রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি, সরাসরি নিয়োগ করা হচ্ছে | WB School Education Department Recruitment

WB School Education Department Recruitment

পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তর (WB School Education Department)-এ কর্মী নিয়োগ করা হবে। এখানে মূলত গ্রুপ-সি ব্লক লেভেল সুপারভাইজার পদে চাকরি দেওয়া হবে। চাকরি প্রার্থীদের জন্য বেশ খুশির খবর এটা। এই মর্মে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিও। রাজ্যের যে কোনও প্রান্ত থেকে যুবক যুবতীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞাপনের যাবতীয় তথ্যসহ আবেদন প্রক্রিয়া সমস্ত কিছুই এই প্রতিবেদনে শেয়ার করা হলো।

যে পদে নিয়োগ হবে:

ব্লক লেভেল সুপারভাইজার (Block Level Supervisor)

মোট শূন্য পদ-

১ টি শূন্যপদ থাকায় নিয়োগ করা হবে। 

প্রতি মাসে বেতন:

রাজ্য সরকারের তরফে প্রতিমাসে ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তিকে।

কাজের ধরণ:

ব্লক লেভেল সুপারভাইজারকে স্কুল শিক্ষা দফতরের অধীনে সংশ্লিষ্ট জেলার ব্লকের মিড- ডে মিল বিভিন্ন কর্মসূচীতে কাজ করতে হবে । তবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এটি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক চাকরি। 

নিয়োগস্থল:

এই পদের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের পঞ্চায়েত বা পুরসভার মিড-ডে-মিল সেন্টার গুলিতে।  

যোগ্যতা-

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে রাজ্যের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে। প্রার্থীর কম্পিউটার ডিপ্লোমা থাকলে ভালো।

ALSO READ :   Madhyamik Marksheet: এক ক্লিকে ডাউনলোড করা যাবে মাধ্যমিকের মার্কশিট! ব্যবস্থা গ্রহণে তৎপর মধ্যশিক্ষা পর্ষদ

বয়স-

এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৬৩ বছরের মধ্যে। বয়স হিসেব হবে 01.01.2023 তারিখ অনুযায়ী। 

আবেদন পদ্ধতি-

এখানে আলাদা করে আবেদন করতে হবে না। প্রার্থীকে তার বায়োডাটা নিয়ে এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ স্থলে উপস্থিত হতে হবে। এর জন্য প্রথমেই আবেদনকারীকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে থাকা আবেদন পত্রের অনুকরণে আবেদন পত্র তৈরি করে নিতে হবে সাদা A4 কাগজে টাইপ করে।
তারপর আবেদনপত্রে থাকা ফাঁকা অংশ গুলি, যেমন-
1. নিজের নাম——–
2. বাবার নাম——— 
3. বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা——- 
4. জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স———
5. লিঙ্গ————-
6. সাধারণ/ তপশীলি জাতি/তপশীলি উপজাতি/ ওবিসি—– 
7. শিক্ষাগত যোগ্যতা————-
8. প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা———- 

ইত্যাদি লিখতে হবে। সাথে প্রার্থীর একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আটকাতে হবে।
সব হয়ে গেলে আবেদন ফর্মের একেবারে নিচে প্রার্থীকে সই করে নিতে হবে।
এই আবেদনপত্রটি ইন্টার্ভিউয়ের দিন নিয়ে যেতে হবে।

তারিখ এবং ইন্টারভিউ এর স্থান-

আবেদনকারী প্রার্থীদের মার্চ মাসের ৪ তারিখে ইন্টারভিউ-র জন্য নীচের ঠিকানায় উপস্থিত থাকতে বলা হয়েছে।  

ALSO READ :   ভারত সরকারের ECIL -এ কর্মী নিয়োগ, দেখে নিন আবেদন করার সঠিক পদ্ধতি

Block Developement Officer, Raina-I Development Block, Purba Bardhaman. 

রাজ্য ও কেন্দ্র সরকারের নতুন চাকরির আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। 

🔥 WHATSAPP GROUP: Click Here

🔥 TELEGRAM GROUP: Click Here

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

আরো চাকরির আপডেট 👇👇

💡 কলকাতা পুলিশে নতুন করে ৩০৬ টি শূন্যপদে নিয়োগ

💡 5395 টি শূন্যপদে মাধ্যমিক পাশে স্কিল ইন্ডিয়া মিশনের অধীনে রাজ্যে নিয়োগ 

💡 পশ্চিমবঙ্গ পুলিশে ১২ হাজার নতুন নিয়োগ

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top