মাধ্যমিক পাশে কেন্দ্র সরকারের অধীনে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি -Central Govt Group C Recruitment

আপনি কি মাধ্যমিক -উচ্চ মাধ্যমিক পাশ, সরকারি চাকরি করতে চান ? তাহলে আর এক মুহূর্ত সময় নষ্ট করবেন না ।  কারণ এবার বেশ কয়েকটি পদে কর্মী নিয়োগ করা হবে ভারত সরকারের অধীনে । বিশেষ করে এ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এই নিয়োগের খবরটি বাড়তি পাওনা  । সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারতী সরকারের সংশ্লিষ্ট দপ্তর মারফৎ ।   তবে এ রাজ্য ছাড়াও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন  দেশের যে  কোনও প্রান্তের  কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে উত্তর পূর্বের পার্বত্য এলাকার সেনা ক্যাম্পে । এ ক্ষেত্রে নিযুক্ত হবেন চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা।  তাই দেরি না করে সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদন করতে চাইলে নিচের প্রতিবেদন টিতে চটপট চোখ বুলিয়ে নিন আর দ্রুত সেরে ফেলুন আবেদন প্রক্রিয়া । ADVERTISEMENT NOTICE NO : 01/2023

প্রথমেই আসা যাক শূন্য পদে্র বিষয়ে –

এক্ষেত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মূলত কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি লেবেলের কর্মী পদে নিয়োগ করা হবে । মূলত তিনটি পদের ক্ষেত্রেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে । সংশ্লিষ্ট পদ গুলি হল , 

১) ‘ স্টেনোগ্রাফার ‘  (Stenographer)

২) ‘ লোয়ার ডিভিশন ক্লার্ক ‘ (Lower Division Clerk)

৩) ‘ ম্যাসেঞ্জার ‘  (Masssenger) 

শূন্য পদ- 

প্রত্যেকটি পদে আলাদা আলাদা ভাবে একটি করে উল্লেখিত পদ গুলিতে মোট শূন্য পদের সংখ্যা ৩ টি    । 

ALSO READ :   ফের জেলা ভিত্তিক অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি, অষ্টম ও মাধ্যমিক পাশে -WB ICDS Anganwari Recruitment

   

মাসিক বেতন- 

সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে নিযুক্ত কর্মীকে কেন্দ্র সরকারের গ্রুপ সি পদ অনুযায়ী সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন কাঠামো অনুযায়ী সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে  বেতন  বেতন দেওয়া হবে । এছাড়াও রয়েছে যাবতীয় সরকারি সুযোগ সুবিধা । এ ক্ষেত্রে , 

স্টেনোগ্রাফার পদে নিযুক্ত জওয়ান কে  প্রতিমাসে ২৫,১০০ থেকে ৮১,১০০ টাকা , 

লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিযুক্ত কর্মীকে প্রতিমাসে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা এবং 

ম্যাসেঞ্জার পদে নিযুক্ত কর্মীকে প্রতিমাসে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা বেতন দেওয়া হবে । 

বয়স সীমা – 

উল্লেখিত দুটি পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে  ১৮ থেকে ২৫ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের  যেমন , তপশিলি জাতি – উপজাতি , ওবিসি এবং অন্যান্য সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 

শিক্ষাগত যোগ্যতা – 

সংশ্লিষ্ট পদ গুলির মধ্যে ‘ স্টেনোগ্রাফার ‘এবং ‘ লোয়ার ডিভিশন ক্লার্ক ‘ পদে  আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । এ ছাড়াও এই দুটি পদের জন্য আবেদনকারী প্রার্থীকে  স্টেনোগ্রাফি  এবং টাইপিং -য়ের বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হওয়ার পাশাপাশি কম্পিটার বিষয়ে পারদর্শী হতে হবে । অন্যদিকে ‘ ম্যাসেঞ্জার ‘  পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নুন্যতম মাধ্যমিক পাশ হলেই চলবে ।  এ ছার সব কয়তি পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থিদের শারীরিক ভাবে একশো শতাংশ সুথ্য এবং সবল হতে হবে । 

ALSO READ :   NTA | প্রকাশ হলো UGC NET পরীক্ষার দিনক্ষণ! কবে কোন পরীক্ষা? জানুন বিস্তারিত

আবেদন পদ্ধতি- 

সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অফলাইনে আবেদন করতে হবে । প্রথমে আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট দফতরের  ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে তার একটি প্রিন্ট কপি করে নিতে হবে । তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে আবেদনকারী প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য  পূরণ করে আবেদন পত্রটি খাম বন্দি করে ডাক যোগে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে যথাযোগ্য ঠিকানায় পাঠাতে হবে । এ ছাড়াও আবেদনকারী প্রার্থী ঠিক কোন পদের জন্য আবেদন করছেন তা আবেদন পত্রের খামের ওপর নির্দিষ্ট ভাবে উল্লেখ করতে হবে ।  

৫। আবেদন ফর্মে প্রার্থীর নাম, 

আবেদনকারীর পিতার নাম, 

স্থায়ী বাসস্থানের ঠিকানা, 

বয়স, 

শিক্ষাগত যোগ্যতা, 

আঁধার কার্ড নম্বর

ইমেল আইডি এবং 

ফোন নম্বর উল্লেখ করতে হবে। 

৬।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দিতে দিতে হবে।

৭। সব শেষে নিজের সই( SIGNATURE)  করে তা আবেদন পত্রটি খাম বন্দি অবস্থায় নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে । 

নিয়োগ পদ্ধতি-

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রথমেই দিতে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা। এরপর আবেদনকারী প্রার্থীকে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য । লিখিত পরীক্ষায় সফল এবং যোগ্যদের পরবর্তী ধাপে ডেকে নেওয়া হবে প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতা প্রমানের পরীক্ষায়  এরপর রয়েছে মেডিক্যাল অর্থাৎ স্বাস্থ্য এবং শারীরিক মাপজোকের পরীক্ষা। সব শেষে প্রার্থীর জমা করা নথি ভেরিফিকেশনের পর চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে ভারতীয় সেনা বাহিনী মারফৎ । লিখিত এবং অন্যান্য যাবতীয় পরীক্ষার সময় সূচি সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রার্থীকে সঠিক সময়ে জানিয়ে দেওয়া হবে । 

ALSO READ :   রাজ্যের স্কুলে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন

নিয়োগকারী সংস্থা ও নিয়োগের স্থান  – 

এ ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের ভারত সরকারের প্রতিরক্ষা (Defence Ministry) মন্ত্রকের তত্বাবধানে ভারতীয় (Indian Army) সেনাবাহিনীর অধীনে দেশের উত্তর- পূর্ব  পার্বত্য বিশেষ করে পশ্চিমবঙ্গের দার্জিলিং এলাকায় সেনা ছাউনিতে নিয়োগ করা হবে । 

 

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

১) বয়সের প্রমান পত্র 

২) শারীরিক সুস্থতার প্রমান পত্র 

৩) জাতীগত সংশাপত্র 

৪) আঁধার কার্ড / ভোটার কার্ড

৫)  শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র 

৬) বাসস্থানের প্রমান পত্র 

৭) তিন কপি পাসপোর্ট সাইজের ছবি , ইত্যাদি 

 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা – To The Colonel (General Staff), Headquarters 111 Sub

Area, Bengdubi Military Station, Post Office – Bengdubi, District- Darjeeling, PIN-734424

উল্লেখিত পদ গুলিতে দ্রুত আবেদন জানাতে বলা হয়েছে সংশ্লিষ্ট দফতর মারফৎ  ।  

চাকরির সঠিক খবর  , সবার আগে পেতে  নজর রাখুন bongodhara.com-এ 

written by – Somnath Pal . 

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড 

TAG-  #JOB NEWS #GOVT JOB #RECRUITMENT #ARMY

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top