই বিজ্ঞপ্তি সম্পর্কে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Goutam Pal) জানান, 2017 সালের টেট পরীক্ষায় সংরক্ষিত শ্রেণী থেকে 82 নম্বর পেয়েছেন এমন সমস্ত প্রার্থীদের ইন্টারভিউ ইতিমধ্যেই নেওয়া হয়ে গেছে।
7/10: তবে এরপরও কোনও প্রার্থী ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে চান তবে তাকে পর্ষদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
8/10: প্রসঙ্গত উল্লেখ্য, সেন্ট্রালের টেট (CTET) পরীক্ষায় 82 নম্বর পেলেই সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের উত্তীর্ণ বলে বিবেচিত করা হবে। তবে রাজ্যের টেটে এই নিয়ম মানা হত না।
9/10: এই নিয়ে চাকরিপ্রার্থীদের তরফে কলকাতা হাইকোর্টে একটি মামলা করা হয়। সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 82 নম্বর পাওয়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদেরকে টেট পাশ বলে গণ্য করার নির্দেশ দেন।
10/10: সেই রায়ের পরে দেখা যায় টেট 2014 -তে 82 পেয়ে 7,665 জন এবং 2017 এর টেটে 722 জন সংরক্ষিত শ্রেণীর প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।
এগুলিও পড়ুন 👇👇