রাজ্যে পরিবেশ বন্ধু পদে কর্মী নিয়োগ, আবেদন করা যাবে অনলাইনে

 রাজ্যে পরিবেশ বন্ধু পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC) এর তরফ থেকে। 

wbmsc recruitment notification 2022

পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকেই ছেলে এবং মেয়ে সকলেই এই পদের জন্য আবেদন করতে পারবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে। আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক? তাহলে আবেদন করার আগে অবশ্যই নিয়োগের বিস্তারিত জেনে নিন।

পদের নাম : পরিবেশ বন্ধু

বিজ্ঞপ্তি প্রকাশ : ২৫/০৩/২০২২

শূন্যপদ : ০৩ টি (ST-Ex Sm-1, OBCA Ex Sm-1, OBCB Ex Sm-1)

যোগ্যতা 

(1) প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

(2) প্রার্থীকে শারীরিকভাবে ফিট এবং বলবান হতে হবে। 

(3) আউট ডোর এর ডিউটি ভালোভাবে করতে পারতে হবে।  

বয়সসীমা 

সর্বনিম্ন বয়সসীমা : ১৮ বছর

সর্বোচ্চ বয়সসীমা : ৪০ বছর

বয়স হিসাব করবেন ০১/০১/২০২২ থেকে

সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।

বেতন কাঠামো 

পে লেবেল ১ অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে।

আবেদন ফি

GEN/OBC/EWS-এর জন্য: ২০০ টাকা

SC/ST/PWD- এর জন্য : ৫০ টাকা

পেমেন্ট মোড (অনলাইন): ডেবিট/ক্রেডিট কার্ড/ইন্টারনেট ব্যাঙ্কিং ইত্যাদি।

ALSO READ :   রাজ্যে রেশম বন্ধু পদে কর্মী নিয়োগ,মাধ্যমিক পাসে আবেদন করুন

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (www.mscwb.org) থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় বেশ কিছু ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন করার লিংক নিচে দেওয়া রয়েছে, ওখান থেকেও আপনি সরাসরি আবেদন করা পারবেন। 

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইন রেজিস্ট্রেশন ও আবেদনের শুরুর তারিখ: ২৮/০৩/২০২২

অনলাইন আবেদনের শেষ তারিখ : ২৪/০৪/২০২২

গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল নোটিফিকেশন Download(download)
আবেদন করুন Click Here(link)
অফিশিয়াল ওয়েবসাইট Click Here(link)
বর্তমান যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে এখানে ক্লিক করুন(link)

বিঃ দ্রঃ: আমাদের ওয়েবসাইটে যে সমস্ত চাকরির খবর দেওয়া হয় তা সম্পুর্ন ভাবে সরকারি ও বেসরকারি অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিক। আমার কোনোরূপ চাকরি প্রদান করি না। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশ টি মনোযোগ সহকারে পড়বেন।(alert-warning)

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top