
পশ্চিমবঙ্গের নদীয়া জেলার জুভেনাইল জাস্টিস বোর্ড (Juvenile Justice Board) থেকে আরো নতুন চাকরির নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার ছেলে-মেয়ে সকলের জন্যই এই চাকরি। এখানে মূলত গ্রুপ-সি (Group-C) পদে নিয়োগ করা হচ্ছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে এমনটাই জানা গিয়েছে।
আপনিও যদি এই চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই বিজ্ঞপ্তি অনুযায়ী দেওয়া নিয়োগের তথ্যগুলি একবার হলেও ভালো করে নিন। তারপর আপনার নিজের যোগ্যতা এবং ইচ্ছা অনুযায়ী আবেদন করুন। আবেদন প্রক্রিয়া সহ নিয়োগের বিস্তারিত বিষয়াদি নিচে পরপর জানিয়ে দেওয়া হয়েছে।
WB Juvenile Justice Board Group C Recruitment
নিয়োগের নোটিশ নামো নম্বর (1): 119 (35)/DCPU-N
নিয়োগের নোটিশ নামো নম্বর (2): 120 (35)/DCPU-N
নোটিশ প্রকাশের তারিখ: 03/02/2023
আবেদন করার মাধ্যম: অফলাইনে আবেদন করতে হবে।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে:
(1) অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এনট্রি অপারেটর (Assistant-cum Data Entry Operator)
(2) কাউন্সেলর- মহিলা (Counsellor- Female)
পদ অনুযায়ী মাসিক বেতন:
(1) অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এনট্রি অপারেটর– এই পদের জন্য প্রতি মাসে 12,000 টাকা বেতন দেওয়া হবে।
(2) কাউন্সেলর- এই পদের জন্য প্রতি মাসে 19,250 টাকা বেতন দেওয়া হবে।
চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা:
(1) অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এনট্রি অপারেটর
- উচ্চ মাধ্যমিক পাস (HS) করতে হবে।
- কম্পিউটার চালানোর জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার চালানোর ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
(2) কাউন্সেলর-
- সাইকোলজি/ সোশ্যাল সায়েন্স/ সোশ্যাল ওয়ার্ক বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ করতে হবে।
- কম্পিউটার এর জ্ঞান (Knowledge of Computer) থাকতে হবে।
- সেই সঙ্গে চাইল্ড ওয়েলফেয়ার (Child Welfare) ফিল্ডে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির জন্য বয়স সীমা:
(1) অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এনট্রি অপারেটর- এই পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স 18-35 বছরের মধ্যে থাকতে হবে।
(2) কাউন্সেলর- এই পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স 24-40 বছরের মধ্যে থাকতে হব।
পদ অনুযায়ী শূন্যপদ:
(1) অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এনট্রি অপারেটর- 1 টি (UR)
(2) কাউন্সেলর- 1 টি (UR)
নিয়োগ প্রক্রিয়া:
অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এনট্রি অপারেটর এবং কাউন্সেলর উভয় পদের নিয়োগ প্রক্রিয়া একই-
- লিখিত পরীক্ষা- 80 নম্বর
- কম্পিউটার টেস্ট- 10 নম্বর
- মৌখিক পরীক্ষা (Viva-voce)-10 নম্বর।
নিয়োগের স্থান:
নদীয়া জেলার ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ DM অফিসের অধীনে নিয়োগটি করা হবে।
চাকরির ধরন:
সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল (Contractual) বেসিসের চাকরিতে এই নিয়োগটি করা হবে।
আবেদন প্রক্রিয়া:
(1) অফলাইনে একটি ফর্ম ফিল আপ করে তা নির্দিষ্ট ঠিকানায় ড্রপ বক্সে জমা দিয়ে প্রত্যেক আবেদনকারী প্রার্থীদের আবেদন করতে হবে।
(2) আবেদন করার ঐ ফর্মটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে। প্রতিদিনকার মতো আজকেও আমাদের এই পেজের নিচের আবেদন করার ফর্ম তথা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিংক দেওয়া হয়েছে। লিঙ্কে ক্লিক করলেই এটি ডাউনলোড করতে পারবেন।
(3) অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন করার ফর্মটি প্রিন্ট করে নিতে হবে। তারপর ওই ফর্মটি আবেদনকারীকে তার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, কোন পদের জন্য আবেদন করা হচ্ছে ইত্যাদি তথ্য সঠিকভাবে দিয়ে ফিল আপ করতে হবে।
(4) তারপর ফিল আপ করা ওই ফর্মটির সাথে দরকারি সমস্ত ডকুমেন্টস এর জেরক্স গুলি জুড়ে দিয়ে একটি খামে ভরতে হবে।
(5) সবশেষে আবেদনপত্র সহ ওই খামটিকে নিচে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:
Social Welfare Section, Office of the District Magistrate, Nadia, Krishnanagar, Pin-741101.
আবেদনের জন্য গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন শুরু- 06/02/2023 (06 ফেব্রুয়ারি 2023)
আবেদন শেষ- 03/3/2023 (03 মার্চ 2023)
প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
✅ WHATSAPP GROUP: Click Here
✅ TELEGRAM GROUP: Click Here
✅ নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
✅ অফিসিয়াল নোটিশ (1)- Download
✅ অফিসিয়াল নোটিশ (2)- Download
✅ ডেইলি চাকরির আপডেট- Click Here