বিশ্ববিদ্যালয়ে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, রইল বিস্তারিত -WB University Recruitment

 রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের সুসংবাদ। রাজ্যের বিশ্ববিদ্যালয়ে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে, রাজ্যের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। যে সকল চাকরি প্রার্থী উপযুক্ত যোগ্যতা রাখে ও সংশ্লিষ্ট পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। WB University Group D Mali Job Recruitment 

পদের নাম : গ্রুপ ডি -মালি পদে নিয়োগ করা হবে। 

আবেদন পদ্ধতি : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। অফলাইন আবেদন পত্র নিজে বানাতে হবে। সমস্ত রকমের ডিটেইল পূরণ করে আবেদন পত্র তৈরি করতে হবে। 

     

যোগ্যতা : আবেদনকারীকে সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা : Bankura University, Main Campus, Bankura Block-II, P.O- Purndarpur, Bankura, Pin- 722155

ALSO READ :   WB Librarian Job: পশ্চিমবঙ্গে লাইব্রেরিয়ান পদে চাকরি, ৩৭ হাজার টাকা থেকে বেতন শুরু! আজকেই আবেদন করুন

আবেদন জমার শেষ তারিখ : 15 মার্চ 2023। 

Official Notice : Download 

More Job News : Click Here

Join Telegram Channel : Click Here

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top