পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার DM অফিসের তরফ থেকে ইতিমধ্যেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সমস্ত চাকরি প্রার্থীরা এই শূন্যপদের বিশদ তথ্য জানতে আগ্রহী এবং এই চাকরির জন্য সমস্ত যোগ্যতার মানদণ্ড সম্পূর্ণ করেছেন তারা এই চাকরির বিজ্ঞপ্তি পড়তে এবং আবেদন করতে পারেন। বিস্তারিত তথ্য জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিতে পারেন।
গুরুত্বপূর্ণ তারিখ | |
---|---|
আবেদন শুরু | 09/06/2022 |
আবেদন শেষ | 30/06/2022 |
(1) পদের নামঃ প্রবেশন অফিসার ( Probation Officer)
বেতন কাঠামোঃ প্রতি মাসে বেতন 23,100 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ প্রবেশন অফিসার পদের জন্য আইনে স্নাতক হতে হবে। কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 01 টি।
(2) পদের নামঃ কাউন্সিলর (Counsellor)
বেতন কাঠামোঃ কাউন্সিলর পদে বেতন হিসেবে প্রতিমাসে 15,400 টাকা করে দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ সোশ্যাল ওয়ার্ক/ ফিজিওলজ/ সোশিওলজি বিষয়ে স্নাতক করে থাকতে হবে। তার সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 01 টি।
(3) পদের নামঃ আউটরিচ ওয়ার্কার (Outreach Worker)
বেতন কাঠামোঃ এই পদের জন্য প্রতিমাসে 12,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ আউটরিচ ওয়ার্কার পদের জন্য প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। ভালো কমিউনিকেশন স্কিল এবং কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 01 টি।
(4) পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর (CWC)
বেতন কাঠামোঃ ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য প্রতিমাসে 12000 টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ এই পদের জন্য প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। কম্পিউটার নলেজ এবং তার সঙ্গে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 01 টি।
(5) পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর (JJB)
বেতন কাঠামোঃ এই পদের জন্য প্রতিমাসে 12000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ এই চাকরির জন্য প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। কম্পিউটার নলেজ এবং সঙ্গে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 01 টি।
বয়সসীমাঃ উপরিক্ত সমস্ত পদের ক্ষেত্রেই সর্বোচ্চ বয়সসীমা রয়েছে 35 বছর।
নিয়োগ পদ্ধতিঃ উপরিউক্ত পদগুলির জন্য তিনটি পর্যায়ে পরীক্ষা করে প্রার্থীদেরকে নির্বাচন করা হবে।
লিখিত পরীক্ষা – 80 নম্বর।
কম্পিউটার টেস্ট – 10 নম্বর।
ইন্টারভিউ – 10 নম্বর।
আবেদন প্রক্রিয়াঃ
- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্রটির ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।
- আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে।
- উল্লেখিত সমস্ত নথিপত্র গুলি যোগ করতে হবে।
- শেষে আবেদনপত্র এটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে উপযুক্ত ঠিকানায় জমা করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- সেল্ফ অ্যাটেস্টেড করা রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট।
- অভিজ্ঞতার প্রমাণপত্র।
- বসবাসের প্রমাণপত্র।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
The District Welfare Officer, Social Welfare Section, Collectorate Building, Ground Floor, Jalpaiguri.
গুরুত্বপূর্ণ লিঙ্ক | |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | |
আবেদনপত্র ডাউনলোড | |
অফিশিয়াল ওয়েবসাইট | |
বর্তমান যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে | |
চাকরি খবর টেলিগ্রাম চ্যানেল |
👉এই চাকরির খবরটি হয়তো আপনার কাজে না আসতে পারে কিন্তু আপনার বন্ধুদের কাজে আসতে পারে, তাই কঞ্জুসি না করে লিঙ্কটি আপনার বন্ধুদের শেয়ার করুন।