বাড়িতে বসে মাসে 60 হাজার আয় করার সুযোগ দিচ্ছে SBI Bank, এক্ষুনি বিস্তারিত পড়ুন

কলকাতা : বিগত কয়েক বছর মহামারীর কারণে গোটা পৃথিবীর কঙ্কাল সার অর্থনীতির চেহারাটা কেমন তা ইতিমধ্যেই চাক্ষুস করেছেন গোটা বিশ্ববাসী। এ বিষয়ে নতুন করে  না বলাই ভালো। সাম্প্রতিক চাকরির বাজারের অবস্থাও বেশ করুন। এই অবস্থায় অগত্যা জীবন জীবিকা হিসাবে সরকারি – বেসরকারি চাকরির বদলে ব্যবসাকেই প্রাধান্য দিচ্ছেন দেশের বেকার যুবক – যুবতীরা। কিন্তু সেখানেও রয়েছে একাধিক সমস্যা। কারণ ব্যবসার জন্য প্রয়োজন মোটা টাকার। তার ওপর টাকা খরচ করে ব্যবসা করলেই যে লাভের অঙ্ক ঘরে আসবে এমন কথা হলফ করে বলা সম্ভব নয় । পরিস্থিতি যে মোটের ওপর সুবিধার নয় তা সাম্প্রতি বাজার ঘুরলেই বেশ পরিস্কার। 

তবে তারই মাঝে নিজেদের অর্থনৈতিক কাঠামো কে মজবুত করতে বদ্ধ পরিকর গোটা বিশ্বের পাশাপাশি দেশের রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলি। এ বিষয়ে দেশের বৃহত্তম ব্যাঙ্কিং সংস্থা এসবিআই(SBI) অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কথা উঠে আসে তালিকার প্রথম সারিতে। মহামারীর কবলে পড়া দেশের মানুষ কে কিভাবে অর্থনৈতিক সুবিধা প্রদান করে ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করা যায় সে দিকেই লক্ষ্য স্টেট (STATE BANK OF INDIA) ব্যাঙ্ক অব ইন্ডিয়ার। তার ওপর বিগত কয়েক বছর ধরে আর্থিক মন্দার জেরে দেশের জিডিপি বেশ তলানিতে। তার জেরে ব্যাঙ্কে জমানো সাধারণ গ্রাহক দের গচ্ছিত টাকার ওপর সুদ কমেছে হু হু করে। 

ALSO READ :   দীর্ঘ দিন পর রাজ্যের মাদ্রাসা গুলিতে গ্রুপ-ডি, ক্লার্ক, শিক্ষক নিয়োগ! অফিসিয়াল গ্যাজেট প্রকাশিত হলো

ভেঙ্গে পড়া অর্থনীতির কোপে পড়ে অগত্যা চাকরির বাজারে না ঘুরে তার চেয়ে বরং দেশের বৃহত্তম আর্থিক সংস্থা এসবিআইয়ের এটিএম ফ্র্যাঞ্চাইজি (SBI ATM FRANCHISE ) নিয়ে মাসে মাসে মোটা টাকা কমিশন নেওয়া বেশ ভালো ।  যা থেকে ঘরে বসেই আপনি মাসে মাসে মোটা টাকা আয় করতে পারেন খুব সহজে । এক্ষেত্রে আপনি প্রতি মাসে ৬০০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। ফলে বছরে প্রায় ৭ লক্ষ ২০ হাজার টাকা উপার্জন করা সম্ভব হবে। তবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এ টি এম ফ্র্যাঞ্চাইজি নিতে হলে অবশ্যই আপনাকে কিছু শর্ত পালন করতে হবে । যেমন , 

১)  এস বি আই এটিএম (SBI ATM) স্থাপন করতে গেলে কোনো জনবহুল জায়গায় রাস্তার উপরে নিজস্ব জমি থাকতে হবে। 

২) এমন জায়গায় সেই জমি থাকার প্রয়োজন যেখানে সবসময় মানুষজন দেখতে পায়। অর্থাৎ জনসাধারণের দৃশ্য মানতার মধ্যে ই ওই স্থান টি হওয়া প্রয়োজন । 

৩) এ ক্ষেত্রে ATM এ প্রতি (Transaction) বা লেনদেন পিছু একটা কমিশন দেওয়া হয়। তবে প্রতি মাসে ৩০০ টি লেনদেন সম্পন্ন হলে মোটামুটি সেই কমিশন অনুযায়ী হিসাব করে  প্রতি মাসে প্রায় ৬০,০০০ টাকা পর্যন্ত আয় হতে পারে। 

ALSO READ :   পাঁচ অধ্যাপকের নাম চাইলেন রাজ্যপাল! ঘটনায় অবগত নন শিক্ষামন্ত্রী

৪) তবে এক্ষেত্রে ওই ফ্র্যাঞ্চাইজি নিতে হলে ন্যূনতম ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে।

৫) এটিএম কাউন্টার টি অন্য এটিএম থেকে কমপক্ষে ১০০ মিটার দূরে থাকতে হবে।

৬) ATM কাউন্টারে   ২৪ ঘন্টা  ১ কিলোওয়াট বিদ্যুৎ সংযোগ ও সরবরাহ থাকতে হবে।

ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে (SBI ATM Franchisee) দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এসবিআই কর্ত্তৃপক্ষ । তাই আর দেরি না করে যারা (SBI ATM Franchisee ) নিতে আগ্রহী তারা অতিসত্বর এস বি আই -এর নিকটবর্তী শাখায় যোগাযোগ করুন এখনই। 

★Join Telegram Channel : Click Here

★More Job News : Click Here

TAG – #SBI #ATM #FRANCHISEE # BUSINESS #NEW IDEA

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top