রাজ্যে অবশেষে Group C পদে নিয়োগের বিজ্ঞপ্তি, শুধু ইন্টারভিউ দিয়ে চাকরি -WB Govt Job

 চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্য সরকারের অধীনে Group C পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে যোগ্য চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নিয়োগ সম্পূর্ণভাবে অস্থায়ী ও চুক্তি ভিত্তি হিসেবে করা হবে। বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, DM অফিসের অধীনে এই কর্মী নিয়োগ করা হবে। যে সকল আগ্রহী প্রার্থী সংশ্লিষ্ট পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। WB Govt Job Recruitment 2023

পদের নাম : বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ সি পদে নিয়োগ করা হবে (WB Group C Recruitment) 

নিয়োগ প্রক্রিয়া : বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। 

আবেদন প্রক্রিয়া : বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে যেহেতু সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে অর্থাৎ কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। তাই এক্ষেত্রে যদিও আবেদন পত্র জমা করতে হবে কিন্তু তা ইন্টারভিউ-র দিন সরাসরি জমা করতে হবে। অর্থাৎ ইন্টারভিউ-র আগে কোনো আবেদন পত্র জমা করতে হবে না। ইন্টারভিউ-র দিন যে আবেদন পত্র জমা করতে হবে তা নিচের দেওয়া লিঙ্ক অথবা অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে ডাউনলোড করতে পারবেন। 

ALSO READ :   Calcutta High Court | প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই ও ইডিকে যৌথ তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট!

ইন্টারভিউ-র দিন জরুরি ডকুমেন্টস :

 1.মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণ পত্র 

 2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস ( বিশেষত মাধ্যমিক) 

 3. পাসপোর্ট সাইজের ছবি 

 4. জাতিগত সংশয় পত্র (যদি থাকে)

 5. আধার বা ভোটার কার্ড 

 6. অন্যান্য জরুরি ডকুমেন্টস ( অফিসিয়াল নোটিশে উল্লেখ রয়েছে) 

শিক্ষাগত যোগ্যতা : সাধারণত এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা খুবই নূন্যতম দরকার। মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকলে এই পদে আবেদন করতে পারবে। কিন্তু আরও কিছু জরুরি যোগ্যতা দরকার যা অফিসিয়াল নোটিশে উল্লেখ রয়েছে। 

বয়সসীমা : বয়স হতে হবে 64 বছরের নিচে। অর্থাৎ এর বেশি বয়সীরা আবেদন করতে পারবে না। 

মাসিক সাম্মানিক : প্রতিমাসে সাম্মানিক হিসেবে দেওয়া হবে 10 হাজার টাকা। 

ইন্টারভিউ-র তারিখ ও সময় : সংশ্লিষ্ট পদের জন্য ইন্টারভিউ শুরু হবে 11/04/2023 সকাল 11.30 টা থেকে। 

ইন্টারভিউ-র স্থান :- At the Chamber of ADM (Genl) Malda Collectorate, Malda 

• এক্ষেত্রে কেবল বিশেষ প্রার্থীরাই সুযোগ পাবে তাই ইন্টারভিউ পৌছানোর আগে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন। 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –

ALSO READ :   পশ্চিমবঙ্গের জাতীয় ফল কী? | পশ্চিমবঙ্গের জাতীয় ফলের নাম

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড লিঙ্ক  

★Join Telegram Channel : Click Here

★More Job News : Click Here

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top