www.bankura.gov.in recruitment 2022 :
বাঁকুড়া জেলার চাকরির খবর 2022,পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ রানিবাঁধ ব্লক ডেভেলপমেন্ট অফিসে গ্রাম রোজগার সহায়ক পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে প্রার্থী নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে। কোন পদে কত নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কত হতে হবে, নিয়োগের স্থান, অফিশিয়াল নোটিফিকেশন সহ আরও বিস্তারিত তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন। Ranibandh Block Development Office Recruitment 2022.
পদের নাম : এখানে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেই পদের নাম গ্রাম রোজগার সহায়ক (GRS)।
শূন্যপদ : মোট ৪ টি শূন্যপদের গ্রাম রোজগার সহায়ক নিয়োগ করা হবে।
বয়সসীমা : এই পদে চাকরি করতে হলে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা : এই পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে বিজ্ঞান বিভাগে অথবা ভোকেশনাল স্ট্রিমে অন্ততপক্ষে ৫৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। উচ্চ মাধ্যমিকে পদার্থবিদ্যা, ও গণিত বিষয়ে পড়ে থাকতে হবে। তার সঙ্গে ৬ মাসের কম্পিউটার কোর্স করে থাকতে হবে।
বেতন কাঠামো : এই পদে চাকরি পেলে প্রতি মাসে ১২,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন করার পদ্ধতি : এই চাকরিতে আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণভাবে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অফিশিয়াল নোটিশ দেওয়া নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পরিষ্কারভাবে পূরণ করে তা মুখ বন্ধ খামে ভরে তার সঙ্গে ৫ টাকার ডাকটিকিট লাগিয়ে উল্লিখিত ঠিকানায় জমা দিতে হবে। বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিশ টি ডাউনলোড করে ভালো করে পড়বেন।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা : The Program Officer and Block Development Officer, Ranibandh Bankura
আবেদন ফী : এই পদে আবেদন করার জন্য কোন আবেদন ফি লাগবে না।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি অবশ্যই যোগ করতে হবে-
১) উচ্চ মাধ্যমিকের এডমিট কার্ড/বার্থ সার্টিফিকেট।
২) উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট।
৩) ভোটার কার্ড
৪) ছয় মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট।
৫) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।
৬) সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ রঙ্গিন ফটো।
নিয়োগের স্থান : পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার অন্তর্গত রানিবাঁধ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় এই গ্রাম রোজগার সহায়ক নিয়োগ করা হবে। রানিবাঁধ গ্রাম পঞ্চায়েতে- ১ টি, অম্বিকানগর গ্রাম পঞ্চায়েতে- ১ টি, রাজাকোটা গ্রাম পঞ্চায়েতে- ১ টি, হলুদকানালি গ্রাম পঞ্চায়েতে- ১ টি করে শূন্যপদ রয়েছে। প্রার্থীকে অবশ্যই রানিবাঁধ ব্লক এরিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদন করার শেষ তারিখ : ২৯/০৩/২০২২, শনিবার,রবিবার ও সমস্ত ছুটির দিন বাদ দিয়ে বাকি সমস্ত দিন আবেদনপত্র জমা দেওয়া যাবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক | |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | |
আবেদন পত্র | |
অফিশিয়াল ওয়েবসাইট | |
বর্তমান যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে |
বিঃ দ্রঃ: আমাদের ওয়েবসাইটে যে সমস্ত চাকরির খবর দেওয়া হয় তা সম্পুর্ন ভাবে সরকারি ও বেসরকারি অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিক। আমার কোনোরূপ চাকরি প্রদান করি না। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশ টি মনোযোগ সহকারে পড়বেন।(alert-warning)