রাজ্যে গ্রুপ-C অ্যাসিস্ট্যান্ট এবং DEO পদে চাকরি, মিশন নির্মল বাংলা প্রকল্পের কাজে নিয়োগ | Mission Nirmal Bangla Group C TA and DEO Recruitment

Mission Nirmal Bangla Group C TA and DEO Recruitment

Mission Nirmal Bangla Group C Recruitment: পশ্চিমবঙ্গে মিশন নির্মল বাংলা প্রকল্পের আওতায় কর্মী নিয়োগ শুরু হলো। প্রথমেই জানিয়ে দেওয়া ভালো, ঝাড়গ্রাম জেলা পরিষদে প্রধানমন্ত্রী আবাস যোজনা সেলের অধীনে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের সব কয়টি জেলার বেকার ছেলে-মেয়ে চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবে। নিয়োগের যাবতীয় খুঁটিনাটি সম্পর্কে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন। 

যে সব পদে নিয়োগ হবে

১. টেকনিকাল অ্যাসিস্ট্যান্ট (Technical Assistant) 

২. ডাটা এনট্রি অপারেটর (Data Entry Operator)

বেতনক্রম

১. টেকনিকাল অ্যাসিস্ট্যান্ট- এই পদের জন্য প্রতি মাসে 18,000/- টাকা বেতন দেওয়া হবে।

২. ডাটা এনট্রি অপারেটর- 11,000/- টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে।

বয়সসীমা

১. টেকনিকাল অ্যাসিস্ট্যান্ট- সর্বোচ্চ 37 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এই পদের জন্য।

২. ডাটা এনট্রি অপারেটর- এখানে আবেদন করতে গেলে, আবেদনকারীর বয়স 37 বছরের মধ্যে হতে হবে।

দুই ক্ষেত্রেই বয়স হিসাব করতে হবে 22.03.2023 তারিখের ভিত্তিতে।

যোগ্যতা

১. টেকনিকাল অ্যাসিস্ট্যান্ট– এই পদে আবেদনের জন্য প্রার্থীর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে।

ALSO READ :   কেন্দ্রীয় হারে ডিএ নিয়ে বিরাট আপডেট, রইল বিস্তারিত -West Bengal DA Update

২. ডাটা এনট্রি অপারেটর- এই পদে আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক পাশ হতে হবে। থাকতে হবে কম্পিউটার নলেজও। সাথে ভালো টাইপিং স্পিড লাগবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে
অন্তত 01 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

শূন্যপদের সংখ্যা

১. টেকনিকাল অ্যাসিস্ট্যান্ট- 01 টি শূন্যপদ আছে।

২. ডাটা এনট্রি অপারেটর- 01 টি শূন্যপদে নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা

10.03.2023 তারিখের বিকেল ৫ টার মধ্যে আবেদনপত্রটি পাঠিয়ে ফেলতে হবে।

আবেদন প্রক্রিয়া

১. এখানে আবেদন করতে হবে শুধুমাত্র অফলাইনের মাধ্যমে। অফিসিয়াল বিজ্ঞপ্তির ২ নম্বর পেজে আবেদন করার ফর্মটি পেয়ে যাবেন। 

২. আবেদন করার জন্য https://jhargram.gov.in/ লিঙ্কে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে A4 পেপারে প্রিন্ট করতে হবে।

৩. প্রিন্ট করা আবেদনপত্রটি এবার নির্ভুলভাবে সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে।

৪. এরপরে, নোটিশে উল্লেখিত যাবতীয় ডকুমেন্টসগুলি যুক্ত করতে হবে।

৫. সব শেষে একটি খামে আবেদনপত্রটি ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ঠিকানায় জমা করতে হবে।

অথবা, অফিশিয়াল ইমেইলের মাধ্যমেও আবেদনপত্রটি পাঠানো যেতে পারে। এক্ষেত্রে আবেদনপত্র এবং দরকারি ডকুমেন্ট গুলিকে একসাথে নিয়ে স্ক্যান করে PDF ফাইল বানাতে হবে। 

ALSO READ :   ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৬ | WBPSC Food SI Practice Set

আবেদন ফি

এখানে দুটি পদের কোনোটির জন্যেই আবেদনমূল্য লাগবে না।

আবেদনপত্র পাঠাবার ঠিকানা

Drop Box of Jhargram Zilla Parishad

আবেদনপত্রের PDF পাঠাবার ইমেল

[email protected]

নিয়োগ প্রক্রিয়া

১. টেকনিকাল অ্যাসিস্ট্যান্ট- এই পদে প্রার্থী নির্বাচন করার জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের নেওয়া হবে।

২. ডাটা এনট্রি অপারেটর- লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে এই পদে।

নিয়োগের অফিসিয়াল নোটিশ: Download

নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

এগুলোও পড়ুন 👇👇

💡 মাধ্যমিক পাশে গ্রুপ-C, গ্রুপ-D চাকরির বিজ্ঞপ্তি

💡 পরীক্ষা না নিয়েই ৩-৫ নম্বর দিলো কে? 

💡 বাড়িতে বসেই PhonePe এর মাধ্যমে আয় করুন

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top