রাজ্যের আরো একটি জেলাতে লাইব্রেরিয়ান নিয়োগ, বেতন শুরু 22 হাজার 700 টাকা (Apply Online)

Librarian Recruitment in Murshidabad District

রাজ্যের পাবলিক লাইব্রেরিগুলি লাইব্রেরিয়ান নিয়োগ হয়নি বহুকাল। তবে রাজ্য সরকারের তরফে এবার উদ্যোগ নিয়ে রাজ্যের 23 টি জেলার পাব্লিক, ব্লক এবং গ্রামীণ লাইব্রেরি গুলিতে মোট 738 টি পদে লাইব্রেরিয়ান নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

নিয়োগ প্রক্রিয়ার একেবারে শুরুতে গত এপ্রিল মাস থেকে জেলায় জেলায় লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এবার দ্বিতীয় জেলা হিসেবে মুর্শিদাবাদের পাবলিক লাইব্রেরিতে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নীচে আবেদন পদ্ধতি, যোগ্যতা ইত্যাদি সকল বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

নোটিশ নং – 175/DLO-MSD/23

নোটিশ প্রকাশের তারিখ – 22.05.2023

যে পদে নিয়োগ হবে

লাইব্রেরিয়ান (Librarian) পদের নিয়োগ করা হবে। (মুর্শিদাবাদ জেলার যেসব স্পন্সরড পাবলিক লাইব্রেরির গ্রামীণ লাইব্রেরির স্ট্যাটাস আছে, সেগুলিতে লাইব্রেরিয়ান পদে প্রার্থী নিয়োগ করা হবে)।

মোট শূন্যপদ

এখানে মোট 36 টি শূন্যপদ রয়েছে।

দরকারি শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের- 

(1) উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

(2) Library & Information Science এ পাশ সার্টিফিকেট থাকতে হবে। অথবা Library & Information Science এ ব্যাচেলর ডিগ্রি করা থাকলেও প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

ALSO READ :   মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশে সেরা ১০ টি চাকরির খবর! এক্ষুনি আবেদন করুন

(3) বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।

(4) বাংলা ভাষাতে জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা

18 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 01.01.2023 তারিখ অনুযায়ী বয়সের হিসেব করতে হবে। 

মাসিক বেতন

এখানে নিয়োগ পাওয়া প্রার্থীদের মাসিক 22,700 – 58,500 টাকা এবং রাজ্য সরকারের অন্যান্য ভাতার সুবিধা দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

  • এখানে লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
  • এখানে মোট 50 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।
  • পরীক্ষাতে English & Bengali language, General Awareness, Arithmetic, Library & Information Science বিষয়ে প্রশ্ন থাকবে।
  • অপরদিকে, কম্পিউটার টেস্টটি হবে 10 নম্বরের।

আবেদন পদ্ধতি

এখানে অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://lib.recruitmentmurshidabad.in এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের যাবতীয় তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করে সাবমিট করতে হবে।

আবেদন করার সুবিধার জন্য Official Application Link নিচে দেওয়া হয়েছে। ওই লিংকেক্লিক করেই আপনি সরাসরি আবেদন করতে পারবেন। 

ALSO READ :   SSC GD: প্রকাশ পেল SSC GD পরীক্ষার 'অ্যানসার কি'! কিভাবে দেখবেন? জেনে নিন

আবেদনের সময়সীমা

এই লাইব্রেরিয়ান পদের জন্য এখানে 15/06/2023 তারিখের 11.59 pm পর্যন্ত আবেদন করা যাবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top