মাত্র ৫০ টাকা আর পেয়ে যান ৫ লাখ টাকা , এখনই নাম লেখান পোস্ট অফিসের এই স্কিমে

 ব্যাঙ্ক হোক কিংবা অন্য কোনও আর্থিক সংস্থা ভারতীয় পোস্ট অফিসের  স্কিমকে টেক্কা দেবে কে?  আসলে বহুকাল আগে থেকেই বিনিয়োগকারীদের মাথাব্যথার কারণ একটাই। সেটি হল  কোথায় বিনিয়োগ করলে ভালো হবে কিংবা এককালীন বিনিয়োগ(investment) নাকি ক্ষেপে ক্ষেপে টাকা বিনিয়োগ বেশি লাভ জনক বুঝে ওঠা দায়। কারণ বাজারে এখন হাজার রকমের ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে হাজির একগুচ্ছ সংস্থা। কারা কটা বেশি দেবে আর কারা কটা কম নেবে তাই নিয়েই প্রতিযোগিতার পালা। তবে বিনিয়োগকারী অর্থাৎ ইনভেস্টকারীরা অবশ্য বিনিয়োগের আগে সব দিক খতিয়ে দেখেই বিনিয়োগ করেন।

সম্প্রতি আন্তর্জাতিক বাজারে বেসামাল অর্থনীতির চাপে ভারতীয় বাজার বেশ তলানিতে। দেশের জিডিপির হাল ক্রমশ নিম্নগামি। তথাপি দেশের সাধারণ মানুষকে অর্থনৈতিক ভাবে বুনিয়াদি এবং সুদৃঢ় করতে  ভারতীয়(Indian Post office scheme) ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান পোষ্ট অফিসের কোনও বিকল্প নেই। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত অবশ্য এমনটাই। কারণ খোদ ভারত সরকারের সংস্থা বলে কথা। তবে শুধুমাত্র সাম্প্রতিক সময়ে নয় , একেবারে স্বাধীনতার শুরু থেকে আজ পর্যন্ত গোটা দেশের মানুষের স্বার্থে একাধিক জনকল্যান মূলক ইনভেস্টমেন্ট স্কিম নিয়ে হাজির হয়েছে ইন্ডিয়ান পোস্ট(Indian Post Office) অফিস। গত কয়েক দশক ধরে অবশ্য পোস্ট অফিসে ভাঁটার টান পড়ে। কিন্তু বিগত কয়েক বছর ধরে ফের একবার স্বমহিমায় দেশের মানুষের সামনে অবতীর্ণ হয়েছে  ভারতীয় ডাক বিভাগ। তবে দেশের বিনিয়োগকারীদের কাছে এখনও পর্যন্ত বিনিয়োগের বিশ্বস্ত প্রতিষ্ঠান ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিস। কারণ আমানতের ক্ষেত্রে ব্যাঙ্ক হোক কিংবা অন্য কোনও আর্থিক সংস্থা কে বহুকাল আগেই পিছনে ফেলে দিয়েছে পোস্ট অফিসের একাধিক স্কিম। 

ALSO READ :   ভারতীয় আয়কর বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, মাসিক বেতন 40 হাজার টাকা | Income Tax Department Recruitment 2023

যেমন ধরা যাক পিপিএফ অ্যাকাউন্টের কথা । আবার যেমন রয়েছে জি পি এফ অ্যকাউন্ট । আসলে জিপিএফ অর্থাৎ জেনারেল প্রবিডেন্ট ফান্ড আর পিপিএফ অর্থাৎ পাবলিক প্রবিডেন্ট ফান্ড । তফাৎ শুধু একটাই। পিপিএফ গোটা দেশের সাধারণ মানুষের জন্য আর জিপিএফ শুধুমাত্র সরকারি চাকুরি জীবীদের জন্য। পিপিএফে যে কোনও বিনিয়োগকারী টাকা গচ্ছিত রেখে মেয়াদ শেষে সরকারের ঘর থেকে সুদ সহ  মোটা টাকা রিটার্ন পান। 

 তবে বেতনভোগী কর্মীদের অনেকেই পোস্ট অফিস পিপিএফ-কে বিনিয়োগ এবং অবসরকালীন সঞ্চয় গড়ার পদ্ধতি হিসাবে বেছে নেন। কারণ এতে যে শুধু ভবিষ্যতের জন্য ব্যবস্থা করা হয়, তাই নয়। এই স্কিমটি 80C ধারার অধীনে পড়ে। ফলে এই স্কিমের মাধ্যমে প্রতি অর্থবর্ষে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় পেয়ে যাবেন। পাসাপাশি পোস্ট অফিসে গিয়ে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে ন্যূনতম আমানত লাগে মাত্র ৫০০ টাকা ।  অ্যাকাউন্ট সক্রিয় বা সচল রাখতে আমানতকারিকে প্রতি অর্থবর্ষে এই ন্যূনতম ৫০০ টাকা করে দিতেই হবে। এই স্কিমে সুদের পরিমান 

এই স্কিমের আওতায় দেশের যে কোনও ব্যক্তি  মাসে মাত্র ১০০ টাকা বিনিয়োগ করলেই মেয়াদ শেষে মোটা টাকা রিটার্ন পাবেন।  কারণ পোস্ট অফিসের এই স্কিমে ভারত সরকার প্রতি তিন মাস অন্তর আপনার জমানো টাকার ওপর সুদ প্রদান করে। পরে ওই সুদের সঙ্গে আসল টাকা জমা হয়ে মোট টাকার ওপর তিন মাস পর আবার সুদ। এই ভাবে দীর্ঘ মেয়াদি হারে চক্রবৃদ্ধি সুদে টাকার পরিমাণ বাড়তে থাকে । এই স্কিমে সুদের পরিমান বারশিক ৭.১ শতাংশ । 

ব্যবসা আপনার টাকা দেবে সরকার , সরকারি সাহায্যে এখনই শুরু করুন এই ব্যবসা, আয় করুন প্রচুর অর্থ- New Business Idea 

এক্ষেত্রে ওই ব্যক্তির টাকা সম্পূর্ণ কর মুক্ত অর্থাৎ ট্যাক্স ফ্রী। তবে এই স্কিমটির মেয়াদ ১৫ বছর ।   এমনকি কোনও বিনিয়োগকারী যদি মনে করেন তার জমানো টাকার ওপর ঋণ নেবেন সে ক্ষেত্রে তিনি এই স্কিমের আওতায় লোন অর্থাৎ ঋণও নিতে পারবেন। নুন্যতম ১৮ বছর বয়সী যেকোনো ব্যক্তি গোটা দেশের পোস্ট অফিসের যেকোনো শাখায় এই স্কিমে টাকা বিনিয়োগের সুবিধা পাবেন। 

তাহলে এক নজরে একটি উদাহরণের মধ্যে দিয়ে দেখে নেওয়া যাক এই স্কিমের আওতায় সঞ্চয়ের পাকাপাকি হিসাব সম্পর্কে – 

ALSO READ :   রাজ্যে নন - টিচিং স্টাফ নিয়োগ! মাসিক বেতন ১৯ হাজার টাকা

ধরা যাক কোনও ব্যাক্তি দৈনিক ৫০ টাকা করে যদি সঞ্চয় করেন । তাহলে ওই ব্যক্তির মাসিক সঞ্চয়ের পরিমান গিয়ে দাঁড়াবে  ১৫০০ টাকা । এক বছরে ওই ব্যাক্তির জমাকৃত সঞ্চয়ের  পরিমান হবে ১৮ হাজার ২৫০ টাকা । আমানতের মেয়াদ অনুযায়ী ১৫ বছরে ওই ব্যাক্তির জমাকৃত অর্থের পরিমান গিয়ে দাঁড়াবে ২ লক্ষ ৭৩ হাজার ৭৫০ টাকায় । এক্ষেত্রে ওই জমানো টাকার ওপর বার্ষিক ৭.১ শতাংশ হারে  সুদের পরিমাণ ২ লক্ষ ২১ হাজার ২১৫ টাকা । তাহলে ওই ব্যাক্তি মেয়াদ শেষে পাবেন ৪ লক্ষ ৯৪ হাজার ৯৬৫ টাকা । তবে পিপিএফ (PPF)  অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনও ব্যাক্তি বছরে সরবাধিক ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত জমা করতে পারবেন ।     

এক কথায় স্বল্প অর্থাৎ ক্ষুদ্র সঞ্চয়ের ক্ষেত্রে পোস্ট অফিসের  জুড়ি মেলা ভার। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন,  তাই আর দেরি না করে নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করাই ভালো। কারণ বর্তমানের এই ক্ষুদ্র সঞ্চয় আপনার ভবিষ্যৎ জীবন কে আর্থিক ভাবে নিরাপদ করতে পারে বিলক্ষণ। 

written by – Somnath Pal . 

ALSO READ :   কৃষি দপ্তরের অধীনে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৬০,০০০ টাকা

More Job News : Click Here

Join Telegram Channel : Click Here

TAG – #POST OFFICE #SCHEME #PPF #ACCOUNT

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top