প্রাইমারি স্কুলে ক্লাস নেবেন সিভিক ভলেন্টিয়াররা, প্রথমে এই জেলায় নেওয়া হলো উদ্যোগ

Civic volunteers will take classes in primary schools

1/7: বিগত কয়েক মাস ধরেই রাজ্য রাজনীতি তোলপাড় ক্রমাগত নিয়োগ দুর্নীতির অভিযোগে। নিয়োগ ক্ষেত্রে এমন অস্বচ্ছতা নিয়ে জোর চর্চা চলছে সারা রাজ্য জুড়ে। তৃণমূল সরকারের বিভিন্ন স্তরে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হওয়ার জন্য সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে রাজ্যের শিক্ষাক্ষেত্র। এমন পরিস্থিতিতে প্রাইমারি স্কুলে সিভিক ভলেন্টিয়াররা ক্লাস নেবেন বলে জানা যাচ্ছে। আসল বিষয়টি কি তা আজকে আমরা জানাবো। 

2/7: প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক, সকল স্তরের শিক্ষক নিয়োগে চরম দুর্নীতির ফলে কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে রাজ্যের কয়েক হাজার প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকার চাকরি

3/7: চাকরি বাতিল অবশ্য শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের হয়েছে, তা নয়, শিক্ষাকর্মী, গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রেও অসৎ প্রক্রিয়া অবলম্বন করায় হাইকোর্ট বাতিল করেছে একাধিক চাকরি। এই ছাঁটাইয়ের ফলে রাজ্যের স্কুলগুলির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। কর্মী বা শিক্ষকের অভাবে, স্কুল চলবে কীভাবে, ধারণা নেই কারও, তাই স্কুলগুলির ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে।

4/7: পাশাপাশি বিভিন্ন আইনি জটিলতার কারণে নতুন করে শিক্ষক নিয়োগও হচ্ছে না এখন। এহেন পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জেলাতে প্রায় বন্ধ হবার দশা শত শত স্কুল। শুধুমাত্র বাঁকুড়া জেলাতেই আটশোর বেশী স্কুল শিক্ষক এবং কর্মীদের অভাবে বন্ধ হবার মুখে

ALSO READ :   WBP Lady Constable Recruitment: লেডি কনস্টেবলের আবেদনপত্রে ভুল হয়েছে? জেনে নিন কীভাবে করবেন সংশোধন

5/7: বাঁকুড়াতে বন্ধ হতে চলা শতাধিক স্কুলগুলির পাশে দাঁড়াতে এক অভিনব উদ্যোগ নিয়েছে বাঁকুড়া জেলার পুলিশ। বাঁকুড়ার জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন একটি সাংবাদিক বৈঠকে জানান, এবার থেকে বাঁকুড়ার কিছু নির্দিষ্ট প্রাথমিক স্কুলের নিয়মিত ক্লাস শেষের পর সেই স্কুল গুলিতেই বিশেষ ক্লাস নেবেন সংশ্লিষ্ট এলাকার সিভিক ভলান্টিয়াররা

6/7: সিভিক ভলান্টিয়ারদের দিয়ে প্রাথমিক স্তরের পড়ুয়াদের শিক্ষাদান করানোর এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘অঙ্কুর’। এই প্রকল্পের আওতায় জেলার জঙ্গল মহলের পাঁচটি থানার প্রতিটি অঞ্চলের একটি করে এবং বাকি অন্যান্য থানাগুলিতে একটি করে সর্বমোট ৫৫ টি শিক্ষাকেন্দ্র চালু করা হবে, যেখানে সিভিক ভলিন্টিয়াররা শিক্ষা দেবেন, বলে জানানো হয়েছে। মূলত প্রাথমিক স্তরের পড়ুয়াদের অঙ্ক ও ইংরেজি শিক্ষার উপর জোর দেবেন সিভিকরা

7/7: বাঁকুড়া পুলিশের এই উদ্যোগ অবশ্য ভালো ভাবে নেয়নি অনেকেই। এমনই একজন হলেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার, যিনি এই প্রসঙ্গে বলেন- ”শুনলাম সিভিক ভলান্টিয়ার দিয়ে অঙ্ক, ইংরেজি শেখানো হবে। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। সারা রাজ্য জুড়ে শিক্ষকের অভাব, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। শিক্ষক নিয়োগ করতে পারছেন না। অন্যদিকে নিয়োগে দুর্নীতি। এমন অবস্থা হলে সরকার চালানোর দরকার নেই, ছেড়ে দিন। কাউকে ‘ভুল শেখানোর অধিকার নেই।”

ALSO READ :   দীর্ঘ দিন পর রাজ্যের মাদ্রাসা গুলিতে গ্রুপ-ডি, ক্লার্ক, শিক্ষক নিয়োগ! অফিসিয়াল গ্যাজেট প্রকাশিত হলো

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

আরো আপডেট 👇👇

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top