
আমাদের রাজ্যের চাকরি প্রার্থীরা তাদের নিজের জেলায় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সে বিষয়ে বিস্তারিত জানতে চাই। আমাদের Telegram চ্যানেল এবং Whatsapp গ্রুপের মাধ্যমেও তারা তাদের জেলায় কোন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিনা জিজ্ঞাসা করে। আজকে সেরকম একটি জেলায় গ্রুপ-সি নিয়োগের (Group C Recruitment) বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব।
সম্প্রতি পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলায় রূপশ্রী সেকশন (Rupashree Section) অর্থাৎ রূপশ্রী প্রকল্পের আওতায় গ্রুপ সি ডাটা এন্ট্রি অপারেটর এবং অ্যাকাউন্টেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগছে এবং কিভাবে আবেদন করতে হবে, কারা আবেদন করতে পারবে ইত্যাদি নিচে আমরা জানিয়েছি।
Rupashree Section Group C Recruitment
নোটিশ মেমো নম্বর: 19/RUP/JGM
নোটিশ প্রকাশের তারিখ: 15/02/2023
আবেদনের মাধ্যম: অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে:
(1) অ্যাকাউন্ট্যান্ট (Accountant)
(2) ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)
শূন্যপদ, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, এবং নিয়োগের অন্যান্য তথ্য:
(1) পদের নাম: অ্যাকাউন্ট্যান্ট
মাসিক বেতন: ১৫ হাজার টাকা।
বয়স সীমা: 1 জানুয়ারি 2023 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 40 বছরের কম থাকতে হবে। অন্যদিকে সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে বয়স থাকতে 64 বছরের নিচে।
শূন্যপদ: 1 টি (SC)
শিক্ষাগত যোগ্যতা:
- যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে কমার্স বিষয়ে অনার্স গ্রাজুয়েট হতে হবে।
- কম্পিউটারে কাজের জ্ঞান থাকতে হবে এবং MS Office অর্থাৎ MS Word, MS Excel, MS PowerPoint ইত্যাদির কাজ জানতে হবে।
- সেই সাথে Spreadsheet, Tally, Presentation Packages এর কাজের জ্ঞান থাকতে হবে।
(2) পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
মাসিক বেতন: ১৫ হাজার টাকা।
বয়স সীমা: 1 জানুয়ারি 2023 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 40 বছরের কম থাকতে হবে।
শূন্যপদ: 4 টি (UR-1, ST-1, OBCA-1, SC-1)
শিক্ষাগত যোগ্যতা:
- কোন স্বীকৃতি প্রাপ্ত ইউনিভার্সিটি থেকে যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাস থাকতে হবে।
- কম্পিউটারে কাজের জ্ঞান থাকতে হবে এবং MS Office অর্থাৎ MS Word, MS Excel, MS PowerPoint ইত্যাদির কাজ জানতে হবে।
- কম্পিউটারে প্রতি মিনিটে ৩০ টি ইংরেজি শব্দ টাইপ করতে পারতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:
(1) ডাটা এন্ট্রি অপারেটর- এই পদের ক্ষেত্রে টাইপিং টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
(2) অ্যাকাউন্ট্যান্ট- লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট এর মাধ্যমে অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য প্রার্থী নির্বাচন করে নিয়োগ করা হবে।
- লিখিত পরীক্ষা- ৫০ নম্বর
- কম্পিউটার টেস্ট- ৪০ নম্বর
- পার্সোনালিটি টেস্ট- ১০ নম্বর
চাকরির ধরন:
সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল (Contractual) বেসিস এর চাকরি।
আবেদন করার প্রক্রিয়া:
ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইট (https://jhargram.gov.in) থেকে আবেদন করার ফর্ম ডাউনলোড করতে হবে। আবেদনকারীদের সুবিধার জন্য এই পেজের নিচে ফর্ম ডাউনলোড করার অফিসিয়াল লিঙ্ক দেওয়া আছে। ওই লিংকে ক্লিক করে আবেদন করার ফর্ম ডাউনলোড করতে পারবেন।
ফর্ম ডাউনলোড করে তা একটি A4 সাইজের পেজে প্রিন্ট করতে হবে। ফর্ম প্রিন্ট করা করা হয়ে গেলে তা সঠিকভাবে ফিলাপ করতে হবে। ফিলাপ করার ওই ফর্ম এর সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস এর জেরক্স জুড়ে দিয়ে একটি খামে ভরতে হবে। খামের উপরে লিখতে হবে Application for the Post of…………(ফাঁকা জায়গায় পদের নাম)। তারপর ওই আবেদনপত্রটি নিচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Rupashree Cell of the Office of the District Magistrate Jhargram- এই ঠিকানার ড্রপবক্সে আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনের জন্য গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন শুরু- 16/02/2023 (16 ফেব্রুয়ারি 2023)
আবেদন শেষ- 02/03/2023 (02 মার্চ 2023)
প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
✅ WHATSAPP GROUP: Click Here
✅ TELEGRAM GROUP: Click Here
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ ডেইলি চাকরির আপডেট: Click Here