ডিস্টেন্স (Distance Education) এডুকেশন বা দূরবর্তী শিক্ষা প্রদানের ক্ষেত্রে ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি -র নাম শোনেন নি এমন মানুষ বোধ করি খুঁজে পাওয়া মুশকিল। একেবারে শুরু থেকে আজ পর্যন্ত জাতীয় এই মুক্ত বিশ্ব বিদ্যালয়টি মাথা উচু করে দাঁড়িয়ে আছে তার খ্যাতির জোড়ে । কারণ শুধু আমাদের দেশেই নয় দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি যে সমান ভাবে সমাদৃত তা বলাই বাহুল্য । এবার সেই জাতীয় মুক্ত বিশ্ব বিদ্যালয় অর্থাৎ ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটিতে সরাসরি চাকরির সুযোগ আপনার সামনে । কারণ গোটা দেশ জুড়ে কয়েকশো টাইপিস্ট নিচ্ছে ইন্দিরা গান্ধী (IGNOU) ওপেন ইউনিভার্সিটি ।
সর্বোপরি ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি বলে কথা । তার ওপর শুধু মাত্র টাইপ জানলেই চাকরি । তাই এ সুযোগ হাত ছাড়া না করাই ভালো । ইতিমধ্যেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংশ্লিষ্ট বিশ্ব বিদ্যালয়ের তরফে । এক্ষেত্রে শুধু মাত্র আমাদের রাজ্য অথবা দেশ নয় দেশের বাইরের উপযুক্ত যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন । চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে খোদ রাজধানী অর্থাৎ দিল্লির বুকে ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি সদর দফতরে । তাহলে আসুন প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় বিস্তারিত জানতে চোখ বুলিয়ে নেওয়া যাক নিচের প্রতিবেদনটিতে ।
প্রথমে আসি শূন্য পদ সম্পর্কে –
ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ব বিদ্যালয় (IGNOU) মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক পদে কর্মী নিয়োগের বিষয় উল্লেখ করা হয়েছে । যেমন ,
১) পদের নাম- জুনিওর অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ‘ (Junior Assistant Cum Typist )
শূন্য পদ– উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২০০ টি
বয়স সীমা –
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে । তবে সংরক্ষিত অরতাহত তপশিলি জাতি – উপজাতি এবং ও বিসি এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
মাসিক বেতন –
এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ব বিদ্যালয়ের তরফে প্রতিমাসে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা-
এ ক্ষেত্রে আবেদন কারী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেমন যেকোনো শাখায় গ্র্যাজুয়েট বা স্নাতক হতে হবে তেমনি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষতার পাশাপাশি ইংরাজি এবং হিন্দি ভাষায় মিনিটে ৩৫ থেকে ৪০ টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে ।
কাজের ধরণ–
এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে কাজ করতে হবে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ব বিদ্যালয়ের অধীনে যাবতীয় অফিস কাজ এবং টাইপিং – এর কাজ করতে হবে ।
প্রার্থী নির্বাচন-
এক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রথমে আবেদন পত্র বাছাইয়ের পর আবেদনকারীকে ডেকে নেওয়া হবে অনলাইনে অর্থাৎ (CBT) লিখিত পরীক্ষার জন্য । তারপরের ধাপে রয়েছে কম্পিউটার এবং প্রাসঙ্গিক কাজে দক্ষতা প্রমানের পরীক্ষা । টেস্ট । সবশেষে শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা এবং প্রার্থীর জমা করা নথিপত্র পর্যবেক্ষণের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । এ ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট কাজে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে তার বয়সের প্রমানপত্র, জাতীগত সংশাপত্র, শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড, আঁধার কার্ড, উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র সবই কাছে রাখতে হবে ।
আবেদন পদ্ধতি –
আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে। প্রথমে অনলাইনে সংশ্লিষ্ট বিশ্ব বিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েব সাইট (www.ignou.ac.in ) অথবা (https://ignourecruitment.nta.nic.in ) -এ ঢুকে প্রার্থীকে তার নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে লগ ইন করে আবেদন পত্রটি ডাউন লোড করে নিতে হবে । তারপর ওই আবেদনপত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে । এরপর আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তার নিজের সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি এবং সই (Signature) আপলোড করে আবেদন পত্র টি সাবমিট করতে হবে ।
আবেদন ফী –
সংশ্লিষ্ট পদের মধ্যে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে ১০০০ টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে ৬০০ টাকা আএদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট বিশ্ব বিদ্যালয়ের নামে ।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন – (www.ignou.ac.in) -এ
আবেদনের শেষ তারিখ 20/04/2023
আমরা আছি আপনাদের সঙ্গে চোখ রাখুন bongodhara.com – এ
Official Notice : Click Here
★Join Telegram Channel : Click Here
★More Job News : Click Here
TAG-#JOB #RECRUITMENT #IGNOU #INDIRA GANDHI OPEN UNIVERSITY #TYPIST JOB