রাজ্যের বেকার যুবক যুবতীকে ১৫০০ টাকা করে মাসিক ভাতা দিচ্ছে রাজ্য সরকার, সকলেই টাকা পাবেন

বিশেষ এক প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি ১৮ উর্ধ্ব বেকার যুবক যুবতীকে প্রত্যেক মাসে মাসে কিছু পরিমাণ করে অর্থ ভাতা হিসেবে দিচ্ছে রাজ্য সরকার। সারা রাজ্যের যে কোনো প্রান্ত থেকে সকল বেকার যুবক যুবতীরা এই প্রকল্পের সুবিধা লাভ করার জন্য আবেদন করতে পারবেন। তাহলে চলুন এই প্রকল্পের নাম কি, এর মাধ্যমে মাসিক কত টাকা করে ভাতা পাওয়া যাবে, কিভাবে আবেদন করতে হবে এই সব কিছুর বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিবরণ জেনে নেওয়া যাক। 

      ২০১১ সালে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রীর ক্ষমতায় আসার পর থেকেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর সার্বিক কল্যাণের জন্য একের পর এক নতুন নতুন প্রকল্প চালু করে চলেছেন। সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত তার উদ্যোগে চালু হওয়া মোট জনকল্যাণমুখী প্রকল্পের সংখ্যা হল ৭০ টির ও বেশি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের বেকার যুব সম্প্রদায়কে স্বনির্ভর করে তুলতে ২০১৮ সালে উৎকর্ষ বাংলা নামে এক কর্মমুখী প্রশিক্ষণ চালু করেছিলেন। যার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বেকার যুবক যুবতীদের বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানেরও সুযোগ করে দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই আমাদের রাজ্যের বহু বেকার যুবক যুবতী এই উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় যুক্ত হয়ে নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছেন অর্থাৎ কর্মসংস্থানের দিশা খুঁজে পেয়েছেন।

      তবে শুধুমাত্র এখানেই থেমে না থেকে আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যের যুব সম্প্রদায়ের কল্যানের স্বার্থে আরও একটি বিশেষ প্রকল্প চালু করেছেন। যার মাধ্যমে রাজ্যের প্রতিটি বেকার যুবক যুবতীকে প্রতি মাসে রাজ্য সরকারের তরফ থেকে ১৫০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।যা দিয়ে তারা কোনো কর্মমুখী প্রশিক্ষণ নিয়ে তার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারবেন। কিংবা যারা সরকারি চাকরির পরীক্ষা দেন কিন্তু পরিবারের আর্থিক সামর্থ্য না থাকার কারণে চাকরির কোচিং নিতে পারেন না বলে পরীক্ষা দিতে অসুবিধা হয় তারা এই অর্থ দিয়ে কোচিং নিয়ে যাতে ভালভাবে পরীক্ষা দিয়ে সফল হতে পারেন সেই কারণেই মুখ্যমন্ত্রীর এই মহান উদ্যোগ।

ALSO READ :   PhD ছাড়াও কলেজ-ইউনিভার্সিটিতে পড়ানো যাবে, আগের নিয়মে বড়সড় বদল আনল UGC

      মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পের নাম হল “যুবশ্রী প্রকল্প”। বেশ কিছু বছর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যুব সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে বছরে মোট ১৮,০০০ টাকা দেওয়া হয় । চলুন আর কথা না বাড়িয়ে এই প্রকল্পের আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় যোগ্যতা, আবেদনের সময় সীমা ইত্যাদির সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক। নিম্নে এই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

যুবশ্রী প্রকল্পে” আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা:-

যুবশ্রী প্রকল্পের মাধ্যমে মাসে মাসে রাজ্য সরকারের তরফ থেকে ১৫০০ টাকা করে পেতে আবেদন করার জন্য আবেদনকারীর যা যা যোগ্যতা থাকতে হবে সেগুলি হল-

১) আবেদনকারী যুবক/যুবতীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) আবেদনকারীর আধার কার্ড এবং ভোটার কার্ড থাকাটা এক্ষেত্রে অত্যন্ত জরুরি।

৩) এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই কমপক্ষে মাধ্যমিক পাস করে থাকতে হবে। তবেই তিনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন নচেৎ নয়। 

ALSO READ :   রাজ্যে কলেজে কলেজে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে Data Entry Operator পদে কর্মী নিয়োগ

৪) আবেদনকারীর নিজের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।

৫) আবেদনকারী যুবক/যুবতীর নিজের নামে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড থাকাটা আবশ্যিক।

যুবশ্রী প্রকল্প” এর আবেদন পদ্ধতি:-

১) সবার আগে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://employmentbankwb.giv.in এ প্রবেশ করতে হবে।

২) এরপর যুবশ্রী প্রকল্পের লিঙ্কে ক্লিক করলে একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে। সেই ফর্মে আবেদনকারীকে তার নিজের নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, বয়স, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি দিয়ে ফর্ম টিকে ফিলাপ করতে হবে।

৩) এরপর রিসেন্ট তোলা এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো, আগে থেকে সাদা কাগজে করে রাখা একটি সিগনেচার, সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিতে হবে।

৪) এরপর এই পূরন করা রেজিস্ট্রেশন ফর্ম এর একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।

৫) এরপর সেই প্রিন্ট আউটের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স যুক্ত করে ৬০ দিনের মধ্যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে।

৬) এরপর সেখানকার আধিকারীকেরা সমস্ত নথীপত্র ভেরিফিকেশন করার পর যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের ফোনে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিস থেকে একটি OTP পাঠানো হবে।

৭) এরপর এই OTP দিয়ে রেজিস্ট্রেশন করলেই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের একটি একটি ই-মেইল আইডি ও পাসওয়ার্ড চলে আসবে আবেদনকারীর ফোনে। 

ALSO READ :   রাজ্যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়াতে নিয়োগ, প্রতিমাসে স্টাইপেন্ড ২৫,০০০/- টাকা

৮) এরপর যুবশ্রী প্রকল্পে আবেদনকারীর নাম নথিভুক্ত হলেই রাজ্য সরকারের তরফ থেকে প্রতি মাসে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫০০ টাকা করে ট্রান্সফার করে দেওয়া হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

অনলাইনের মাধ্যমে যুবশ্রী প্রকল্পে আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।

২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা।

৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।

৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।

৫) পঞ্চায়েত প্রদত্ত ইনকাম সার্টিফিকেট স্ক্যান করা।

৬) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড স্ক্যান করা।

৭) ব্যাঙ্ক পাস বুকের প্রথম পাতা স্ক্যান করা।

৮) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।

৯) আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।

      উপরিউক্ত এই সব ডকুমেন্টস গুলোর ই এক কপি করে জেরক্স এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে রেজিস্ট্রেশন ফর্মের প্রিন্ট আউট এর সঙ্গে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:-

যুবশ্রী প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে। এবং এই আবেদন প্রক্রিয়ার কোনো রূপ শেষ সময় সীমা ধার্য্য করা হয়নি। আবেদনকারীরা যেদিন খুশি এখানে আবেদন করতে পারবেন।

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top