ভুমি সংস্কার দফতরে জেলা ভিত্তিক কর্মী নিচ্ছে রাজ্য সরকার, শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই চাকরি -WB Land Department Recruitment

আপনি কি জমি জমা সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন তাহলে এই খবরটি নেহাত আপনার জন্য । আবারও নিয়োগের খবর । এবার কর্মী নিয়োগ হতে চলেছে রাজ্য সরকারের ভুমি ও ভুমি সংস্কার (LAND &LAND REFORMS )  দফতরে । আসলে শিক্ষা থেকে স্বাস্থ্য এমনকি সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দফতরে গত কয়েক বছর যাবত আর্থিক খরা কাটিয়ে ফের কর্মসংস্থানে(GOVT JOB) জোর দিয়েছে রাজ্য সরকার। এবার রাজ্য ভুমি ও ভুমি সংস্কার  দফতরের তত্বাবধানে জেলা ভিত্তিক জমিজমা জরিপ অর্থাৎ মাপজোকের বিষয়ে  কর্মী(RECRUITMENT) নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এই মর্মে গত কয়েকদিন আগে সংশ্লিষ্ট জেলা ও রাজ্য সরকারের ভুমি ও ভুমি সংস্কার দফতর মারফৎ  কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে রাজ্যের যেকোনো প্রান্তের বেকার চাকরি প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।  এবার আসুন সংক্ষিপ্ত আকারে এক নজরে দেখে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ Memo No. 916     Dated- 21/02/2023 

প্রথমে আসি আবেদন পদ্ধতিতে—

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, 

ALSO READ :   রাজ্যে আয়ুশ সমিতিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, অনলাইনে মাধ্যমে আবেদন করুন | Ayush Samity Recruitment 2023

১. গোটা রাজ্যের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন।

২. এক্ষেত্রে  অফলাইনে আবেদন করতে হবে  । আবেদনকারী প্রার্থীকে তার নিজের জীবনী পঞ্জি অর্থাৎ বায়োডাটা (BIO-DATA)  তৈরি করে সমস্ত ডকুমেন্টস সহযোগে সংশ্লিষ্ট আধিকারিকের অফিসে নির্দিষ্ট দিন এবং সময়ের পাঠাতে হবে  । 

৩.প্রথমে আবেদনকারীকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া সংশ্লিষ্ট আবেদন পত্রের অনুকরণে আবেদন পত্র তৈরি করে নিতে হবে সাদা কাগজে টাইপ করে 

৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে 

নিজের নাম——–

বাবার নাম——

— 

বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা——- 

মোবাইল নম্বর………………

জন্ম তারিখ

উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স———

প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা———- 

এ ছাড়াও আবেদনকারী প্রার্থীর কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা আছে কিনা তাও উল্লেখ করতে হবে । পাশাপাশি আবেদন ফর্মের একেবারে ডান দিকে আবেদনকারী প্রার্থীর একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সেঁটে দিতে হবে। সব শেষে আবেদন ফর্মের একেবারে নিচে প্রার্থীর নিজের সই করে তা খাম বন্দি করে সংশ্লিষ্ট জেলার আধিকারিকের দফতরে  দিন জমা করতে হবে।

 

বয়স

এ ক্ষেত্রে আবেদনকারীর প্রার্থীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ এর হিসাবে ৬৪ বছরের মধ্যে ।  

ALSO READ :   রাজ্যের জেলা পরিষদে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২৪ হাজার টাকা

আবেদন ফর্ম অর্থাৎ বায়োডাটার  সঙ্গে প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি জমা করতে হবে সেগুলি হল, 

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র, ইত্যাদি    

এবার আসি শূন্যপদের যাবতীয় বিবরণে- 

পদের নাম – ” আমিন ” (AMIN) 

শূন্য পদের সংখ্যা- ১ টি

মাসিক বেতন- 

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

কাজের ধরণ- 

এক্ষেত্রে নিয়োগ হওয়া প্রার্থীকে রাজ্য ভুমি ও ভুমি সংস্কার দফতরের অধীনে সংশ্লিষ্ট জেলার/ ব্লকের জমি জরিপের কর্মসূচীতে  কাজ করতে হবে । তবে এই নিয়োগটি সম্পূর্ণ রুপে চুক্তি( contractual job) ভিত্তিক । 

যোগ্যতা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে রাজ্য সরকারের ভুমি ও ভুমি সংস্কার দফতরে জমিজমা সম্পর্কিত কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 

উল্লেখিত যাবতীয় পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে নিয়োগ করা হবে এ রাজ্যের নদীয়া জেলার ভুমিও ভুমি সংস্কার দফতরের অধীনে জমি মাপজোক অর্থাৎ জরিপের কাজে । 

ALSO READ :   ৭৫০০ শূন্যপদে কেন্দ্রীয় সরকারের চাকরির বিজ্ঞপ্তি, ৩ মে পর্যন্ত আবেদনের সুযোগ | SSC CGL Recruitment 2023

নিয়োগ পদ্ধতি – 

নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে প্রথমে ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য তারপর প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীর হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে সংশ্লিষ্ট দফতর মারফৎ ।  

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন – www.nadia.gov.in – এ 

আবেদন জানাতে হবে আগামী ১৫ ই মার্চের মধ্যে অর্থাৎ 15/03/2023 

সরকারি চাকরি কিংবা সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প, চটপট আপডেট  পেতে সর্বদা – সর্বত্র চোখ রাখুন bongodhara.com – এ 

Official Notice : Download 

More Job News : Click Here

Join Telegram Channel : Click Here

TAG- #WB JOB #GOVT JOB #LAND AND LAND REFORMS #NADIA

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top