রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি, 23 জেলা থেকে নিয়োগ -WB Data Entry Operator Recruitment

 পশ্চিমবঙ্গের বেকার কর্মপ্রার্থীদের জন্য ফের একহাত বাড়ালো রাজ্য নিয়োগকারী এক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, কলেজে ডাটা এন্ট্রি অপারেটর কাজে কর্মী নিয়োগ করা হবে এবং যোগ্য প্রার্থীদের কাছে আবেদনের জন্য অনুরোধ জানানো হয়েছে। এও জানানো হয়েছে, রাজ্যের সকল বেকার যুবক যুবতী সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবেন যদি তারা পদের উপযুক্ত হয়। আরও জানানো হয়েছে, যে কোনো জেলা থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন জমা করতে পারবেন। সবমিলিয়ে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি করার বিরাট সুযোগ হাতছাড়া না করে এক্ষুনি আবেদন করুন। আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হবে। WB College Data Entry Operator Recruitment 2023 

পদের নাম কী : ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) 

আগ্রহী প্রার্থীরা কীভাবে আবেদন করবেন :

যে সকল চাকরি প্রার্থী ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে কিন্তু এক্ষেত্রে আবেদন পত্র নিজে বানাতে হবে অর্থাৎ আপনার সম্পূর্ণ তথ্য পূরণ করে বায়োডাটা (CV) বানাতে হবে। 

কী কী ডকুমেন্টস জমা করতে হবে :

ALSO READ :   9 Year Boy Graduate: ৯ বছর বয়সেই গ্র্যাজুয়েশন পাশ, সারা বিশ্বকে অবাক করালো খুদে ডেভিড

1. মাধ্যমিক অ্যাডমিট বা বয়সের প্রমাণ পত্র 

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

3. পাসপোর্ট সাইজের ছবি 

4. পরিচয় পত্র( আধার বা ভোটার কার্ড)

5. অন্যান্য জরুরি ডকুমেন্টস 

নিয়োগ প্রক্রিয়া : যে সকল চাকরি প্রার্থী ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করবে তাদের নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। এক্ষেত্রে লিখিত পরীক্ষার কোনো উল্লেখ নেই। 

বয়সসীমা :প্রার্থী বয়স হতে হবে 40 বছরের মধ্যে। 

মাসিক বেতন : প্রতিমাসে বেতন হিসেবে এখানে 20,000 টাকা দেওয়া হবে। 

আবেদন জমা করার শেষ তারিখ : 13/04/2023 তারিখের মধ্যে আবেদন পত্র জমা করতে হবে। 

আবেদন জমা করার ঠিকানা : The Registrar, University Of Calcutta. 

শিক্ষাগত যোগ্যতা

1.এক্ষেত্রে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা Honours Graduation/BCA/B.Sc.(Computer Science)/B.Sc. IT হতে হবে।

2. এর পাশাপাশি যেহেতু ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে তাই E-tender, Gem Portal, MS Excel, Word এবং PowerPoint এ দক্ষতা থাকতে হবে।

3. DOEACC ‘O’ Level সার্টিফিকেট থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

4. সঙ্গে  নূন্যতম 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ALSO READ :   ICSE, ISC Result 2023: চলতি বছরের রেজাল্ট জানা যাবে কবে?

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন। 

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড লিঙ্ক 

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top