
গত বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। সেদিনই অপেক্ষাকৃত দুর্বল ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন তাঁর আশ্বাস, ‘কোনও পরীক্ষা খারাপ হলে আমরা দেখে নেব।’
রাজ্যের শিক্ষাক্ষেত্রে পরপর দুর্নীতির কথা জানা যাচ্ছে। প্রাইমারী শিক্ষকদের নিয়োগ পরীক্ষা টেটে চূড়ান্ত দুর্নীতি হওয়ায় অযোগ্য ব্যক্তিরা চাকরি পেয়েছেন, এই অভিযোগ তোলেন কিছু যোগ্য পরীক্ষার্থী। এই মামলাটি বর্তমানে হাইকোর্টের বিচারাধীন। দুর্নীতি হয়েছে গ্রুপ ডি কর্মী নিয়োগ প্রক্রিয়াতেও। এই মামলাটির শুনানিও হচ্ছে আদালতে। ইতিমধ্যেই বহু গ্রুপ ডি ব্যক্তির চাকরি বাতিল করেছে কোর্ট। রাজ্যে চাকরি এবং শিক্ষা ক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থার মধ্যেই আবার দুর্বল পড়ুয়াদের উদ্দেশ্যে ‘পাশে আছি’ বার্তা মমতার।
মাধ্যমিক পরীক্ষার ফল বেরোলে যেসব ছাত্রছাত্রীরা কম নম্বর পাবেন বা ফেল করতে পারেন, তাদের সমস্যার সমাধানে এবার আগেভাগেই আশ্বাস দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন- ‘মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকসহ সমস্ত পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা রইল। তারা ভালো করে এগোক। ভালো পরীক্ষা দিক। মন খারাপ করার কোনও কারণ নেই। সব পরীক্ষা যে ভালো হবে তার কোনও মানে নেই। কোনও পরীক্ষা যদি খারাপ হয়, কঠিন হয়, আমাদের নলেজে আসবে। আমরা সেরকম দেখে নেব। আমি বাচ্চাদের অলওয়েজ ভালোবাসি। আমি চাই যে তারা সসন্মানে এগিয়ে যাক।’
তবে সবাই কিন্ত ভালোভাবে গ্রহণ করেনি এই বক্তব্য। যেমন মুখ্যমন্ত্রীর মন্তব্যে আপত্তি জানিয়েছেন শিক্ষকমন্ডলীর একাংশ। মুখ্যমন্ত্রীর বক্তব্য ধোঁয়াশা তৈরী করেছে অনেকের মনেই। তাদের প্রশ্ন, ‘পরীক্ষা খারাপ হলে দেখে নেব বলতে কী বার্তা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী’?
প্রসঙ্গত, গত কয়েক বছরে অতিমারী পরিস্থিতি থাকায় পড়ুয়াদের সুবিধার্থে সরকারের পক্ষ থেকে করানো হয়েছে ঢালাও পাশ। এর ফলে এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৪ লক্ষ কমেছে। এমতাবস্থায় দাঁড়িয়ে শিক্ষকদের একাংশের প্রশ্ন, এমনিতেই স্কুলে স্কুলে ভুয়ো এবং অযোগ্য ব্যক্তিদের শিক্ষক হিসেবে ঢুকিয়ে শিক্ষকদের ভাবমূর্তিকে কলুসিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
এবার কি গায়ের জোরে সবাইকে পাশ করিয়ে দিয়ে স্কুলগুলোর গরিমাও শেষ করে দিতে চান তিনি? অনেকের অভিমত, এমনটাই যদি করা হয়, তাহলে পরীক্ষা ব্যবস্থাটি সম্পূর্ণরূপে উঠিয়ে দিলেই পারেন মুখ্যমন্ত্রী!
রাজ্য ও কেন্দ্র সরকারের নতুন চাকরির আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান।
💡 আরো গুরুত্বপূর্ণ আপডেট: Click Here