যাদবপুরে JRF পদে চাকরি (অফিসিয়াল বিজ্ঞপ্তি), ৩১ হাজার টাকা মাসিক বেতন | Jadavpur University JRF Recruitment

Jadavpur University JRF Recruitment

রাজ্যের যাদবপুর (কোলকাতা) বিশ্ববিদ্যালয়ে জুনিয়র রিসার্চ অর্থাৎ ফেলো JRF পদে নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে শেষ অবধি প্রতিবেদনটি পড়ুন।

যে পদে নিয়োগ হবে

জুনিয়র রিসার্চ ফেলো বা সংক্ষেপে JRF.

বেতনক্রম

প্রথম 24 মাসের জন্য 31,000+ HRA 24% মিলবে। তারপর থেকে 35,000+ HRA 24% দেওয়া হবে।

যে প্রোজেক্টে নিয়োগ করা হবে

“Early Detection of Alzheimer’s Disease using Machine Learning Algorithms” একটি কেন্দ্রীয় সরকারের ফান্ডেড প্রোজেক্ট। এখানে JRF পদে নিয়োগ হবে।

প্রোজেক্টের সময়সীমা

36 মাস বা প্রোজেক্ট শেষ হবার সময়, যেটা তাড়াতাড়ি হবে, সেই হিসেব করে প্রোজেক্ট শেষ হবে।

দরকারি শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করতে গেলে প্রার্থীর যা যা শিক্ষাগত যোগ্যতা লাগবে, তা হল:
M.E./ M. Tech করে থাকতে হবে Electronics and Communication Engineering / Instrumentation & Electronics Engineering/Computer Science Engineering এর মধ্যে কোনও একটিতে। সাথে থাকতে হবে অন্তত 75% নম্বর।
এরই সাথে যদি কোনো প্রার্থী GATE/NET পাশ করে থাকেন, তবে তাঁরা এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। 

ALSO READ :   রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে স্টাফ নিয়োগ! দেখুন কিভাবে করবেন আবেদন

মোট শূন্যপদের সংখ্যা

এখানে কেবলমাত্র 1 টিই শূন্যপদ আছে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের দিন আবেদন ফর্মটি নিয়ে নির্দিষ্ট ঠিকানায় হাজির হতে হবে।

ইন্টারভিউ এর তারিখ: 13.03.2023 তারিখে ইন্টারভিউ হবে। 

ইন্টারভিউয়ের স্থান: Conference Room (2nd Floor), Department of Instrumentation and Electronics Engineering, Jadavpur University Salt Lake Campus, Block LB, Plot No. 8. Salt Lake City. Salt Lake Bypass, Kolkata-700 106

ইন্টারভিউয়ের সময়: বেলা 12 টা থেকে ইন্টারভিউ আরম্ভ হবে।

আবেদন পদ্ধতি

এখানে আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই। আবেদনকারীকে 50 টাকা দিয়ে ইউনিভার্সিটির ‘Information Section’ দিয়ে আবেদন ফর্মটি কিনতে হবে। সেখানে থাকা সকল প্রকার কলাম নিজের যাবতীয় তথ্যাদি দিয়ে পূরণ করতে হবে।
নিজের শিক্ষাগত যোগ্যতার নথি জেরক্স করে সেই আবেদন ফর্মের সাথে জুড়ে দিতে হবে।

নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি ফর্মের সাথে আটকে দিতে হবে। এরপরে একটি খামে ভরে ইন্টারভিউ হলে নিয়ে যেতে হবে।

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

আরো আপডেট 👇👇 

ALSO READ :   মাসিক বেতন 19,900 তে ফের পোস্ট অফিসে GR-C পদে অসংখ্য নিয়োগ শুরু -India Post office Recruitment

💡 রাজ্যের KMC-তে ২৫ হাজার টাকা মাসিক বেতনে চাকরি

💡 18 হাজার টাকা বেতনে রাজ্যে প্রধানমন্ত্রীর প্রকল্পে চাকরি

💡 মেয়েদের ঋতুকালীন ছুটি দিচ্ছে এই দেশ!

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top