wbpdcl recruitment 2022 notification, wbpdcl recruitment 2022 notification pdf download, wbpdcl recruitment 2022 notification date
WBPDCL Recruitment 2022 : পশ্চিমবঙ্গের বিদ্যুৎ কেন্দ্রে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৮ই ফেব্রুয়ারি,২০২২ তারিখ। দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের বিদ্যুৎ কেন্দ্রে চাকরির জন্য আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল। কারন আজকের এই প্রতিবেদনটিতে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ কেন্দ্রে কর্মী নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন। কোন পদে কত কর্মী নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি কি, সিলেকশন প্রসেস ও আবেদন পদ্ধতি সহ বিস্তারিত এই প্রতিবেদন।
নিয়োগকারী সংস্থা | THE WEST BENGAL POWER DEVELOPMENT CORPORATION LIMITED |
পদের নাম | Assistant Manager (civil) |
শূন্যপদ | ০৬ টি |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদনের শেষ তারিখ | ২২/০২/২০২২ |
পদের নাম : এসিস্ট্যান্ট ম্যানেজার (সিভিল)
শূন্যপদ : মোট ০৬ টি শূন্যপদ আছে যার মধ্যে..
- UR – ০২ টি
- UR(EC) – ০১ টি
- ST – ০১ টি
- SC – ০১ টি
- OBC-A – ০১ টি
বয়সসীমা : এই চাকরিতে আবেদন করার জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৪ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা : এই চাকরিতে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে B.E / B.Tech / M.Tech ডিগ্রী পাস করে থাকতে হবে। তার সঙ্গে রোড কনস্ট্রাকশন ও মেইনটেনেন্স , প্রাতিষ্ঠানিক ও আবাসিক ভবন এবং সেতু নির্মাণ কাজে ২ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন কাঠামো: এই পদে চাকরির ক্ষেত্রে বেতন দেওয়া হবে ৬৩,০০০/- টাকা প্রতি মাসে।
নির্বাচন পদ্ধতি : উপরিউক্ত পদে প্রার্থী নির্বাচন করা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে।
ইন্টারভিউ স্থান : কলকাতা
কিভাবে আবেদন করবেন : অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন। দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbpdcl.co.in এ Career অপশনে গিয়ে আবেদন করতে পারবেন অথবা নীচের দেওয়া লিংক থেকেও সরাসরি আবেদন করা যাবে। তবে মনে রাখবেন আবেদনকারীর যেন বৈধ ই-মেইল আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার থাকতে হবে এবং আবেদনকারীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে রেজিষ্ট্রেশন করার সময়।
আবেদন করার শেষ তারিখ : ২২ ফেব্রুয়ারি, ২০২২
গুরুত্বপূর্ণ লিঙ্ক :
Official Notice | |
Apply Link | |
Official Website |
বিঃ দ্রঃ: আমাদের ওয়েবসাইটে যে সমস্ত চাকরির খবর দেওয়া হয় তা সম্পুর্ন ভাবে সরকারি ও বেসরকারি অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিক। আমার কোনোরূপ চাকরি প্রদান করি না। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশ টি মনোযোগ সহকারে পড়বেন।(alert-warning)