মাসিক বেতন 20,000! রাজ্যে বিশ্ববিদ্যালয়ে ‘ ডাটা এন্ট্রি অপারেটর ‘পদে নিয়োগের বিজ্ঞপ্তি -WB Data Entry Operator Recruitment

 পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য ফের সুসংবাদ। রাজ্যের বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সি লেভেলের একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। এমনকি পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে এই নিয়োগ সম্পূর্ণ চুক্তি ভিত্তিক হবে। তবে কাজের প্রয়োজন ও পার্ফরমেন্স দেখে কাজের মেয়াদ বাড়াতে পারে। যে সকল প্রার্থী আগ্রহী তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। WB University Data Entry Operator Recruitment 

পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর ( Data Entry Operator) 

শূন্যপদ সংখ্যা – একাধিক 

কীভাবে আবেদন করতে হবে : 

ডাটা এন্ট্রি অপারেটর পদে যে সমস্ত প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইন আবেদন করতে একটি প্লেন কাগজে কিংবা বায়োডাটা (CV) প্রস্তুত করে জমা করতে হবে। মনে রাখতে হবে সেটি একটি আবেদন পত্রের সমতুল্য হতে হবে। 

আবেদন পত্রে যে যে বিষয় উল্লেখ করতে হবে : 

ALSO READ :   জেলা আদালতে ক্লার্ক ও পিয়ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি, তাড়াতাড়ি আবেদন করুন -Government Of West Bengal Job

নাম……

বয়স…..

জন্ম তারিখ…. 

লিঙ্গ…. 

বর্তমান ঠিকানা….. 

স্থায়ী ঠিকানা……. 

মোবাইল নম্বর…. 

ইমেইল এড্রেস….. 

শিক্ষাগত যোগ্যতা…… 

অভিজ্ঞতা…….. 

বর্তমান কাজের ডিটেইলস…… 

প্যান নং……..

আধার…… 

আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে :

1.বয়সের প্রমাণ 

2. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস 

3. জাতিগত সংশয় পত্র ( যদি থাকে) 

4. অভিজ্ঞতা সার্টিফিকেট

5. বর্তমান কাজের প্রমাণ ( যদি থাকে) 

6. অন্যান্য ডকুমেন্টস 

নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী নিয়োগ করা হবে। 

বয়সসীমা : আবেদনকারীর বয়স হতে হবে 40 বছরের মধ্যে। 

মাসিক বেতন : প্রতিমাসে 20,000 টাকা দেওয়া হবে। 

শিক্ষাগত যোগ্যতা : গ্রেজুয়েট অনার্স / BCA /B.Sc. সঙ্গে আইটিআই পাশ করতে হবে 55 শতাংশ নিয়ে। এছাড়াও কম্পিউটার এডভান্স নলেজ থাকতে হবে। 

আবেদনের শেষ তারিখ : বিজ্ঞপ্তি প্রকাশের 15 দিনের মধ্যে আবেদন করতে হবে অর্থাৎ 13 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে। 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে আবেদন করতে পারবে –

Official Notice : Download 

★Join Telegram Channel : Click Here

ALSO READ :   মাধ্যমিক রেজাল্ট 2023: মে মাসেই মাধ্যমিকের রেজাল্ট! ঘোষণা হয়ে গেল তারিখ

★More Job News : Click Here

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top