
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (KMC) থেকে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই মর্মে কর্পোরেশনের চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ এর অফিস থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এখানে আবেদন করতে চাইলে, আগ্রহী প্রার্থীদের খুব শীঘ্রই আবেদন করতে হবে, কারণ এখানে আবেদনের শেষ দিন ধার্য্য করা হয়েছে ১৫/০৩/২০২৩ তারিখে।
যে পদে নিয়োগ হবে
স্টাফ নার্স (Sataff Nurse) পদে নিয়োগ করা হবে এখানে।
মোট শূন্যপদের সংখ্যা
এখানে মোট ৩০ টি শূন্যপদ আছে।
শিক্ষাগত যোগ্যতা
KMC এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে নার্সিং-এ GNM বা B.Sc ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে।
আরো চাকরির আপডেট 👇👇
💡 রাজ্যের তিনটে জেলায় আশা কর্মীর পদ বাড়ল ২৫০০
💡 কেন্দ্রের জল শক্তি দফতরে চাকরির বিজ্ঞপ্তি
বয়সসীমা
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, সর্বোচ্চ ৪০ বছর বয়স অবধি প্রার্থীরা আবেদনের যোগ্য।
বেতন এর পরিমান
এখানে প্রতি মাসে ২৫,০০০ টাকা বেতন দেওয়া হবে।
আবেদন ফি
আবেদন করার জন্য প্রার্থীদের কোনও আবেদন মূল্য দিতে হবে না।
আবেদন পদ্ধতি
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা নির্ধারিত আবেদন ফরম্যাটের মাধ্যমে অফলাইনে আবেদন করতে পারেন। আবেদনকারীকে ১৫/০৩/২০২৩-এর মধ্যে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি একসাথে খামে ভরে পাঠাতে হবে নীচের ঠিকানায়।
আবেদন করতে নীচের ধাপগুলি পর পর অনুসরণ করতে হবে-
(১) kmcgov.in সাইটে গিয়ে প্রথমে নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে। আবেদনকারীদের সুবিধার জন্য আবেদন করার ফর্ম ডাউনলোড লিংক নিচে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তির একেবারে শেষের পেজ থেকে এটি পেয়ে যাবেন।
(২) নোটিশের ৪ নম্বর পাতায় আবেদনপত্রটি দেওয়া আছে। সেটি একটি A4 পেপারে প্রিন্ট করে নিতে হবে।
(৩) প্রিন্ট করা আবেদন পত্রটি নিজের যাবতীয় তথ্য দিয়ে ফিলাপ করে নিন।
(৪) শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় নথিপত্র জেরক্স করে আবেদনপত্রের সাথে জুড়ে দিন। এবার সব একসাথে একটি খামে ভরে পাঠিয়ে দিন এই ঠিকানায়-
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
Chief Municipal Health Officer, Kolkata Municipal Corporation CMO Bldg-5, S.N, Banerjee Road, Kolkata-700013.
আবেদনের সময়সীমা-
15.03.2023 তারিখ আবেদন জমা করার শেষ দিন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে মোট ১০০ নম্বরের মধ্যে প্রার্থীদের নম্বর দেওয়া হবে। যার মধ্যে ৪০ নম্বর বরাদ্দ থাকবে GNM বা B.Sc ডিগ্রিতে পাওয়া নম্বর তথা রেজাল্টের উপর। বাকি ৬০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। এরপরে একশোতে কত নম্বর পেয়েছেন প্রার্থীরা, তার একটি লিস্ট বের করা হবে।
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
নতুন চাকরির আপডেট 👇👇
💡 রাজ্যে SSC-তে গত ২২ বছরে কত শিক্ষক নিয়োগ হয়েছে, দেখুন সেই তালিকা
💡 WBPSC-র মাধ্যমে পশ্চিমবঙ্গের বস্ত্র দপ্তরে চাকরি
💡 ইনকাম ট্যাক্স দফতরে গ্রুপ-C সরকারি কর্মী নিয়োগ