রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ, ফর্ম ডাউনলোড করুন

রাজ্যের সিঙ্কোনা ও অন্যান্য ভেষজ উদ্ভিদ সংগ্রহ দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর (DEO) নিয়োগ। পশ্চিমবঙ্গের গোর্খাল্যান্ডের অ্যাডমিনিস্ট্রেশনে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এই পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে যোগ্য প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।

মোট শূন্যপদ 2 টি
যোগ্যতা স্নাতক পাস
আবেদনের শেষ তারিখ ১২/০২/২০২২

আবেদন ফী : শূন্য

এক নজরে দেখুন(toc)

ডাটা এন্ট্রি অপারেটর (DEO)।

পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর (DEO)।
শূন্যপদ : মোট ২টি।
শিক্ষাগত যোগ্যতা : এই পদের জন্য প্রার্থীকে অবশ্যই স্নাতক পাস তার সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন এর উপর সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা : ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন : প্রতি মাসে ১৩,০০০ টাকা।

কিভাবে আবেদন করবেন

সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।অফিসিয়াল ওয়েব সাইট www.wbfpih.gov.in থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরন করে একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই একটি ১০ টাকার পস্টেজ স্টাম্প লাগাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

 Director, Directorate of Chinchona and Other Medicinal Plants, West Bengal, P.O- Mungpoo, District- Darjeeling- 734313

আবেদনপত্রের সঙ্গে কি কি নথিপত্র দিতে হবে

১) সেল্ফ অ্যাটেস্টেড করা ফটোকপি।
২) বয়সের প্রমাণপত্র।
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
৪) কম্পিউটার সার্টিফিকেট।
৫) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট (আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট)।
৬) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
৭) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)।
অফিসিয়াল নোটিফিকেশন Download(download)
অফিসিয়াল ওয়েবসাইট Click Here(link)
ALSO READ :   রাজ্যের হাসপাতালগুলিতে স্টাফ নার্স পদে নিয়োগ, বেতন ২৫,০০০ টাকা

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top