কলকাতা – কথায় বলে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ । ভাঁড়ারের অবস্থা মা ভবানী । তাতে কি এসে যায় ? আর্থিক দৈনতা থাকা স্বত্ত্বেও প্রকল্পের শেষ নেই । রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নতির স্বার্থে ইতিমধ্যেই ১০০ টির ওপর জনমুখি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রকল্প গুলির মধ্যে রয়েছে একাধিক পেনশন প্রকল্প । ঠিক যেমনটি প্রতিবন্ধী ভাতা- বার্ধক্য ভাতা – বিধবা ভাতার মতো সরাসরি আর্থিক সহায়তা । বিগত কয়েক বছর ধরেই এ রাজ্যের কয়েক লক্ষ মানুষ এই প্রকল্প গুলির আওতায় নিয়মিত মাসিক ভাতা পান । WB Govt Pension Scheme
কিন্তু যুগ বদলাচ্ছে , প্রযুক্তির হাত ধরে বদলে ক্রমশ বদলে যাচ্ছে প্রকল্পের ধরণ কিংবা যাবতীয় নিয়ম বিধি । আসলে রাজ্যের অনেক মানুষই এই সকল পেনশন প্রকল্পের নামই শুনেছেন কিন্তু প্রতিবন্ধী – বার্ধক্য – বিধবা ভাতার নিয়ম বিধি সম্পর্কে বিশেষ অবগত নন । তবে অবগত না হলেও প্রকল্পগুলির থেকে আর্থিক সুবিধা নিচ্ছেন অকছর । আবার অনেক সুবিধা ভোগীই আছেন যারা আদতে প্রকল্পগুলির সুবিধা পাওয়ার ক্ষেত্রে আবেদনের যোগ্যই নন । বর্তমান সময়ে সাইবার অপরাধের সাহায্য নিয়ে বেশির ভাগ সুবিধাভোগীরা এই প্রকল্পগুলির আওতায় নিজের নাম নথিভুক্ত করিয়ে রীতিমতো সরকারের ঘর থেকে প্রতিমাসে প্রদেয় ভাতার তালিকায় রয়েছেন ।
এবার যে সে গুড়ে বালি পড়তে চলেছে সে কথা বলাই বাহুল্য । কারণ সম্প্রতি রাজ্যের একাধিক জেলায় ‘লক্ষ্মীর ভাণ্ডারের’ মতো প্রকল্পের ক্ষেত্রেও উঠেছে লাগাম ছাড়া দুর্নীতির অভিযোগ । পাশাপাশি রয়েছে ‘খাদ্যসাথী’ প্রকল্পের আওতায় রেশনে খাদ্য সামগ্রী নেওয়া ভুয়ো রেশন কার্ডধারীর সংখ্যা । অবশ্য সরকারি নজরদারিতে ইতিমধ্যেই রাজ্যের ভুয়ো রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া চলছে পুরোমাত্রায় ।
এবার একধাপ এগিয়ে রাজ্যের মানুষের পেনশন প্রকল্প অর্থাৎ প্রতিবন্ধী ভাতা – বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার বিষয়ে দুর্নীতি আর আর ভুয়ো তালিকা সংশোধনে নজর দিল রাজ্য সরকার । তাই এবার থেকে ভুয়ো ভাতা গ্রহণকারীদের যে পৌষ মাসের মতো সাড়ে সর্বনাশ আসতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা । সম্প্রতি রাজ্য সরকারের তরফে এক নয়া নিয়ম বিধি চালু হয়েছে । কিন্তু কি সেই নয়া নিয়ম বিধি যা না মানলে বন্ধ হয়ে যেতে পারে প্রকৃত সুবিধাভোগীদের মাসিক পেনশন ।
প্রকল্পগুলিতে লাগাম হীন দুর্নীতি রোধে রাজ্য সরকারের তরফে যে নতুন নিয়ম চালু হয়েছে তা হল , এই প্রকলগুলির ক্ষেত্রে আঁধার কার্ড ( AADHAR CARD) সংযুক্ত করণ বাধ্যতা মুলক করেছে সরকার । যদি কোনও উপভোক্তা তার আঁধার কার্ডটি যাবতীয় পেনশন যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা- বিধবা ভাতার ক্ষেত্রে সংযুক্ত না করেন তাহলে আগামী মাস থেকে এই প্রকল্পের অধীনে টাকা বন্ধ হয়ে যেতে পারে পেনশন ভোগী উপভোক্তার ।
Post Office Recruitment : অষ্টম পাশে ফের ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, বেতন 19,900 টাক
তাই আর দেরী না করে স্থানীয় পুরসভা থেকে শুরু করে পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে গিয়ে এখনই এই প্রকল্প গুলি থেকে সুবিধা ভোগীদের দ্রুত আঁধার কার্ড লিংক অর্থাৎ সংযুক্তকরণের নির্দেশ দেওয়া হয়েছে জেলায় জেলায় । সরকারি নির্দেশ না মানলে অচিরেই যে আপনি এই প্রকল্প গুলির আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হতে চলেছেন তা বলাই বাহুল্য । তাই নিয়মিত প্রকল্পের সুবিধা নিতে এখনই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী সরকারি দফতরে ।
written by – Somnath Pal .
More Job News : Click Here
Join Telegram Channel : Click Here
TAG – #AADHAR CARD #LINK #PENSION #PRAKALAPA #WB #GOVT