বেতন 22,000 ! স্বাস্থ্য দফতরে জেলা ভিত্তিক গ্রুপ-C পদে কর্মী নিচ্ছে রাজ্য সরকার । West Bengal Health Job

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর । এবার রাজ্য স্বাস্থ্য (WB HEALTH)দফতরে  নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক স্বাস্থ্য(HEALTH WORKER) কর্মী। এই মর্মে গত কয়েকদিন আগে  স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট জেলা এবং রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতর (HEALTH &FAMILY WELFARE )। রাজ্যের যেকোনো প্রান্তের কর্ম প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । নিয়োগ হওয়া স্বাস্থ্য কর্মীকে জাতীয় স্বাস্থ্য মিশনের (NHM) নিয়ম মাফিক রাজ্য স্বাস্থ্য দফতরের তত্বাবধানে কাজ করতে হবে  এবার আসুন এক নজরে দেখে  নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ –  Recruitment Notice  No: DHFWS/DPMU/214     Dated – 09/03/2023 

প্রথমে আসি শূন্য পদ সম্পর্কে – 

১) পদের নাম- “ল্যাবরেটরি টেকনিশিয়ান”( LABORATORY TECHNICIAN)

শূন্যপদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা 2 টি ।   

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 40 বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়াআ হয়েছে । 

মাসিক বেতন- 

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে 22,000 টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা- 

প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে পাশাপাশি ল্যাবরেটরি টেকনিশিয়ানের কাজে অভিজ্ঞতা সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও আবেদনকারী প্রার্থীর কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে । 

২) পদের নাম –  কোঅর্ডিনেটর

শূন্যপদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা 1 টি ।   

বয়স সীমা – 

ALSO READ :   রাজ্যে কর্মচারী বিমা নিগমে কর্মী নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে  40 বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়াআ হয়েছে । 

মাসিক বেতন- 

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে 22,000 টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা- 

প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান  শাখায় গ্র্যাজুয়েট বা স্নাতক হতে হবে । পাশাপাশি কম্পিউটার বিষয়ে ডিগ্রীর  সাথে সাথে অভিজ্ঞ এবং মিনিটে 30 টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে । এছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 

৩) পদের নাম- মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার (MULTI REHABILITATION WORKER)

শূন্য পদ- উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা 11 টি  

মাসিক বেতন-

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে 18,000 হাজার টাকা বেতন দেওয়া হবে । 

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 21 থেকে 40  বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 

শিক্ষাগত যোগ্যতা– প্রার্থীকে অবশ্যই ফিজিওথেরাপি বিষয়ে মাষ্টার ডিগ্রীর পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত দু’বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।  

৪ ) পদের নাম- ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজর ” ( VBD TECHNICAL SUPERVISOR)  

শূন্য পদ– উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা 3 টি 

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে 22,000 টাকা বেতন দেওয়া হবে । পাশাপাশি আরও 2 হাজার টাকা করে দেওয়া হবে বিষয় ভিত্তিক কাজের জন্য । 

বয়স সীমা – 

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 21 থেকে 40  বছরের মধ্যে। সংরক্ষিত আসনের ক্ষেত্রে উপযুক্ত ছাড় দেওয়া হয়েছে । 

ALSO READ :   Madhyamik Exam 2023: মাধ্যমিকে নজরদারির দায়িত্বে থাকার দাবি তুলছেন প্যারা টিচাররা!

শিক্ষাগত যোগ্যতা- 

প্রার্থীকে অবশ্যই বায়োলজিক্যাল বিষয়ে সায়েন্স বা বিজ্ঞান শাখায় ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি যান বাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে । 

৫)  পদের নাম- ফার্মাসিস্ট (PHARMACIST)

শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা 1 টি 

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে 22,000 টাকা বেতন দেওয়া হবে । পাশাপাশি আরও 2:হাজার টাকা করে দেওয়া হবে বিষয় ভিত্তিক কাজের জন্য । 

বয়স সীমা – 

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত আসনের ক্ষেত্রে উপযুক্ত ছাড় দেওয়া হয়েছে । 

শিক্ষাগত যোগ্যতা- 

প্রার্থীকে অবশ্যই ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা ধারি হতে হবে । এ ছাড়াও আবেদন কারিকে এ রাজ্যের বাসিন্দা হওয়ার পাসাপাশি বাংলা ভাষায় বিশেষ পারদর্শী হতে হবে । 

কাজের ধরণ- 

এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে রাজ্য স্বাস্থ্য (WB HEALTH ) দফতরের অধীনে জাতীয় স্বাস্থ্য মিশনের (NUHM)  আওতায় কাজ করতে হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক । 

প্রার্থী নির্বাচন- 

এক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রথমে আবেদন পত্র বাছাইয়ের পর আবেদনকারীকে ডেকে নেওয়া হবে কম্পিউটার টেস্টের জন্য । তারপর রয়েছে ইন্টারভিউ ।  সবশেষে শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা এবং প্রার্থীর জমা করা নথিপত্র পর্যবেক্ষণের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । এ ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট কাজে । 

 

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে তার  বয়সের প্রমানপত্র, জাতীগত সংশাপত্র, শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড, আঁধার কার্ড, উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র সবই কাছে রাখতে হবে । 

ALSO READ :   UPSC Civil Service 2023: সিভিল সার্ভিস প্রিলিমসের অ্যাডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি

আবেদন পদ্ধতি – 

আবেদন করতে হবে শুধুমাত্র অফলাইনে। প্রথমে অনলাইনে রাজ্য স্বাস্থ্য দফতর এবং সংশ্লিষ্ট জেলার নির্দিষ্ট ওয়েব সাইট (www.wbhealth.gov.in )  -এ ঢুকে প্রার্থীকে তার নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে লগ ইন করে আবেদন পত্রটি ডাউন লোড করে তার একটি প্রিন্ট কপি করে নিতে হবে । তারপর ওই আবেদনপত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে । এরপর আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তার নিজের সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি সাঁটিয়ে এবং সই (Signature)  করে সকল প্রকার ডকুমেন্টস বা নথি পত্র সহযোগে আবেদন পত্রটি খাম বন্দী অবস্থায় নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট জেলার আধিকারিকের দফতরে পাঠাতে হবে । 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা – Office of the Chief Medical Officer of Health , New Administrative Building , Old OutDoor Campus , PO – Suri, District- Birbhum, Pin – 731101,  West Bengal 

আবেদন ফী –

এক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের 100 টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের 50 টাকা  আবেদন ফী জমা করতে হবে রাজ্য স্বাস্থ্য দফতরের নামে । 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন  – (www.wbhealth.gov.in) অথবা (www.birbhum.gov.in) – এ 

আবেদনের শেষ তারিখ 24/03/2023  

আমরা আছি আপনাদের সঙ্গে,  চোখ রাখুন bongodhara.com – এ 

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড করুন 

More Job News : Click Here

Join Telegram Channel : Click Here

TAG- #WB HEALTH #PUBLIC HEALTH #JOB #RECRUITMENT #HEALTH

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top